কেউ যদি কোন প্রকার ঝামেলা ছাড়া অনলাইন থেকে ইনকাম করতে চায়, আমি বলব ফরেক্স।। আর ফরেক্স করার আগে আপনাকে অবশ্য ফরেক্স এর জ্ঞান রাখতে হবে, ফরেক্স বুজতে হবে আর প্রচুর সহনশীল হতে হবে।। এ সব থাকলে ফরেক্স এ সবচেয়ে ভালো...
Printable View
কেউ যদি কোন প্রকার ঝামেলা ছাড়া অনলাইন থেকে ইনকাম করতে চায়, আমি বলব ফরেক্স।। আর ফরেক্স করার আগে আপনাকে অবশ্য ফরেক্স এর জ্ঞান রাখতে হবে, ফরেক্স বুজতে হবে আর প্রচুর সহনশীল হতে হবে।। এ সব থাকলে ফরেক্স এ সবচেয়ে ভালো...
আমি আপনার সাখে একমত।বর্তমানে অনলাইনে ইনকাম করার বিভিন্ন ব্যবসা এবং পদ্ধতির রয়েছে।তবে যত পদ্ধতির থাক না কেন ফরেক্সে চাইতে ভালো ইনকামের পদ্ধতির অনলাইনে আর নেই।অর্থাত অনলাইনে পরিচালিত ব্যবসার মধ্যে ফরেক্স সবচেয়ে ভালো ব্যবসা।কেননা ফরেক্সে ট্রেড করার জন্য যে কেউ স্বাধীন, এবং ফরেক্স শিখার জন্য অনলাইনে ফরেক্স শিখা সম্ভব।
বর্তমান অনলাইন জগতে টাকা আয় করার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ফরেক্স মার্কেট।যেখানে আপনাকে কাজ করার জন্য কেও আদেস বা নিসেদ করবে না।আপনি আপনার মত করে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন।মনে করতে পারেন আপনার অপিসে আপনি নিজেই বস।কারণ ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য বা না করার জন্য থাকবেনা কোন প্রকার বাদা।আপনি আপনার মত করে ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন আর শুধু আয় করতে থাকবেন।কেও আপনাকে কিছুই বলেবে না।
অবশ্যই নেট কানেকশন সহ পিসি তো প্রয়োজন আছেই যা অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ তা হলো ব্যাপক স্টাাডি করা৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷শেখার কোনো বিকল্প নাই৷১০ টা কম্পিউটার থাকলেও কিছুই পারবেন না যদি সঠিক কৌশলগুলো শিখতে না পারেন৷আর লাগবে একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷ যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷পরিবারে কেউ শিক্ষিত গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে আরোও স্বচ্ছল ও উন্নত করতে পারেন৷
ইন্টারনেট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন ।তবে সব জাইগাই আপনি পারবেন না । ফরেক্স এর মধ্যমে আপনি সহজে ইনকাম করতে পারবেন ।ইন্টারনেট টাকা ইনকাম করার ভালো উপাই হচ্ছে এটা। এটার জন্য কারো কোনও সিক্ষাগত যোগ্যতা লাগে না হালকা ধারনে অর্জন করলে আপনার কাল হয়ে যাবে। তবে এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
ইন্টারনেট থেকে ইনকাম করতে হলে অাগে পড়াশোনা করতে হবে। দক্ষ অভিজ্ঞ না হলে কোন সাইট থেকেই অাপনি ইনকাম করতে পারবেন না। ইনকাম করার অনেক সাইট রয়েছে। তবে ফরেক্স থেকে অাপনি ইনকাম করতে পারেন। সে জন্য অাপনাকে অবশ্যই ভালো করে শিখতে হবে। অাপনি যদি ফরেক্স ভালো করে শিখতে পারেন তবে এটাই ইনকামের ভালো একটি সাইট।
ইন্টারনেট হতে ইনকামের সবচেয়ে ভাল পথ হচ্ছে ফরেক্স। তবে এটি টাকা ইনকমের মেশিন না। ধৈর্য্য সহকারে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম সহকারে কাজ করলেই একজন সফল ট্রেডার হওয়া সম্ভব।
আমি ও আপনার সাথে একমত কারন কেও যদি একটু সময় নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করা সিখে নেয় তা হলে সে ফরেক্স মার্কেট এ সারাজীবন লাভ করতে পারবে তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা ইন্টারনেট এ আয় করার ভাল একটা মাধ্যম বাংলাদেশ এর এখন অনেক মানুষ এখন ফরেক্স মার্কেট এ সফল তারা নিয়মিত ফরেক্স মার্কেট এ লাভ করে
অর্থ আয়ের জন্য ফরেক্স একটি উত্তম মাধ্যম হতে পারে। কিন্তু এখানে আপনি যোগ্যতা না হলে ফরেএক্স এ কিছু করতে পারবেন না। যোগ্যতা বলতে এখানে আমি আপনাকে অভিজ্ঞতার কথা বলচ্ছি। যের যত সময় ধরে ফরেক্স করছে তার অভিজ্ঞতা তত বেশী।
হ্যা ভাই আপনি ইন্টারনেট ব্যবহার করে, সরাসরি ফরেক্সের মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। কারন এখান থেকে আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। কারন এই ফরেক্স মর্কেট থেকে এখানে যে কেউ চাইলে তার পারদর্শীতার বলে, সাহসীকতা দিয়ে এবং একটু সময় নিয়ে সবকিছু শিখলে, খুব সহজেই এই ব্যবসাটা তার জন্য অর্থ ইনকামের সবচেয়ে ভাল পথ হতে পারে। তাই এই উচ্ছাসের মাধ্যমে হতে পারে তার জন্য
এটা একটা ইতিহাস।