-
আমার জানামতে ফরেক্স ডেমো ট্রেডিং এ কঠোর অনুশীলন করলে এক সময় ফরেক্স থেকে শাফলতা পাওয়া যায়। কারন ফরেক্স এ ডেমো ট্রেডিং এ কঠোর অনুশীলন ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানার পাশাপাশি ট্রেডের অনেক ধরনের কৌশল শিখা যায় এবং মার্কেটের মুভ বুঝা যায়। তাই আমি মনে করি সব ট্রেডআরদের ডেমো ট্রেডিং এ কঠোর অনুশীলন করা উচিৎ।
-
আমি আপনার সাথে এক মত । তবে ডেমো করার আগে ভাল ভাবে নিয়মগুলি বুঝতে হবে ।। বুঝে তার পর ডেমোতে প্রাক্টিস করলে দক্ষতা অরজন হবে যা দিয়ে রিয়েল ট্রেডিং করে আয় করতে পারবেন ।
-
আপনি যত পড়াশুনা করবেন ততই আপনি সবকিছুর বিষয় জানতে পারবেন। ডেমো ট্রেডিং ও তেমন একটা বিষয়। ডেমো আপনাকে সকল প্রকার লস থেকে বিতর রাখতে সাহায্য করবে। যদি আপনি ফরেক্স মার্কেটে সাফল্য আনতে চান বেশী করে ডেমো অনুশিলন করুন।
-
আমি মনে করি যদি কেউ ডেমো কে রিয়েল মার্কেট এর মত করে নিতে পারে তবেই তার পক্ষে সম্ভব ট্রেডিং শিখা। কেননা যদি কেউ উরাধুরা ট্রেড করে ডেমোতে হিউজ প্রফিট করে মনে করে বসে যে আমি তো বিশাল বড় ট্রেডার হয়ে গেছি এখন আর কি দরকার অযথা সময় নষ্ট করার। তাই পড় ঝাপিয়ে রিয়েল মার্কেটে।
-
ডেমো ট্রেডিং হল ফরেক্স শিক্ষক এর মতই এবং আমি সেটাই মনে করি । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন ট্রেড করি তারা জানি এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে নিজেকে প্রতিষ্টিত করতে চাইলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে ডেমোর কাছে । আমি একজন নতুন ট্রেডার হিসেবে বর্তমানে অনেক বেশি পরিমাণে ডেমো ট্রেড করার চেষ্টা করছি । কেননা এর মাধ্যমেই একজন নতুন ট্রেডারের দক্ষতার সৃষ্টি হয় ।
-
ডেমো এমন একটা ট্রেডিং পদ্ধতির নাম যেখানে ট্রেডিং করে আমরা অনেক বেশি পরিমাণে নিজেদেরকে এগিয়ে নিতে পারি । কেননা ডেমো ট্রেড করার মাধ্যমেই অামরা মূলত উন্নতি করতে পারব । আর ডেমো ট্রেডের মূল লক্ষ্য হল নিজেকে সর্বদা প্রস্তুত রাখা । কেননা আপনি যদি নিজেকে প্রস্তত রাখতে না পারেন তবে কখনোই আপনি বেশি সফল হতে পারবেন না ।
-
ফরেক্স শিখতে গেলে ডেমো ট্রেড করে ভাল করে ফরেক্স শিখা যায়। আমরা ইমোশন কন্টোল করার জন্যও ডেমো ট্রেড করে থাকি। তবে এটা বেশি কার্যকর ফরেক্স শিখার ক্সেত্রে। প্রথমের দিকে টাকা ইনভেষ্ট ছাড়াই ফরেক্স শিখতে চাইলে ডেমো করতে হয়।
-
আনরা যদি ফরেক্স এ সফল হতে চাই তাহলে আমাদের অনেক সিরিয়াস হতে হবে। আমরা অনেকে আছি যারা ডেমো ট্রেড কোন গুরত্ত দেয় না। আমরা মনে করি এটা তো ফ্রী টাকা এটা দিয়ে কোন লাভ হবে না। তাই আমরা ভালোভাবে ট্রেড করি না। এবং আমাদের ভুল গুল ধরতে পারি না।
-
ফরেক্স এ ডেমো ট্টেড করা মানে কোন ঝুকি ছাড়াই ট্টেড করা। তবে আমরা যদি একটু কঠোর চিন্তা করে ফরেক্স এর ডেমোটা রিয়েল ভেবে ফরেক্স এ ট্টেড করি তাহলে আমরা ফরেক্স এ শিখার আগেই অনেকটা পাকা হয়ে যেতাম। তবে যাই হোক আমরা ফরেক্স এ ডেমোতে কঠোর হওয়া উচিত যাতে আমরা রিয়েল ট্টেড করা সময় সাবধানতা হতে পারি।
-
ফরেক্স ট্রেডিং করে অধিকাংশ নতুন ট্রেডার লস করে এবং টিকে থাকা দয় হয়ে যায় । তাই প্রথমেই বেশী লোভ বা হতাশায় না পড়ে ফরেক্স ডেমোতে অনুশীলন করতে হবে এবং শিখতে হবে । এজন্য আপনাকে সময় দিতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে । যত বেশী দক্সতা অর্জন হবে তত বেশী লাভের সম্ভবনা থাকবে ।