-
না আমি রেগুলার নোট করে রাখিনা যখন লস করি। তবে ব্যপার টা মাথাতে রাখি। যখন লস করি তখন বোঝার চেষ্টা করি কেন লস করলাম। কারন কোনো না কোনো ভুলের কারনেই নিশ্চয় লস করি। ফরেক্সে লসের একমাত্র কারন হলো ভুল সিদ্ধান্ত গ্রহন। তাই সবসময় ভুল টা খুজে বের করতে হবে এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে লস এড়ানো যাবে।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেডার তাই আমি লস করলেও নোট করি না যদি ভাল প্রফিট করার জন্য মার্কেটে ট্রেডিং শিখতেছি ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে কখন কি ভুল হল তা লিখে রাখা ফরেক্স মার্কেটে আমাদের ভাল ট্রেডার হতে পারলে সে সময়য় আমাদের অনেক প্রফিট হবে ভাল ট্রেডার হতে পারব।
-
ব্যক্তিগতভাবে আমার এই কাজটা করা হয় না । কিন্তু এই কাজটা যদি করা হয় তাহলে কিন্তু তা মন্দ না , বরং তা আমাদের ভুল গুলো আমাদের সব সময় মনে করিয়ে দিবে । আমি যখন ফরেক্স এ নতুন আসি তখন এই কাজটা শুরু করেছিলাম এবং ভেবেছিলাম এটা সব সময় করব কিন্তু পরে তা আর ধরে রাখতে পারি নি । যাই হোক আপনারা যারা আপনাদের ভুলগুলো লিখে রাখেন এই অভ্যাসটা ধরে রাখবেন । কারন এটা সফল ট্রেডারদের একটা বৈশিষ্ট্য ।
-
হ্যা , প্রায়ই অামি নুট করে রাখি অথবা স্মরণ রাখার চেষ্টা করি কেন অামার লসটি হল । অামরা যদি এই কারণ খুজে বের করতে পারি তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা নোট করে সেগুলো অাবার এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
প্রত্যক টা ট্রেড এর লাভ এবং লস এর নোট করা উচিত। তাহলে আমরা আমদের ভূল ধরতে পারব। লস টাকে আমরা এমন ভাবে দেখব যাতে পরবর্তীতে আমাদের আর লস এর সমুক্ষীন না হতে। আমরা যেটা প্রফিট করব সেটা ধরে রাখার চেষ্টা করব।
-
জী,অবশ্যই আমার ভূলের কারণ সম্পর্কে আমাকে সচেতন হতেই হবে যেন এই ভূল দ্বিতীয় বার না হয়৷ট্রেডিং কৌশল এবং নিত্যদিন যা যা শিখছি সবই বোধ হয় ভূল করে করে শিখছি৷তাই এইসব ভূলই হলো আমাদের জন্য পথ চলার পাথেয় বা সহায়ক বা পরম বন্ধু৷যা আপনাকে বার বার সচেতন করবে,সতর্ক করবে৷মানা -না মানা আপনার ব্যাপার৷তাই ভূলগুলো সযত্নে চোখের সামনে নোট করে রাখা জরুরী৷
-
ফরেক্সে ট্রেড করতে যেয়ে লস হলে তা কিভাবে হল তার জন্য আমি নোট করি না কারণ আমার ট্রেড যখন লস এ যায় তখন আমি বুঝতে পারি আমার কি ভুল ছিল । আর আমার লস ট্রেডের কারণগুলি প্রায় সব ক্ষেত্রে একই । তাই পরবর্তীতে যখন ট্রেড করি তখন ট্রেড ওপেন করার পূর্বে সেই ভুলগুলোর ব্যপারে সতর্ক থাকার চেষ্টা করি যাতে পুনুরাব্রিত্তি না হয় ।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডে লস এর কারণগুলো নোট করে রাখা উচিত।কেননা বিষয়গুলো নোট করে রাখলে পরবর্তীতে আপনি সেই বিষয়গুলোর প্রতি বেশি আগ্রহী হবেন এবং সতর্কতার সাথে করার চেষ্টা করবেন। ফরেক্স মার্কেটের লস হবেই। শুধু লাভ ই হবে তা না। হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে ফরেক্স অত্যন্ত চমৎকার একটি ব্যবসা যা খুবই লাভজনক।বিপরীত দিকে এটাও বিশ্বাস করি যে ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা যা আপনার ভবিষ্যতকে অন্ধকারের নিয়ে যেতে পারে। কাজেই ফরেক্স মার্কেটের লস হলে মাথা ঠান্ডা রেখে সেই সময়টাকে মোকাবেলা করতে হবে। লস কাটানোর জন্য অধিক ধৈর্যশীল করে নিজেকে গড়ে তুলতে হবে। ট্রেডে লস হলে সেই লসকে পুষিয়ে নেয়ার জন্য অধিক ঝুঁকি নিয়ে বড় বড় লটে ট্রেড ধরা যাবেনা। মনে রাখবেন ফরেক্স এ আবেগ প্রবণতার স্থান নেই। আর আপনি যখনই লস করবেন বুঝবেন যে আপনি নতুন কিছু শিখতে যাচ্ছেন। লস করতে করতেই মানুষ অভিজ্ঞতা অর্জন করে। আর লস না হলে আপনি ফরেক্স এর মজাটাও বুঝতে পারবেন না।কাজেই লস হলে সেই লস এর কারণ গুলো সুন্দর ভাবে নোট করে রাখা উচিত এবং পরবর্তীতে ট্রেড করার সময় সেই ভুল গুলোকে শুধরিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত।
-
অবশ্যই আমি একজন ট্রেডার হিসেবে যদি কখনো ট্রেড করতে গিয়ে লজ করি তাহলে সে লস এর কারণ তুই অবশ্যই নোট করে রাখি কারণ যাতে ভবিষ্যতে এরকম ভুল আমার দ্বারা সংঘটিত না হয়। এবং এই লসের কারণ গুলো লিপিবদ্ধ করে সবার রাখা উচিত একজন ট্রেডার হিসেবে। আমি যতোটুকু ফরেক্স সম্পর্কে জানি তাতে করে প্রত্যেক ট্রেডার কখনো কখনো অবশ্যই লস করেছে আর সে যদি লস এর কারণ গুলো সঠিক ভাবে না মনে রাখে বা লিপিবদ্ধ করে না রাখে তাহলে সেই ক্ষেত্রে পুনরায় তার ওই রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই টিকে থাকা বা সফল হওয়ার জন্য অবশ্যই এগুলো আমাদের করণীয়।
-
আমার নোট করার প্রয়োজন হয় না। আমি ফরেক্সে স্কাল্পিং ব্যবহার করে ট্রেড করি।এছাড়াও যাবতীয় সকল বিষয় নিজের আইডিয়া থেকে করে থাকি তাই নোট করার প্রয়োজন হয় না। আমার লস করার প্রধান কারণ হলো অধিক লাভের আশায় বড় লটে ট্রেড করা এবং ষ্টপ লস ব্যবহার না করা। এছাড়াও আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। যার ফলে আমি লস করেছি।