-
নিয়ম মেনে বা ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে আমরা অনেকেই ট্রেড করেত পারি না যদিও আমরা সব সময় সংকল্পবদ্ধ থাকি যে কখনই নিয়মের বাইরে গিয়ে ট্রেড করাব না কিন্তু বাস্তবে তা পরিপূর্ন ভাবে মানতে পারি না আর এর জন্য আমার কাছে মনে সবচেয়ে বেশি দ্বায়ী হল অতিরিক্ত প্রফিট করার লোভ বা বাসনা।
-
আমরা নিয়ম মেনে ফরেক্স করতে অনেকটক হিমশিম খেয়ে থাকি কারন আমরা ফরেক্স মার্কেটে কাজ করতে পারি না। ফরেক্সে কাজ করার জন্য আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে যাতে করে আপনি ফরেক্সে কাজ করে টাকা আয় করতে পারেন।
-
আসলে নিয়ম তৈরি করটা খুব সহজ । কিন্তু সেই নিয়ম মেনে চলাটা অনেক বেশি কঠিন ব্যাপার । নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং করাটা অনেক কঠিন । আমি এ পযর্ন্ত অনেক সুন্দর কিছু নিয়ম তৈরি করেছি । কিন্তু এখনও সে নিয়ম অনুসরন করতে পারিনা পুরোপুরিভাবে । যে কারনে বার বার লস হয় । তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে ।
-
.নিয়মমতো ট্রেড না করতে পারার একটা কারন হল আমরা যখন ডেমো অ্যাকাউন্টে ট্রেড প্রাক্টিস করেছি তখন আমাদের নিয়ম মানার ব্যাপারে অলসতা আমার মনে হয় মুখ্য কারন এটার জন্যই অামরা লাইভ মার্কেটে ট্রেড করার সময় নিয়মতান্ত্রিক ভাবে ট্রেড করতে পারি না নিজের অলসতা একটা আছে সেটা গৌণ কারন হিসেবে ধরা যায়
-
আপনার মতো এমন সমস্যা আমারও রয়েছে। আমিও ফরেক্স ট্রেডিং করতে এসে নিয়ম মেনে ট্রেড করতে পারিনা।অথচ ট্রেড করার পূর্বে যখন ট্রেড শুখার চেষ্টা করি তখন মনে হয় ভবিষ্যতে নিয়ম না মেনে আর ট্রেড করবো নানা।কিন্তু রিয়েল মার্কেটে এসে কে শুনে কার কথা শুরু হয় আন্দাজে ট্রেডিং। এভাবে না নিয়ম মানার কারনে অ্যাকাউন্টে বড় বড় লস করে ফেলি।
-
অভাব আমাদেরকে তাড়া করে বেড়ায়। তাইতো আমরা হঠাৎ সব দুঃখকে একদিনে ফেলে দিতে চাই। আসলে আমাদেরকে দুঃখ দেন কে ? আমাদেরকে সুখ দেন কে ? আমরাকি আমাদের ভাগ্যকে বদলাতে পারি ? তাহলে এত তাড়াহুড়ো না করে আসুন কিছুক্ষণের জন্যে আল্লাহকে স্মরণ করে ধীরে ধীরে শুরু করি, মহান আল্লাহর নামে। জয় হবেই।
-
আমি আপনার সাথে একমত।। ফরেক্সে আমরা অনেক নিয়ম কানুন সমন্ধে জানি।। অন্যকেও উপদেশ দেই তা ফলো করার জন্য কিন্তু নিজেই শেষ পরজন্ত তা ফলো করতে পারি না।। আসলে এটা শুধু আমাদের ইমুশনের কারনে হয়ে থাকে।। আমরা সব সময় শুধু লাভের আসা করি একটু লস নিতেও আমরা রাজি নই।।
-
ফরেক্স মার্কেটে সাবাই কমবেশি ভুল করে কিন্তু এই ভুল গুলো যদি বার বার করি তাহলে আমরা লস করতে পারি।ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমরা আবেগি হয়ে যায় সে জন্য আমরা বার বার ভুল করতে থাকি ব্যাবসা ক্ষেত্রে কখনো আবোগ কে স্হান দেওয়া যাবেনা।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যা অণ্য সব ব্যবসা থেকে সম্পূর্ণ ব্যাতিক্রম । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদেরকে ব্যাতিক্রমের সাথে পরিচয় ঘটিয়ে দেয় । তবে আমরা অনেকে অনেক ধরনের নিয়ম কানুন শিখলেও মার্কেটের সামনে গেলে সব ভুলে যাওয়ার কারণ হল মার্কেটে খুব বেমি মুভ করায় আমরা নার্ভাস হয়ে পড়ি যা আমাদের দ্বিধা দ্বন্ধে ফেলে দেয় । তাই টেনশন ফ্রি ট্রেড করতে হবে ।
-
নিয়ম না মেনে ফরেক্স ট্রেডিং আমরা করতে পারি না আসলে এটি কারর একক সমস্যা নয় অনেকেরই এই সমস্যাটি রয়েছে আমার নিজের এ রয়েছে। আর আমার কাছে মনে হয়েছে এর প্রধান এবং অন্যতম কারন হল অধিক পরিমান প্রফিট বা আয়ের লোভ যা আমাদেরকে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উদ্ধে উঠে ট্রেড করতে উদ্বদ্ধ করে থাকে।