-
আসলে আপনি ঠিকই বলেছেন যে মানি ম্যানেজমেন্ট হলে এই মার্কেটের প্রান কারণ , মানি ম্যানেজমন্টে মেনে চলার মধ্য দিয়ে আমরা আমাদের লস কমিয়ে লাভ করতে পারি মানিম্যানেজমেন্ট অনুসরণ করলে ভাল রেজাল্ট আশা করা যায় যে যত মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবে সে তত বেশি ন্নতিকরতে পারেব মানে তার লস এর পরিমান তত কমহবে। তাই আমি বলব যে ফরেক্স এ কাজ করতে মানি মেনেসমেন্টজেনে রাখা একজন ট্রেডারের দায়িত্ব।
-
মানি মেনেজমেন্ট যদি সঠিক ভাবে ফলো না করে ট্রেড করেন তাহলে শুধু ফরেক্স ট্রেড কেন বিশ্বের যে কোনোও ট্রেড বা ব্যাবসায় লাভবান হতে পারবেন না৷যার মানি মেনেজমন্ট সিস্টেম যত ভালো ও মজবুত সে তত ভালো প্রফিটেবল ট্রেডার৷সঠিক ভাবে লিভারেজ নেয়া,রিস্ক রিওর্য়াড রেশিও সঠিক ভাবে ফলো করা,স্টপলস/টেকপ্রফিট সঠিকভাবে মেইনটেইন করে ট্রেডে এন্ট্রী করা,মার্জিন ফলো করে ট্রেড করা...ইত্যাদি এই মানি মেনেজমেন্টের প্রধান অংশ৷মানি মেনেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷
-
মানিম্যানেজমেন্ট হল ফরেক্স ট্রেডিংয়ের প্রান আর আমি মনে করি এই প্রানকে অগ্রায্য করে ফরেক্স ট্রেডিংয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। আপনি যত ভাল ফরেক্স ট্রেডিংই জানুন না কেন আপনার যদি মানিম্যানেজমেন্ট জ্ঞান না থাকে বা কম থাকে তা হলে আপনি ফরেক্সে ট্রেড করে কখনই ভার প্রফিট করতে পারবেন না।
-
হ্যা মানি ম্যানেজমেন্ট ফরেক্স এর জন্য অত্যাবশ্যক। কারন মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে উন্নতি করা অসম্ভব । আমরা যদি আমাদের ব্যালেন্সকে টিকে রাখতে চাই তাহলে মানি ম্যানেজমেনেতের কোন বিকল্প নেই ।মানি ম্যানেজ মেন্ত মেনে চললে আমরা কম -বেশি লাভ করতে পারব ।
-
হ্যা এটা সত্য মানি ম্যনেজমেন্ট ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত অত্যাবশ্যক কারণ এটা ছাড়া আপনি কখনও ফরেক্স মার্কেটে ব্যবসা করার চিন্তা করতে পারবেন না। আপনার ব্যালেন্স যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে আপনি কখনও কোন ব্যবসা করে টিকে থাকতে পারবেন না। এজন্য আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত সর্বপ্রথম মানি ম্যনেজমেন্ট ব্যবস্থা আগে ঠিক করে তারপর ফরেক্স মার্কেটে ব্যবসা করার চিন্তা করতে হবে।
-
মানিম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স ট্রেড আর লাগামহীন ঘোড়া একই কথা। লাগামহীন ঘোড়া যেমন যা খুশি তাই করতে পারে এমনকি কোনকিছু ধ্বংসও করতে পারে, ঠিক তেমনি মানিম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স একই রকম আপনার একাউন্ট যা খুশি তাই হতে এমনকি জিরোও হতে পারে। আমার মনে হয় কিছুটা হলেও বোঝা গেছে মানিম্যানেজমেন্ট কি। আসল কথা হলো ফরেক্স এর ব্যপারে জানার আগে মানিম্যানেজমেন্ট জানাটা জরুরি। যদি মানিম্যনেজমেন্ট জানতে এবং বুঝতে পারেন তাহলে আপনার প্রফিট রাখতে পারবেন।
-
হ্যা ভাইজান, আমি যতটুকু ফরেক্স মার্কেট সম্পর্কে জানি সে দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে মানি ম্যানেজম্যান্ট আসলেই হলো একটি অন্যতম বৈশিষ্ট্য। এটার উপর বেস করেই দক্ষ ট্রেডারগণ তাদের প্রফিটের ধারাবাহিকতকে অব্যাহত রাখেন। তাই নিঃসন্ধেহে এটাকে ফলো করে ট্রেড করা আমাদের সকলের প্রধান কর্তব্য, কারন এটা ফলো না করলে আমরা এই মার্কেটে বেশিদিন টিকে থাকতে পারব না।
-
ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট এর জান বলতে পারেন মানিম্যানেজমেন্ট । মানিম্যানেজমেন্ট করে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি অ্যাকাউন্ট জিরো করবেন না বা হবে না আপনি এক সময় দেখবেন আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারছেন তাই আপনাকে ফরেক্স মার্কেট এ লেগে থেকে নিয়মিত ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে আনতে হবে তাহলেই আপনি সফল
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে কেউ মানি ম্যনেজমেন্ট ছাড়া টিকে থাকতে পারবে না। কেননা মানি ম্যনেজমেন্ট আপনাকে আপনার এ্যাকাউন্ট জিরো হাত থেকে রক্ষা করতে পারবে। আমি বিশ্বাস করি আপনি যদি সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনা করে ট্রেড করতে পারে তাহলে আবশ্যই সঠিকভাবে প্রতিটি ট্রেডে এন্ট্রি নিতে পারবেন এবং সে অনুযায়ী প্রফিট উপার্জন করতে পারবেন। তাই আমি মনে করি মানি ম্যনেজমেন্ট প্রত্যেক ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে গুরুত্ব না দিলে আপনি কখনও এই মার্কেটে সফল হতে পারবেন না।
-
ফরেক্স ট্রেডিংয়ে আমি মানি ম্যানেজমেন্টকে ফরেক্স ট্রেডিংয়ে প্রান বলে মনে করি কারন প্রান ছাড়া যেমন কোন প্রানীর অস্তিত্ব কল্পনা করা যায় না ঠিক তেমনি ফরেক্স ট্রেডিংয়ে মানিম্যানেজমেন্ট ে বাদ দিয়ে সফলতার সাথে ফরেক্স মার্কেটে কোন অবস্থায়ই টিকে থাকা সম্ভাব না তাই ভাল প্রফিটের পূর্ব শর্ত ভাল মানিম্যানেজমেন্ট জ্ঞান।