ফরেক্স মার্কেট এ যেমন লাভ হয় তেমনি লস হয়,তাই আমরা ফরেক্স মার্কেট এ যারা ট্রেডিং করি তার কিছু কিছু সময় লাভ লস দুইটি হয়ে থাকে,তাই কোন লোভে ট্রেড না করা,মাথা ঠান্ডা রেখে ট্রেড করা,লস হলে সেই দিন ট্রেড না করা,মাঝে মাঝে লস হবে এটাই ঠিক।
Printable View
ফরেক্স মার্কেট এ যেমন লাভ হয় তেমনি লস হয়,তাই আমরা ফরেক্স মার্কেট এ যারা ট্রেডিং করি তার কিছু কিছু সময় লাভ লস দুইটি হয়ে থাকে,তাই কোন লোভে ট্রেড না করা,মাথা ঠান্ডা রেখে ট্রেড করা,লস হলে সেই দিন ট্রেড না করা,মাঝে মাঝে লস হবে এটাই ঠিক।
ফরেক্সে যারা বুঝে ট্রেড করে তারা সব সময়ই লাভ করে। যারা না বুঝে ট্রেড করে তারা সব সময়ই লস করে। তাই ডেমোতে ভাল ভাবে এনালাইসিস না করলে প্রফিটের মুখ দেখা প্রায় অসম্ভব। আমাদেরকে লসের চিন্তা মাথায় রেখে কি করে লস কমানো যায়, কি করে মার্কেটের মোভমেন্ট ধরা যায় তার উপর নজর দিয়ে প্রাকটিস করা উচিত।
ব্যবসা করতে গেলে লাভ লস হবে এটাই আমরা প্রত্যকে জানি।আর ফরেক্স ব্যবসাতে যদি কেউ শুধু লাভ করেই যেত তাহলে সে সব চেয়ে ধনী ব্যক্তি হয়ে যেত। তবে ফরেক্স করতে গিয়ে যদি আপনার মাথা ঠান্ডা রেখে ট্রেড করে যান তাহলে লসের পরিমানটা কম হতে পারে।
ফরেক্সে নতুন ট্রেডাররাই বেশি লস করে থাকে। তারা না জেনে আয় করার জন্য মরিয়া হয়ে উঠে । ফলে তারা লাভের চেয়ে লস বেশি করে। এজন্য প্রত্যেক ট্রেডারকে ভালভাবে ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করে প্রতিটি ট্রেডে ভেবে চিন্তে ট্রেড করা উচিত। আমাদের কাছে যতটা সহজ মনে হয় ট্রেড কিন্তু ততটা সহজ নয়।
ফরেক্স ব্যবসায় অবশ্যই লাভ লস বিদ্যমান রয়েছে । এই ব্যবসা যারাই করুক না কেন কম বেশী লাভ লস হবেই । দক্ষ ট্র্রেডারদের একটু কম লস হবে আর অদক্ষ লোকদের একটু বেশী লস হবে । আর ফরেক্স ব্যবসায়তো লাভ লস হবেই এটাই স্বাভাবিক ।
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে যে কিভাবে ট্রেড কপ্রতে পারলে বাল হবে তা বুঝটা খুব কঠিন বলে আমি মনে করি কারন যখনেই ট্রেড ওপেন করি তখনেই ট্রেড শুধু লসের দিকে যায় বুঝিনা কি করে ট্রেড করেল লাভ হবে আর কি করলে লস হবে না তাও ল্যাব লস টা হিসাব করে করতে হবে।
ফরেক্সে লাভ-লস নির্ভর করে একজন ট্রেডারের ট্রেডিং কৌশলের উপর। যে ট্রেডার দক্ষভাবে ট্রেড করতে পারবে কেবল মাত্র সে প্রত্যাশিত মুনাফা ও সফলতা লাভ করবে। আবার যে ট্রেডিং করায় দক্ষ না হয় সে লস করে। তাই ফরেক্সে প্রথমত দক্ষ ট্রেডার হওয়া জরুরী। তাই আগে ট্রেড শিখতে হবে তারপর ফরেক্সে ট্রেড করতে হবে।
ফরেক্স এমন একটা ব্যবসা যেটা শুধু করলেই হবে না । বরং আমাদেরকে অনেক বেশি মনোযোগের সহিত ফরেক্স নিয়ে গবেষণা করতে হবে । কেননা একটা বিষয় সম্পর্কে ক্রমাগত জ্ঞানঅর্জন সেই বিষয়ে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে । তাই আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু বাই সেল এর উপর ভিত্তি না করে বরং বেশি করে এনালাইসিস ভিত্তিক বাই সেল দিলে সেখান থেকে সফলতা আসবে ।
সব ট্রেডার প্রতিটি ট্রেড করার আগে মার্কট ভালোভাবে এনালাইসিস করে,সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেল নির্ধারন করে কেবল তারাই ফরেক্সে মার্কটে সফল হতে পারে।প্রত্যেকটা কাজে যেমন লাভ থাকে তেমন লসও থাকে ,আবার নিয়মের বাইরে কোন কিছু করলে লস হয় ।
আমি মনেকরি ফরেক্স এ লাভ লস সবাই করে।। তবে অভিজ্ঞ ট্রেডারগন লস হয়ত খুব কম করেন। আর এনালাইসিস করার মাধ্যমে কেউ যদি সঠিক মার্কেট মুভমেন্ট বের করতে পারে তাহলে রাত লস হওয়ার কথা না।। আর লসের করন হল নিয়ম না মেনে ট্রেড করা, লোভ করা, ওভার ট্রেড করা, ইত্যাদি।। সবাই নিয়ম করে ট্রেড করুন লাভের মুখ দেখুন।। হ্যাপি ট্রেডিং।