ফরেক্স মার্কেটে তিন ধরনের ট্রেন্ড দেখা যায়, আপ ট্রেন্ড , ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে বা রেন্জ রাউন্ড। এই তিন প্রকারের ট্রেন্ড এর উপর নির্ভর করে আমরা ট্রেড করে থাকি। এর মাঝে সব থেকে ঝুকি পূর্ন হল রেন্জ রাউন্ড। কেননা এটা যে কোন সময় ব্রেক আউট হতে পারে।
Printable View
ফরেক্স মার্কেটে তিন ধরনের ট্রেন্ড দেখা যায়, আপ ট্রেন্ড , ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে বা রেন্জ রাউন্ড। এই তিন প্রকারের ট্রেন্ড এর উপর নির্ভর করে আমরা ট্রেড করে থাকি। এর মাঝে সব থেকে ঝুকি পূর্ন হল রেন্জ রাউন্ড। কেননা এটা যে কোন সময় ব্রেক আউট হতে পারে।
ফরেক্স ট্রেডিংয়ে বিভিন্ন বিশ্লেষণের সরঞ্জাম রয়েছে। যদি আপনি কোনও চার্ট টেম্পলেটটি দেখে থাকেন যা কিছু ব্যবসায়ী ব্যবহার করেন তবে আপনি চক্রান্ত করা অনেক সূচক দ্বারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। এই তিন প্রকারের ট্রেন্ড এর উপর নির্ভর করে আমরা ট্রেড করে থাকি। এর মাঝে সব থেকে ঝুকি পূর্ন হল রেন্জ রাউন্ড। কেননা এটা যে কোন সময় ব্রেক আউট হতে পারে।
আপনি যদি ফরেক্সে সাফল্যের সাথে উপার্জন করতে চান তবে আপনাকে বাণিজ্য সম্পর্কে অনেক কিছু শিখতে হবে কারণ আপনি বাণিজ্য সম্পর্কে না জেনে কখনও জিততে পারবেন না তাই আপনাকে এই ফর্মটিতে খুব ভালভাবে কাজ করতে হবে। এই ফোরাম থেকে ট্রেডিং সম্পর্কে অনেক কিছু শিখতে হবে তবে আপনি এটি থেকে অর্থোপার্জন করতে সক্ষম হবেন।
ফরেক্স ট্রেডিংয়ে বিভিন্ন বিশ্লেষণের সরঞ্জাম রয়েছে। যদি আপনি কোনও চার্ট টেম্পলেটটি দেখে থাকেন যা কিছু ব্যবসায়ী ব্যবহার করেন তবে আপনি চক্রান্ত করা অনেক সূচক দ্বারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। তবে মার্কেট যখন যেভাবে চলে সেই ট্রেড দিয়ে মার্কেট থেকে প্রফিট করে নিতে হয়। মার্কেট থেকে সাধারনত সাইডওয়ে টেন্ড থেকে প্রফিট করা যায় খুব কম। কারন সাইডওয়ে ট্রেন্ড মার্কেট এ স্টপ হিট করা সম্ভাবনা বেশি থাকে।
ফরেক্স মার্কেটে তিন ধরনের ট্রেন্ড দেখা যায়, আপ ট্রেন্ড , ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে বা রেন্জ রাউন্ড। এই তিন প্রকারের ট্রেন্ড এর উপর নির্ভর করে আমরা ট্রেড করতে পারি। এর মাঝে সব থেকে ঝুকি পূর্ন হল রেন্জ রাউন্ড। কেননা এটা যে কোন সময় ব্রেক আউট হতে পারে।
ফরেক্স মার্কের্টে ট্রেন্ড বলতে মূলত ফরেক্স মার্কেটের গতিবিধিকে বুঝানো হয়ে থাকে কারেন্সির চাহিদা বা ডিমান্ডের কারনে ফরেক্স মার্কেট বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেন্ডে যেয়ে থাকে আর এই ট্রেন্ডের ফলে অনেকে এখানে প্রফিট বা লাভ করে থাকে আবার অনেকে লস করে থাকে।মার্কেটের ট্রেন্ড যদি বুঝতে পারেন তাহলে আপনি মার্কেটে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ।
