ফরেক্স এ ট্রেড করতে হলে সবার আগে আপনাকে ফরেক্স সম্পরকে ভালভাবে জানতে হবে।ফরেক্স মার্কেট সেসন সম্পরকে জানতে হবে। মার্কেট এনালাইসিস,মানি মেনেজমেন্ট ফরেক্স এর অনেক গুরুত্বপুরন বিষয় যেটা না জানলে প্রফিট করা সম্ভব না।
Printable View
ফরেক্স এ ট্রেড করতে হলে সবার আগে আপনাকে ফরেক্স সম্পরকে ভালভাবে জানতে হবে।ফরেক্স মার্কেট সেসন সম্পরকে জানতে হবে। মার্কেট এনালাইসিস,মানি মেনেজমেন্ট ফরেক্স এর অনেক গুরুত্বপুরন বিষয় যেটা না জানলে প্রফিট করা সম্ভব না।
ফরেক্স মার্কেট বর্তমান বিশ্বের সবচেয়ে প্রফিটেবল একটি মার্কেট। এইখানে দৈনিক বিলিওন ডলারের ট্রেডিং হচ্ছে। ফরেক্স মার্কেট বিশাল মাপের একটি মার্কেট। ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে চাইলে ফরেক্স মার্কেট সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। ফরেক্স মার্কেটের খুটিনাটি সম্পর্কে ভালভাবে জানতে হবে। কিভাবে মার্কেট এনালাইসিস করতে হয়, প্রাইস একশন এর মাধ্যমে কিভাবে ট্রেডিং করতে হয়, মানি ম্যানেজমেন্ট কাকে বলে, স্টপ লস/টেক প্রফিট এর ব্যাবহার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
একজন ট্রেডারকে পরিপূর্ণ ট্রেডার হতে হলে তাকে অনেক বিষয়ে জানতে হবে । যেমন , মানি ম্যানেজমেন্ট করা জানতে হবে ও তার যথাযত প্রয়োগ করতে হবে । ট্রেড করার সময় কিছুতেই মাথা গরম করা যাবেনা । একই সাথে একাধিক পেয়ারে ট্রেড করা যাবেনা । স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করতে হবে ।
ফরেক্স ট্রেডিং এ শিখতে হবে অনেক কিছু।যেমন-- সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয়, চ্যানেল ও ট্রেনড লাইন,ইন্ডিকেটর এর ব্যবহার( RSI, OSCILLATOR, ADX , Moving average, bowlinger band ),পিপস, লট, স্প্রেড ,টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার, সপাইক , কেন্ডল স্টিক চাট্ ,পিনবার, টুবার ও এংলাফ বার এর ব্যবহার, রবট / EA ইন্সটল ও ব্যবহার ইত্যাদি।
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ভালো করতে হলে নির্দিষ্ট কিছু জানলেই হবেনা।ফরেক্সের যাবতীয় বিষয়গুলো ভালোভাবে জানার প্রয়োজন।এজন্য তুখোর স্টাডি করতে হবে এবং পাশাপাশি ডেমো ট্রেডিং করে যেতে হবে।সবসময়ই ফরেক্স রিলেটেড থাকতে হবে যত সময় পাওয়া যাবে। এভাবে কয়েকবছরের চেষ্টায় ফরেক্সে ভালো ফলাফল বয়ে আনা সম্ভব হতে পারে।
ফরেক্স মার্কেট এ ঠিকে থাকার জন্য ফরেক্স জ্ঞান ছাড়া ঠিকে থাকা অসম্ভব। তাই কিছু বিষয় আয়ত্ব করতে পারলে ফরেক্স মার্কেট এ ঠিকে থাকার পাশাপাশি আপনি আয় করতে পারবেন। আপনার বুজতে হবে মার্কেট ট্রেন্ড, করতে হবে মার্কেট এনালাইসিস, মানতে হবে মানি মেনেজমেন্ট, ধরতে হবে সুয়িং পইয়েন্ট।। এ বিষয় গুলা আয়ত্ব করতে পারলে হবে।।
ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট এর একবারে ছোটও থেকে বর সব বিসয় সম্পর্কে আপনাকে জানতে হবে না হয় আপনি সফলতা আনতে পারবেন না । প্রথমে আপনাকে ডেমো ট্রেড তারপর আপনাকে টেকনিকাএল এনালাইসিস সম্পর্কে জানতে হবে তারপর ভিবিন্ন কারেঞ্চি সম্পর্কে জানতে হবে এ চার আরো অনেক কিছু জা আপনি ফরেক্স এ কাজ করার জন্য লাগবে। এই জানতে হবে না হয় আপনি লস দিবেন/
ফরেক্স মার্কেটে ভাল প্রফিট করতে হলে অনেকগুলি বিষয় জানা জরুরী,যেমনঃ-ক্যান্ডেলস্টিক চার্ট,ফান্ডামেন্টাল এনালাইসিস,রিস্ক ম্যানেজমেন্ট,ইন্ডিকেটরের ব্যবহার ইত্যাদি । এই জিনিসগুলি ভালভাবে জানতে পারলে ফরেক্স মার্কেটে ভাল প্রফিট অর্জন করা সম্ভব । এছাড়া বিভিন্ন ব্লগ,ফোরামের সাহায্যে এই মার্কেটে কি ঘটতে যাচ্ছে সেই সম্পর্কে আপডেট থাকতে হবে ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক কিছু জানতে হবে। আপনাকে ভিবিন্ন রকম অ্যনালাইসিস যেমন সেন্টিমেন্টাল অ্যনালাইসিস, টেকনিক্যাল অ্যনালাইসিস, এবং ফান্ডামেন্টাল অ্্যনালাইসিস সম্পর্কে আপনার ভাল ধারনা থাকতে হবে। তাছাড়া মানি ম্যানেজম্যন্ট সম্পর্কে খুব ভাল ধারনা থাকা অতাবশ্যক।।।
আমার মতে ফরেক্সে ভাল প্রফিট করে নিজেকে একজন সফল ট্রেডার হিসাবে তৈরী করতে হলে আপনাকে ফরেক্স ট্রেডিং কেৌশলের প্রতিটি বিষয়ে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে। মানি ম্যানেজমেন্ট , ট্রাডিং লস কমানর জন্য স্টপ লস বেবহার করতে হবে , ফরেক্স মার্কেট এর মভমেন্ট কিসের উপর নিরভর করে সেটা জানতে হবে ।