-
ফরেক্স একটি আয় এর মাধ্যম যা একপ্রকার বেবসা.এইখানে লাস-লস দুটি হতে পারে.আপনাকে আপনার অভিজ্ঞতা,দক্ষতার দ্বারা এইখানে লাভ করতে হবে.আর যদি টানা থাকে তবে আপনাকে লক্ষণ গুনতে হবে.তার মানে এইখানের লাভ-লস সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে.আপনি দক্ষ হলে সফলতা পাবেন আর টানা হলে বের্থ হয়ে ফিরে হেটে হবে.
-
অবশ্যই লাভের জন্য । কারণ লস হলে জেনেশুনে এত অসংখ্যা মানুষ কখনো ট্রেড করত না । আর এটা হল বৈশ্বিক ব্যবসায়ের অন্যতম একটা ক্ষেত্র । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে লাভের সম্ভাবনা শতভাগ যদি তা আমরা ভালভাবে কাজে লাগতে পারি । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারব যদি আমরা যথার্থরুপে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকি । আর বিনিয়োগের পরিমাণটাও ভাল হতে হবে অবশ্যেই ।
-
ফরেক্স এ ট্রেড করার সময় সব ট্রেডআরই চায় লাভ করতে। কিন্তু সবারই মনে রাখতে হবে ব্যবসা ব্যবসাই । ব্যবসা করতে গে লে লাভ লস দুইটাই মেনে নিতে হবে। ফরেক্স এ যারা ভাল ইনকাম করে তারও লস করে থাকে।
-
ফরেক্স মার্কেটে লাভ বা লস এটা সম্পুর্ন ভাবে নিজের উপর, ট্রেডারের দক্ষতার উপর নির্ভরশীল। আপনি এখন নিজেকে কোন দিকে ধাবিত করবেন সেটা আপনার উপর নির্ভরশীল।
-
আমি বলবো প্রত্যেটি ব্যবসাতেই যেমন লস বা লাভ থাকে।তেমনি করে ফরেক্স ব্যবসাও ব্যতিক্রম নয়।ফরেক্স ব্যবসাতেও লাভ লস আছে।তবে আমার মতে যে ব্যক্তি ফরেক্স মার্কেট সমন্ধে ভাল জ্ঞান রয়েছে এবং ধৈর্য সহকারে দক্ষতা সাথে ট্রেড করে সে ব্যক্তি ফরেক্স মার্কেট হতে লাভ করতে পারবে।তার জন্য ফরেক্স লাভের।আর যে ব্যক্তি না জেনে না বুজে অধিক লাভের আশায় ট্রেড করে তার জন্য ফরেক্স মার্কেট লসের।
-
লাভ লস একটা মুদ্রার এপিঠ অপিঠ। সব ব্যবসায় লাভ লস থাকবে। আর ব্যবসা মানেই লাভ যে শুধু তা না লসের ও প্রয়োজন আছে। তবে একজন দক্ষ ফরেক্স ট্রেডার লসের ছেয়ে লাভ বেশী করে।
-
কে বলে ফরেক্স লসের জন্য আমিতো মনে করি ফরেক্স মার্কেট হচ্ছে লাভের একটা পথ যেখানে আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে আপনি ফরেক্স মার্কেট লস কেন আপনি প্রতিনিয়ত লাভ করতে পারবেন আর আপনি লস করবে। না তাই মনে দিয়ে ফরেক্সট্রেড করতে হবে।
-
ফরেক্সে লাভ এবং লচ দুটোই আছে এই ফরেক্সের বেবশাই লচের কারন হচ্ছে আপনার ভেতরে অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব আপনি ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেননি আর ফরেক্সে লাভ করতে হলে আপনাকে বেশি বেশি করে ফরেক্স সম্বন্ধে জানতে হবে এবং অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে বলে আমি মনে করি। কিন্তু যখন আমরা কিছুটা লাভ করতে থাকি তখন আমাদের মধ্যে একটা অভার কনফিডেন্স জন্ম নেয় । তখন আমরা কোন নিয়ম কানুন এর তোয়াক্কা না করে এলোপাথারি ট্রেড করতে থাকি এবং লস করি । তাই আমাদের উচিত এলোপাথারী ট্রেড না করে মানি ম্যানেজমেন্ট মেনে সঠিক উপায়ে ট্রেড করা ।
-
ব্যবসা মানেই টাকা ইনকাম করা মানে লাভ করা। ফরেক্স মার্কেটেতো সবাই লাভের জন্যই আসে । কিন্তু এখানে বেশির ভাগ লোকই লস করে । লসতো আর কেউ ইচ্ছা করে করতে চাইনা । নিশ্চই আপনিও চান না । কিন্তু আপনাকে লাভ করতে হলে অত্যান্ত দক্ষ ট্রেডার হতে হবে । আর এই জন্য নিয়মিত ফরেক্স নিয়ে পড়াশুনা করতে হবে । বুজতে হবে প্রতিটা মার্কেট ট্রেন্ড।
-
ভাই ফরেক্স মার্কেটে লাভ ও আছে আবার লস ও আছে । আমরা ট্রেডাররা মার্কেটে লাভও করি আবার লসও করি । কিন্ত মার্কেটে আমরা যখন লস করি কেবল সেটাই আমরা ফোরামে শেয়ার করি । মূলত এর কারণ হচ্ছে যে আপনি যে ভূলের কারনে মার্কেটে লস করলেন তা ফোরামের মাধ্যমে সবাইকে সতর্ক করে দেন যাতে কেউ এই ভূল না করে ।