-
আমার মতে ফরেক্স হলো একটি খুব সহজ ব্যাবসা। কিন্তু এই ব্যাবসায় লাভ করতে হলে অনেক বিষয়ে জ্ঞান রাখতে হয়।এ থেকে বোঝার চেষটা করতে হয় যে বাজারে মান কি রকম ।এ থেকে লাভ হবে কি লস হবে।এর বিভিন্ন ছোট খাটো বিষয় সম্পর্কে আমাদের ভাল জ্ঞান রাখতে হবে। তাছাড়া আমিও ডেমো একাউন্ট এ স্টপ লস ব্যবহার করিনা, কিন্ত টেক প্রফিট ব্যবহার করে থাকি।
-
ফরেক্স ট্রেড সম্পর্কে আপনার তেমন কোনোও অভিজ্ঞতাই হয় নাই৷আপনি কোথায় স্টপ লস সেট করবেন এবং কেন স্টপ লস সেট করবেন ? এই বিষয়টাই আপনি সঠিকভাবে জানেন না এজন্যই আপনার ট্রেডে প্রায়ই স্টপলস হিট করে৷আপনার ট্রেডিং স্ট্রাটেজি ভুল থাকলে আপনার ট্রেডে স্টপলস প্রায়ই হিট করবে তাই বলে আপনি এই স্টপলস ব্যবহার করবেন না-এটা সম্পূর্ণ ভুল৷ আপনার ট্রেডিং সিস্টেম গুলো ভালোভাবে সাজানোর চেষ্টা করুন৷ট্রেডিং স্ট্রাটেজি সঠিকভাবে তৈরি করে ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন ট্রেড করে করে অভিজ্ঞতা অর্জন করুন৷সবাই মনে রাখবেন-স্টপলসের কোনোও দোষ নাই যদি আপনি তাকে সঠিকভাবে সঠিক স্থানে ব্যবহার করতে না পারেন৷এটা সম্পূর্ণই আপনার অনভিজ্ঞতা এবং অদক্ষতার কারণে হয়ে থাকে৷
-
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস ব্যবহার করাটা আমি মনে করি অনেক কার্যকরি। এমনকি টেইক প্রফিটও। আপনি যদি স্টপ লস ব্যবহার করা থেকে বিরত থাকেন তাহলে মাঝে মধ্য এমন লসে পরবেন যা কোনভাবেউ অবার কাম করতে পারবেন না। তাই স্টপ লস ব্যবহার করাটা অনেক ভাল বলে মনে করি।
-
অন্যান্য ব্যবসার মত ফরেক্সেও লাভ লোকসান আছে, এতে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। ডেমো ট্রেড চালিয়ে যান, দেখবেন বিষয়টা আস্তে আস্তে পরিস্কার হবে। ধৈর্য্য, মনোযোগ, যত্ন আর সময় দরকার। গাছ লাগানোর সাথে সাথে যেমন ফল আশা করা যায় না, তেমনি ফরেক্স জগতে আসার সাথে সাথে রিয়াল একাউন্টে ট্রেড করে লাভ আশা না করাই ভাল।
-
আমি ডেমো একাউন্ট এ স্টপ লস ব্যবহার করিনা। কিন্ত টেক প্রফিট ব্যবহার করি। রিয়েল একাউন্টেও কি এমনটা করবো নাকি স্টপ লস ব্যবহার করবো বুঝতে পারছিনা। তবে ডেমো ট্রেড করে আমার মনে হয়েছে স্টপ লস না ব্যবহার করেই আমি বেশি সংখ্যক ট্রেডে গেইন করতে পেরেছি।
-
আপনার কৌশলে ভুল আছে। ভূলটি ধারার চেষ্টা করুন। আপনার সর্বদাই স্টপ লস হিট করে । মার্কেটের একটি সাধারণ উঠা নামা আছে। এ ষাধারণ উঠা নামার মধ্যে আপনার স্টপলস সেট করলে হিট করার সম্ভাবনা বেলী। স্টপ লস সেট করার সময় বিষয়টি লক্ষ্য করুন। স্টপ লস সাধারনতঃ সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোনের বাইরে সেট করতে হয়।
-
যদি ক্ষতি হয় টিএস বলতে যা বোঝানো হয়েছে ঠিক তেমনই যা আপনি ব্যাখ্যা করেছেন, তারপরে ক্ষতি আর বাধ্যতামূলক নয় তবে হ্যাঁ আপনি সত্যিই এটি চান না কোনও বাধ্যতামূলক পরিশিষ্ট বা বাধ্যতামূলক না করে, অবশ্যই আমরা এটি ইতিমধ্যে মাইনাসটি খুলি indeed , হেইহহ ... তবে যদি উদ্দিষ্ট ক্ষতিটি বহন করা ক্ষতি হয় তবে আমার মতে এটি বাধ্যতামূলক নয় ,, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বাধ্যতামূলক নয়, যদি প্রযুক্তিটি আমাদের যা লাভ করতে পারে তবে তা লাভ করতে পারে বাধ্যবাধকতা বাতিল করতে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করতে ?? তাই না
-
স্টপ লস দিলে পরিবর্তন করলে সেটা আবার বড় ভুল। কেননা আমরা যখন লাভ করি তখন আমরা লাভ এর পরিমান বাড়াই না। যে কারনে স্টপ লস দিলে সেটা পরিবর্তন করা যাবে না। স্টপ লস সবসময় একটা লিমিট এর মধ্যে রাখতে হবে। টেক প্রফিট যত বেশি নেওয়া যায়।
-
আসলে আমি মনে করি ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করা। এখানে অনেকেই আছেন যারা তাদের একাউন্ট ব্যালেন্স অনুযায়ী অনেক বেশি লটে ট্রেড করেন। আর স্টপলস ব্যবহার না করেই ট্রেড করে এতে করে একাউন্ট জিরো হয়ে থাকে। তাই এখানে যদি মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করা হয় এবং নিউজ অনুযায়ী ট্রেড করা হয় তাহলে অবশ্যই প্রফিট করা সম্ভব বলে আমি মনে করি। তবে স্টপলস ও টেকপ্রফিট ব্যবহার করে ট্রেড করা ভালো এটা সকল ট্রেডারই জানে।
-
ভুল থেকে যে ফুল ফোটে তার সুরভিতো একটু বেশি হবেই। তাই এমন একটি সময় আপনার জীবনে আসবে যখন আপনি স্টপ লস ছাড়া ট্রেড করার কথা কল্পনাই করবেন না। তবে সেই দিন খুব দূরে নয় যে, আপনি স্টপ লস ছাড়াই আপনার ট্রেড করবেন। এজন্যে আপনাকে মানি ম্যানেজমেন্টের সূত্র ধরে চলতে হবে। এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ ট্রেড।