-
আমরা মানুষ জাতি , লোভ আমাদের মধ্যে থাকবেই। তবে ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যই আমাদের লোভ ত্যাগ করতে হবে , কারণ এই পর্যন্ত অনেক জানু ট্রেডার হারিয়ে গেছে শুধু মাত্র লোভ এর কারণে। আমাদের সবার উচিত লোভ ত্যাগ করা , হয়তো ২-১ বার ভুল হতে পারে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং লোভ ত্যাগ করা তা অনেক সহজ হবে।
-
আমি আপনার সাথে একমত কারন ফরেক্স মার্কেটে যারা রোভ করবে তারা ফরেক্স মার্কেটে বড় ধরনের রস করবে ারর যারা এই লোভ থেকে বিরত থাকতে পারবে তারা ফরেক্স মার্কেট থেকে কম লাভে টিকে থাকতে পারবে।তাই আমাদের কে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লোভ করা যাবেনা।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কখনই একজন ট্রেডআর লোভ করতে পারবে না। কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু ঠিক তেমনি ফরেক্স ট্রেডিং এর সময় বেশি লোভ করলে অ্যাকাউন্ট ভানিশ হওয়ার সম্ভবনা থাকে। তাই ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার সময় একেবারেই লোভ করা যাবে না।ধন্যবাদ
-
:tie:লভ করা ভালনা লোভ করলে যেকোন বযবসায়ে লসের সম্ভাবনা থাকে। আমি অনে করি লোভ করা মানে বড় ধরনের লসের সম্মুখিন হউয়া।
-
আমি মনে করি যে এই কথা টা সব ফরেক্স ট্রেডার রাই জানেন, যে ফরেক্স ট্রেডিংয়ে লোভ মানে বড় ধরনের লস । তবে এটাও সত্য যে লোভ করা খুব সাধারন ব্যাপার এখানে । কিন্তু বেশির ভাগ সময়ে ফরেক্স এ লোভ লস এনে দেয় । তাই আমি লোভ করি না , এবং আমার অন্য ফরেক্স বন্ধুদের ও লোভ মানা করি । সত্যি ফরেক্স খুব ভাল ব্যবসা ।
-
ফরেক্স এ লস হওয়ার পেছনে সবচেয়ে বড় দোষ হল লোভ। লোভ করলে ফরেক্স এ কোন দিন ও টিকে থাকা সম্ভব নয়। আর ইমোশন জিনিস্টা ও করা যাবে না। কারন একবার লস হলে আপনাকে মাথা ঠান্ডা রেখে লসের কারন খুজে বের করতে। তারপর সেই ভুল গুলো যেন পরে আর নয় সে দিক লক্ষ্য রাখতে হবে।
-
আমার এক পরিচিত ট্রেডার আছে যিনি মোটামুটি মানের আয় করে আসছিলেন ট্রেড করার মাধ্যমে । কিন্ত একদিন তিনি লোভের বশবর্তী হয়ে তার পুঁজি যা ছিল তার পুরো অংশ দিয়েই বড় লটে ট্রেড দিলেন তার দিন কয়েক পরেই অনেক বেশি পরিমাণে লস করলেন যে তার একাউন্ট জিরো হয়ে যায় । সে তার এই তিক্ত অভিজ্ঞতা অনেকদিন ধরেই ট্রেড থেকে বিরত ছিলেন তার লোভের কারণে । তাই লোভ মানেই লস ।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে খুব অল্প সময়ে ট্রেড করে টাকা আয় করা যায় । তাই ফরেক্সে ত্রেড করার সময় ধৈর্য ধরে ট্রেড করতে হয় । ট্রেডে অমনযোগী হলে হবে না , ফরেক্সে ট্রেড করার সময় মনযোগী হয়ে ট্রেড করলে সেই ট্রেড থেকে প্রফিট করা যায় । আর ফরেক্সে ত্রেড করার সময় যদি লোভ করে ট্রেড করা হয় তাহলে সেই ট্রেড থেকে লস বেশি হওয়ার সম্ভাবনা থাকে । তাই ফরেক্সে কোন লোভ করা যাবে না ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে যদি আমরা লোভ করার চিন্তা করি তাহলে ফরেক্স এ কখনও লাভ করা যায় না । ফরেক্স এ লোভ করলে টিকে থাকা যায় না , তাই আমাদের উচিৎ ফরেক্স এ টিকে থাকার জন্য লোভ না করা , লোভ না করলে ফরেক্স এ টিকে থাকা সম্বভ , ফরেক্স এ রিয়েল ট্রেড করার সময় আমাদের উচিৎ ভাল করে বুজে ট্রেডিং করা । ফরেক্স এ লোভ করলে এর কখনোই সাফল্যর পাওয়া যায় না , তাই কখনও ফরেক্স এ লোভ করা যাবে না ।
-
লোভ =লস এটা চরম সত্য কারন অনেক বার এটার প্রমান আমি পেয়েছি আমার ডেমো অ্যাকাউন্ট এ , জখন ট্রেড আমার দিকে থাকে তখন ই এক্টার পর একটা এক্টার পর একটা ট্রেড এন্ট্রি মারি আর খাই বড় বড় লস।