-
সত্যিই ফরেক্স অনেক মজার। আর অনেক কারনের জন্য ফরেক্স এতো মজার একটি ব্যবসা। যেমন ফরেক্স গেম খেলার মত আমরা মোবাইলে বা কম্পিউটার যেমন গেম খেলি ফরেক্সও তেমনি মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে ফরেক্স এর ট্রেড চালু এবং বন্ধ করি। কখনো আমার সেই গেম বা ট্রেডে জীতে যায় আবার কখন ও সেই ট্রেডে বা গেমে হেরে যায়। আর হারা আর জীতার মাধ্যমেঈ ফরেক্স উপভোগ করি।
-
ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস যেখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষ ট্রেডিং করতে আসছে। এই মার্কেটের জনপ্রিয়তা দিন দিন শুধু বাড়ছে। ফরেক্স ট্রেডিং সম্পূর্ণভাবেই স্বাধীন ও উন্মুক্ত একটি পেশা। নিজের ঘরে অথবা সুবিধামতন স্থানে বসেই অনলাইনে শুধুমাত্র ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা যায় বলে এই মার্কেট অনেক বেশি জনপ্রিয়। এছাড়া এই মার্কেটে নিজের ইচ্ছামতন সময়ে ট্রেডিং করা যায়।
-
ফরেক্স আমার খুভ ভাল লাগে কারন নিজের ইচ্ছা মত কাজ করা যায় কারো কথা মানতে হয়না।আপনি যখন খুশি কাজ করতে পারবেন।আপনার যখন সময় হবে তখন ই ট্রেড করতে পারবেন ।ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা।এই ব্যবসার সবচেয়ে মজার বেপার হল। আপনি ঘরে বসে করতে পারেন। নানা করনে ফরেক্স অনেক মজার।
-
এটা থেকে টাকা আয় করা যায় আর খুব অল্প সময়ে এটা করা যায় তাই সবাই এতো মজা পাই
তবে খেয়াল রাখতে হবে বেশি মজা পাই লে পরে কিন্তু সাজা পাইতে হয় ।
তাই কোন কাজ করার সময় খেয়াল কবে করবে।
-
ফরেক্স ব্যাবসা মজার হবার কারন গুলো হল ঃ
-এটি একটি স্বাধীন ব্যাবসা
-ঘরে বসে এ ব্যাবসা করা যায়
-সল্প মূলধন নিয়ে ফরেক্স মার্কেট এ ব্যাবসা করা যায়
-ভাল ট্রেড সিস্টেম জানা থাকলে অল্পতে অনেক লাভ করা যায় ।
-
আমি মনে করি ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা। ঘরে বসেই যে কেউ কম্পিউটারের/স্মার্ট ফোনের সাহায্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নিয়েই কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না।
-
ফরেক্স মার্কেট এত মজার হবার কারন গুলো হল ঃ
১/ ঘরে বসে আয় করা যায়
২/নিজের ইচ্ছা মত আয় করা যায়
৩/ফরেক্স ব্যাবসা একটি স্বাধীন ব্যবসা
৪/যে কোন সময় কাসজ করা যায়
-
হ্যা আমি আপনার সাথে একমত। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে দক্ষতা থাকলে কেউ পারবে না আপনাকে ঠেকাতে বা কেউ পারবে না আপনাকে দমাতে। এখানে তৃতীয় পক্ষের কোনো হাত নেই বলে এ ধরনের মজা আমরা ট্রেড করে পাই। তাই ফরেক্সে ট্রেড করতে এসে সবার উচিত নিজেকে ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করার যাতে সুবিধা পাওয়া যায়।
-
নিজেকে তখনি ভাল লাগে যখনি নিজের ভেত্র অনুভূতি হয় আমি কোন এক বড় মারকেট প্লেসের সংগে আছি ,তাছাড়া ফ্রেক্সে আম্রা নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে ঘ্রে বসেই নিজেক ডেভ্লপ ক্রেত পারছেন ,আম্রা আমাদের স্ঠিক স্ময়টিকে এই বিজনেসে কাজে লাগিয়ে নিজের দক্ষতার প্রিচয় দিয়ে ভাল কোন পজিশ্নে নিজেকে নিয়ে যেতে পারছি এজন্যই ফ্রেক্স আমাদের কাছে এত মজার লাগে।
-
ফরেক্স না পারলে মজা লাগে না কিন্তু পারলে অনেক মজা লাগে। আসল কথা হল যে, লাভ করলেই ভাল লাগে। আমি যখন লস করি তখন সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে। এটি এমন একটি জিনিস যে একবার মজা পেয়ে গেলে আপনি আর একে ছাড়তে চাইবেন না। আমি অনেক লস করি কিন্তু ছাড়তে পারি না।