ফরেক্স মার্কেটে ট্রেড বলতে মার্কেটের রানিং মুভমেন্ট কে বোঝায়। ট্রেন্ড বুঝে বা আইডেন্টিফাই করে ট্রেড করতে পারা ফরেক্স মার্কেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারলে বেশিরভাগ ট্রেডেই প্রফিট আসার সম্ভাবনা থাকে। ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের ট্রেন্ড দেখা যায়। ১. আপ ট্রেন্ড ২. ডাউনট্রেন্ড ৩. ট্রেন্ড লেস। মার্কেট যখন আপট্রেন্ডে থাকে তখন বাই অর্ডার নেওয়ার উপযুক্ত সময় এবং যখন ডাউনট্রেন্ডে থাকে তখন সেল অর্ডার নেওয়ার উপযুক্ত সময় আর যদি মার্কেট স্থিতিশীল থাকে তখন ট্রেড থেকে দূরে থাকাই ভালো। মার্কেট যখন স্থিতিশীল বা ভোলাটাইল অবস্থায় থাকলে ঠিক বোঝা যায়না মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে সেই মুহূর্তে ট্রেড নেয়া অনেকটা রিস্কি।
রিস্ক নিয়ে ট্রেড নিয়ে লস করার থেকে প্রফিট বিহীন থাকা অনেক ভালো। কোন ট্রেডার যদি মার্কেট ট্রেন্ড বুঝতে পারে তাহলে তাকে আর কোন কৌশল অবলম্বন না করলেও চলে। ফ্রেন্ড এর উপর ভিত্তি করে ট্রেড নিয়েও অনেক প্রফিট করা সম্ভব। অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত ট্রেন্ড বুঝে ট্রেড করেন তাই ম্যাক্সিমাম ট্রেডে প্রফিট করে থাকেন।
প্রবণতা ফরেক্স মার্কেটের গতিবিধি বোঝায়। প্যাটার্নটি কখনই সরাসরি ফরেক্স বাজারে যায় না। প্রবণতাটি প্রায়শই wardর্ধ্বমুখী হয় এবং কখনও কখনও ফরেক্স মার্কেটে নীচের দিকে থাকে। এই ফরেক্স মার্কেট প্যাটার্নটিকে প্রায়শই একটি ট্রেন্ড বলা হয়। আপনাকে ফরেক্স মার্কেটের প্রবণতাটি মূল্যায়ন করতে হবে এবং তা করার আগে বাণিজ্য করতে হবে।
ফরেক্স মার্কেট সাধারণত একটা নির্দিষ্ট ধারায় চলতে থাকে। কিন্তু যখন কোন নিউজ পাবলিশড হয় বা কোন দেশের ভৌগোলিক ও খনিজ সম্পদের অবস্থার পরিবর্তন হয়, তখন ঐ দেশের মুদ্রা কারেন্সির মান বৃদ্ধি পায় বা দর-পতন হয়। তখন ঐ দেশের সাথে সম্পর্কিত অন্যান্য দেশের কারেন্সির ও পরিবর্তন হয়।যার প্রভাবে মার্কেটের গতি পরিবর্তন হয়ে, কোন একটি নির্দিষ্ট দিকেই চলতে থাকে। মার্কেটর এই নির্দিষ্ট দিকে প্রবাহকেই মার্কেটের ট্রেন্ড বলে।
এটি বহুজাতিক ব্যবসা is আমরা এখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কাজ করি। ফরেক্স ট্রেডিংয়ের প্রধান বৈশিষ্ট্যটি হ'ল যে কোনও দুটি মুদ্রার মধ্যে অনুপাত। ফরেক্স ট্রেডিং বিভিন্ন ব্রোকার সাইট জুড়ে পরিচালিত হয়। আপনি সকলেই ফরেক্স ট্রেডিং করতে পারেন। সবার জন্য, এটি একটি মুক্ত ফোরাম।