অনেক ট্রেডার আছেন যারা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করেন না। তারা আন্দাজে টেক প্রফিট গ্রহন করে করে থাকে। মন চাইলে স্টপ দেয় না মন চাইলে দেয় না। এই সমস্ত ট্রেডাররা কখনোই ভালো পর্যায়ে টিকে থাকতে পারে না। তবে ভালো ট্রেডার সর্বদা স্টপ এবং টেক প্রফিট তাদের টার্গেট অনুযায়ী কাজ করবে।