-
ফরেক্স প্রতি আমি আন্তরিক.প্রতিটি উপ্পার্জনকারি তার উপ্পার্জন মাধ্যম এর প্রতি আন্তরিক.আমি ফরেক্স এর মাধ্যমে উপ্পার্জন করে থাকি.যা আমাকে দিয়েছে অনেককিছু.এখন আমি আমার চত-খাত আশা-আকাঙ্ক্ষা তো পূরণ করতেই পারি.সামনে আশা করি আরো বড় কিছু করতে পারব তাই আমি এইটির প্রতি আন্তরিক.এবং আশা করি ভবিশ্সত অ ও থাকব.
-
ফরেক্স মার্কেট এ সবাই কোন না কোন আসাই আসে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি আমার আসা পূরণ করার জন্য।ফরেক্স মার্কেট নিয়ে আমার অনেক ইচ্ছা রয়েছে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমার পরিবার পরিচালনা করতে চাই।তাই আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি ফরেক্স মার্কেট এ কেন ট্রেড করি এই প্রশ্নের অনেক উত্তর রয়েছে।ফরেক্স মার্কেট এর যে সুযোগ সুবিদা রয়েছে টা দেখে যে কেও ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রতি আগ্রহ প্রকাশ করবে।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
যে কোন কাজ করতে হলে প্রথমে ঐ কাজের প্রতি আগ্রহ থাকতে হবে । আগ্রহ না থাকলে কোন কাজেই সফলতা আশা করা যায় না । আগ্রহ এর সহিত অগ্রসর হতে থাকলে ভালো ফলাফল আশা করা যায় ।ফরেক্স কে পেশা হিসেবে নিতে চাইলে এর প্রতি আন্তরিকতা থাকলে সফলতার হার শতভাগ ।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিন লক্ষ-কোটি ট্রেডার ট্রেডিং করেন। দিনে দিনে এই মার্কেটে ট্রেডারের সংখ্যা বাড়ছে। এই মার্কেটে সবার ভাল কিছু করার আশায় আসেন। ফরেক্স বিজনেস বিশ্বের অন্যতম প্রফিটেবল বিজনেস হওয়ার কারনে এই প্রতি মানুষের আগ্রহের কমতি নেই কোন। ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধরে পরিশ্রমের সাথে কাজ করতে থাকলে সাফল্য আসবেই। ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে অবশ্যই আন্তরিকতার সাথে নিয়মিত পরিশ্রম করে কাজ অরে যেতে হবে।
-
প্রথমেই আমি বলতে চাই ফরেক্স হছে আমার সবচেয়ে প্রিয় ব্যবসা। আমি ফরেক্স কে প্রফেশনাল হিসাবে নিয়েছি। আর তাছারা ফরেক্স আমার খুব ভালো লাগে। ফরেক্স ছাড়া ট্রেড বিজনেস আর ভালো কোথাও পাওয়া সম্ভব না। তাই আমি ফরেক্স করি।
-
যে কোন কাজ করতে হলে সেই কাজের অপর আন্তরিকতা থাকতে হয় এটাই শাবাবিক । তাই ফরেক্স এ কাজ করতে হলে ও আন্তরিকতা থাকতে হবে আরে বেশি কারন মার্কেট ন বুজতে পারলে লস হয়ওয়আর শম্ভাবনা থাকে।
-
কোন কাজে সাফলতা করতে চাইলে আগে ওই কাজকে ভালোবাসতে হবে। আপনি ফরেক্স ব্যবসা করেন তবে আপনি যদি ফরেক্সকে ভালো না বাসেন ফরেক্স এর প্রতি আন্তরিক না হন তাহলে আপনি কোন দিন ফরেক্স থেকে সফলতা আনতে পারবেন না। ফরেক্স অনেক কঠিন ও রিস্কি ব্যবসা তাই এই ব্যবসাই সফলতা আনতে অনেক পরিশ্রম করতে হয়। ফরেক্স এর আন্তরিকতা আপনাকে ফরেক্স শিখতে অনেক সাহায্য করবে।
-
ফরেক্স এর প্রতি আমার আন্তরিকতা অনেক বেশী ।কারন এর মাধ্যমে অর্থ আয় করে আমি আমার আর্থীক সমস্যা দুর করতে পারি ।আর আন্তরিকতা সাথে ধৈর্য সহকারে ফরেক্সে কাজ না করলে সফল হওয়া ও যাবে না....।
-
আমিও অনেক আশা নিয়ে ১ বছর আগে ফরেক্স মার্কেটে ডোমো একাউন্ট ৬-৭ মাস প্রাকটিস করে তার পর রিয়েল একাউন্ট তে নেমেছিলাম। আমি লস করি নি। অল্প অল্প করে আমি লাভ করছি।
-
ফরেক্স এর প্রতি আমার আন্তরিকতা অনেক ।ফরেক্সে প্রতিটি ট্রেডে লভবান হওয়ার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য নিজেকে দক্ষ ট্রেডা হিসাবে গড়ে তোলা যাই।এই সাইটে আন্তরিকতার সাথে কাজ করতে পারলে লাভ করা যাই।