ব্রেকার হাউজকেই মার্কেট মেকার বলা। আর এই মার্কেট মেকারের সদস্য হাচ্ছি আমরা যারা ট্রেড করে থাকি। ট্রেডারদের ক্রয বিক্রয় এর মাধ্যমেই মার্কেট উঠা নামা করে।
Printable View
ব্রেকার হাউজকেই মার্কেট মেকার বলা। আর এই মার্কেট মেকারের সদস্য হাচ্ছি আমরা যারা ট্রেড করে থাকি। ট্রেডারদের ক্রয বিক্রয় এর মাধ্যমেই মার্কেট উঠা নামা করে।
হ্যাঁ, আপনার মতামতের সাথে অনেকটাই একমত বাইয়ার আর সেলার এর মাঝে অবস্থার ভিত্তিতে মার্কেট মুভমেন্ট করে থাকে, যেমন; ফরেক্স এর মাঝে আমরা যখন অর্ডার দিয়ে থাকি বিক্রয়ের জন্যে, তখন ক্রেতা হল ব্রোকার, আর যখন আমরা ক্রয়ের জন্য অর্ডার দিয়ে থাকি, তখন বিক্রেতা হল ব্রোকার, তো মার্কেট মেকার ব্রোকার আর ক্লাইনটেড় মধ্যে হওয়াটাই স্বাভাবিক।
আমরা সচরাচর যে সকল ব্রোকারে ট্রেড করে থাকি তার সব গুলোই মার্কেট মেকার। মার্কেট মেকার বলতে বোঝায় যে সকল ব্রোকার ট্রেডারের বিপরীতে ট্রেড নিয়ে থাকে। অর্থাৎ এখানে আপনি লস করলে ব্রোকার লাভবান হয় আবার আপনি লাভ করলে ব্রোকার লসের কবলে পড়ে। সব সময়ই বেশি বেশি বোনাস দাতা এবং খুব অল্প ডিপোজিটের সুযোগ করে দেওয়া এগুলোই মার্কেট মেকার ব্রোকার।
যারা সরাসরি আপনাকে মূল মার্কেটে ট্রেড করতে দেয় না তারা হল মার্কেট মেকার । মার্কেট মেকার সাধারনত আপনার ট্রেডের বিপরীতে একটি ট্রেড খোলে । মার্কেট মেকারদের লিকুইডিটি প্রভাইডার থাকে । যার মাধম্যে তারা লাভ লস এডজাস্ট করে থাকে । মার্কেট মেকার ব্রোকর ট্রেডার এর জন্য তেমন ভাল না ।
আমার জানামতে মার্কেট মেকার হল প্রতটি ট্রেডার আর ব্রোকার হাউজ । আমরা আমাদের ট্রেড এর মাধ্যমে মার্কেট এর মুভমেন্ট ঘটিয়ে থাকি এ দিকে ব্রোকার আমাদের ট্রেডের বিরুদ্ধে তার বিপরীত দিকে ট্রেড ওপেন করে লাভবান হয়ে থাকে । তাদের আছে যথেষ্ট পরিমাণে ইকুয়েটি যার কারনে তারা লাভবান হয় অনেক সহজেই।
হ্যা, আপনি ঠিকই বলেছেন বলে আমি মনে করি।কারন ফরেক্সে দুই ধরনের ব্রোকার রয়েছে বলে আমরা জানি।তাদের একটা হচ্ছে মার্কেট মেকারমেকার ব্রোকার। মার্কেট মেকার ব্রোকাররা তাদের ক্লাইন্টদের ট্রেড হিসেবে ট্রেড করে এবং বেশি পুজি দিয়ে ট্রেড করে প্রফিট করে নিতে চাই।এজন্য মার্কেট মেকার বলতে ফরেক্স ব্রোকারদের বোঝানো হয়।
ফরেক্স মার্কেটে আমি এখনো এত গভীরে যেতে পারিনাই মার্কেট মেকার ফোরামে পড়ে বুঝতে পারলাম মার্কেট মেকার হল ব্রোকার এবং বড় বড় আত্তিক প্রতিস্ঠান ও কেন্দ্রীয় ব্যাংক। আমাদের মত ক্ষুদ্র বিনিয়োগ কারিরা মার্কেটে অনেক গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে তাই সবাই মার্কেট মুবমেন তৈরি করছে।
ফরেক্স মার্কেটে আমরা মুভমেন্ট করে থাকে ফরেক্স ট্রেডার দের ট্রেডিং করার জন্য তাই আমাদের ভাল করে ট্রেডিং করতে গিয়ে দেখি মার্কেট মেকার ফরেক্স ট্রেডাররা,আর বড় বড় ব্যাংক বা ব্রোকার হাউস মার্কেটের বড় ছোট মুভমেন্ট করিয়ে থাকে,তাই আমাদের মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেডিং করতে হবে যাতে প্রফিট করা যায়।
মার্কেট মেকার হলো তারা যারা সরাসরি মুদ্রার দাম উঠানামা করে। এদের কিছু নিয়ম নীতিতে মুদ্রা কেনা বেচা হয়ে থাকে। এই পিপসের মাধ্যমে আমরা তা দেখতে পাই মার্কেট কিভাবে উঠানামা করে।
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।