-
যারা এখনও সফল না আমি বলব তাদের মানি ম্যানেজমেন্টের কমতি রয়েছে । মানি মানেজমেন্ট ঠিক থাকলে সফল আপনি হবেনই আমি ১০০% নিশ্চয়তা দিতে পারি । মানি ম্যানেজমেন্ট সফলতার মুল চাবিকাঠি । কিন্তু আমরা এই জিনিস্টাই মানতে পারি না । আমরা এক্ লাপেই উপরে উঠতে চাই । ধাপে ধাপে উপরে উঠার ধৈর্য্য আমদের থাকে না । তাই আমরা বার বার আমাদের একাউন্ট জিরো করি ।
-
মানি ম্যানেজমেন্ট ফরেক্স এর সফুল্যের চাবিকাঠি । আপনি যদি মানি ম্যানেজমেন্ট নবা মেনে ট্রেড করেন তাহলে আপনি কখনই একজন সফল ট্রেডার হতে পারবেন না । লস আপনাকে করতেই হবে । তাই আপনার উচিত আপনি যখন ডেমো তে ফরেক্স প্রাকটিস করবেন তখনই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে । তাহলে আপনার খুব ভালো একটি অভ্যাস গড়ে উওঠবে রিয়াল ট্রেড করার আগে । দেখা যাবে যে আপনি যখন রিয়াল তেদ করছেন তখন আর আপনার লস হচ্ছে না ।
-
আমার কাছে মানি মেনেজম্যান করা কঠিন মনে হয় কারন ফরেক্স মার্কেটে আমাদের পক্ষে বেশি টাকা ইনভেস্ট করা সম্বভ হয়না আর তার জন্য মানি মেনেজম্যান মেনে ট্রেড করা যায় না। যখন বেশি করে টাকা ইনভেস্ট করা যায় তারা মানি মেনেজমেন করতে পারে।
-
আমি মনে করি মানি ম্যানেজমেন্ট ছাড়া কোন ট্রেডারই কখনো সফল হতে পারে না । আর যারা এখনও সফল না আমি বল্ব তাদের মানি ম্যানেজমেন্টের কমতি রয়েছে । মানি মানেজমেন্ট ঠিক থাকলে সফল আপনি হবেনই আমি ১০০% নিশ্চয়তা দিতে পারি ।
-
হ্যা আমিও মনে করি মানি মেনেজমেন্ট হচ্ছে ফরেক্স মার্কেটের মুল মন্ত্র। ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে যদি একজন ট্রেডার তার একাউন্টে থাকা মানি মেনেজমেন্ট প্রোপার না করতে পারে তবে সে তার একাউন্ট ঠিক মত টিকিয়ে রাখতে পারবে না। আর তার সফলতাও ফরেক্স মার্কেট থেকে আসবে না বলে মনে করি।
-
হা আমি বিশ্বাস করি যে সফলতার চাবিকাঠি মানিম্যানেজমেন্ট । কারন মানিম্যানেজমেন্ট ছাড়া আমরা কখনো ভালো ভাবে ট্রেড করতে পারি না । মানিম্যানেজমেন্ট না করলে কোন এনালাইসিস কাজ করে না । তাই আমাদের সব সময় মানিম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত । কারন ১০০% সত্য কথা হল সফলতার চাবিকাঠি মানিম্যানেজমেন্ট ।
-
ফরেক্স মার্কেট এ টাকা কামানো জত সহজ তার ছেয়ে কষ্ট হচ্ছে টাকা উত্তলন করা। আমরা ফরেক্স মার্কেট এ আমাদের কামান টাকা ভিবিন্ন ভাবে উত্তোলন করে থাকি। কিন্তু এই টাকা উত্তোলন কোরতে গেলে আমরা ভিবিন্ন সমস্যাই পরে থাকি।ফরেক্স মার্কেট এ টাকা কামানু সহজ কিন্ত।টাকা তোলা কষ্ট কর। আমরা সাধারনত ফরেক্স মার্কেট এর টাকা ভিবিন্ন মাধ্যমে তুলে থকি।যেমন মাস্টার ক্রাড এর মাধ্যমে নেটেরাল বা স্ক্রিল্ল একাউন্ট এর মাদ্ধমে।
-
মানিম্যানেজমেন্ট জ্ঞান না থাকলে কখনই ভাল প্রফিট ফরেক্স থেকে লাভ করআ সম্ভব না।ম্যানেজমেন্ট না করে ট্রেড করলে সফলতা পাওয়া তো দুরের কথা একাউন্ট লস করার সম্ভাবনাই বেশি।। তাই আগে মানি ম্যানেজমেন্ট তারপর লাভ করার আশা ফরেক্স নিউজ সাইট,ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং প্রতিনিয়ত এসবের খবর রাখতে হবে।
-
ফরেক্স এ মানিম্যানেজমেন্ট এর কোন বিকল্প নাই। আপনি যদি সঠিক পদ্ধতিতে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আর যদি মানি ম্যানেজমেন্ট রক্ষা না করে ট্রেড করতে যান তাহলে আপনার লস হবেই। তাই লসের হাত হতে রক্ষা পেতে হলে আপনাকে সঠিক ম্যানিম্যানেজমেন্ট এর ব্যবস্থা করতে হবে।
-
ফরেক্স সাফল্যতার জন্য অনেকে ম্যানিম্যানেজমেন্টকে চবিকাঠি মনে করে । কেননা ফরেক্স ট্রেডে মানি ম্যনেজমেন্ট সঠিক ভাবে না মানলে আপনার ব্যলেন্স শূন্য হয়ে যেতে পারে । তাই ফরেক্স ট্রেড করে সাফল্য অর্জন করতে চাইলে অবশ্যই মানি ম্যনেজমেন্ট মানতে হবে ।