-
আমি যতদূর বুঝি আপনি কতটা ট্রেড ওপেন করতে পারবেন তা নির্ভর করে আপনার মার্জনের ওপর । আপনার ফ্রি মার্জিন যদি বেশি থাকে তাহলে আপনি অবশ্যই বেশি ট্রেড ওপেন করতে পারেন । তবে যত বেশি ট্রেড ওপেন করবেন তত লাভ বা লসের সম্ভাবনা বেড়ে যাবে । তাই মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড ওপেন করবেন ।
-
আমি বলবো বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।
-
না বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই । কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স ট্রেড ব্যবসা খুব সহজ না । এখানে ৯৫% ট্রেড়াস লস করে থাকে । তাই আমাদের কম কম ট্রেড ওপেন করতে হবে যাতে লস খব কম হয় । কিন্তু আমি জানি ট্রেড কম কম ওপেন করলে আবার লাভ ও খুব কম কম হবে । তুবুও আমার মতে বেশি ট্রেড ওপেন না করাই ভাল । আমি কম কম ট্রেড ওপেন করি ।
-
বেশী পরিমানে ট্টেড করলে এমনেতে কোন সমস্যা হয় না। তবে আপনার ব্যালেন্স কমে যাবে। কারন ফরেক্স এ ট্টেড করলেই যে লাভ হয় না। ট্টেড করার সাথে সাথে ব্রোকাররা কিছু ব্যালেন্স কেটে নেয়। আর সেই মুহূর্তে ক্লোজ করে দিলে লস হতে হয়। আর এটাতেই সমস্যা হতে হয়।
-
আমি মনে করি বেশি ট্রেড ওপেন করলে বেশি লাভ হবে যদি আপনি আপনার মার্জিন লেভেল বেশি করে খেয়াল করেন। আপনার মার্জিন লেভেল যদি কম থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট এ ঢুকতে পারবেন না। আপনি যদি ফরেক্সে বেশি ট্রেড ওপেন করতে চান তাহগলে আপনাকে বেশি বেশি ট্রেড শিখতে হবে।
-
আয় বুঝে ব্যয় করতে হবে। বেশি ট্রেড ওপেন করা মোটেও ঠিক নয় । ভলিযম বেশি হলে মাকের্ট ৩০০-৪০০ পিপস মুভকরলে একাউন্ট জিরো বা মাইনাস বেশি হয়ে যাবে। সুতরাং বেকআপ রাখতে হবে । আপনি মারজিন লেভেল ৪০০ এর উপরে রাখতে চেষ্টা করবেন।
-
বেশি ট্রেড ওপেন করলে লাভ লস দুটোই হতে পারে। লসের সম্ভাবনা বেশি। সুনিদ্দিষ্ট লক্ষ্য নিয়ে ট্রেড করা উচিৎ। মানি ম্যনেজমেন্ট ফলো করতে হবে। ছোট লটে কম পরিমান ট্রেড করতে হবে। তা না হলে একদিনেই হিরো আবার একদিনেই জিরো হবেন।
-
বেশি করে ট্রেড অপেন করা আমার মতে ঠিক না কারন অাপনি সুযোগ মতে একটা বা দুইটা ট্রেড করেন তাহলে এইটাতে প্রপিট হবে বেশি ট্রেড করলে লাভের চেয়ে লস হবে বেশি তাই আপনাকে কম বেশি লাভ সেটা অনুসরন করতে হবে।
-
বেশি ট্রেড করলে কোন সমস্যা নেয় কিন্তু আপনার ব্যালেস্ন মার্জিন ঠিক রেখে করতে হবে।কারন ট্রেডে লস করলে ব্যালেস্ন জিরো হতে পারে।ফ্রী মার্জিন ঠিক রেখে ট্রেড করায় উচিত।
-
আমার মনে হয় বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।