ফরেক্স ট্রেড করে একাউন্ট জিরু করে নাই এমন পাবলিক খুব আছে বলেই আমি মনেবকরি কারন ফরেক্স মার্কেটে এমন একটটা মার্কেটে যেকানে আপনি লোভ করবেন আর আপনি যদি লোভ করেন তবে আমি মনে করি আপনি একাউন্ত জিরু করবেনিই এতে কোন প্রকার সমস্যা নেই।
Printable View
ফরেক্স ট্রেড করে একাউন্ট জিরু করে নাই এমন পাবলিক খুব আছে বলেই আমি মনেবকরি কারন ফরেক্স মার্কেটে এমন একটটা মার্কেটে যেকানে আপনি লোভ করবেন আর আপনি যদি লোভ করেন তবে আমি মনে করি আপনি একাউন্ত জিরু করবেনিই এতে কোন প্রকার সমস্যা নেই।
ফরেক্স মার্কেটে আসলে এ্যকাউন্ট জিরো না করলে ট্রেডিং শেখা যায় না । মার্কেটে আমি এই পযর্ন্ত আমার ৫টি একাউন্ট জিরো করেছি । আরও দুইটি একাউন্ট এখন জিরো হওয়ার পথে আছে । তবে আমি মনে করি আমদের এই ভূলগুলো থেকে শিক্ষা নিওয়া উচিত ।
ফরেক্স মারকেটে একাউন্ট জিরো হয়ে যাও্অয়া কোন বিষ ই নয় । তবে আমার একাউন্ট ক খনো জিরো হয় নাই তবে আমি প্রফিট তুলতে পারি নাই । যাপ্রফিট হয়েছে তা আবার লস হয়েছে ।
ট্রেড করতে গিয়ে লস হবে, আবার লাভ হবে এটাই সাভাবিক। তাই আমিও অনেক বার একাউন্ট জিরো করেছি। যখন আমি নতুন ছিলাম তখন অনেক বার লস করেছি। এখন আর আগের মত লস হয়না। একাউন্ট জিরো হয় না বললেই চলে।
আপনি জানতে চেয়েছেন যে আমি ব্যলেন্স কতো বার জিরো করেছি । আসলে আমি এখন প্রযন্ত একবার ও এ্যাকউন্ট জিরো করি নাই । কেননা আমি এখন প্রর্যন্ত রিয়েল ট্রেডিং করা শুরু করি নাই । তবে ডেমোতে কয়েকবার করেছি ।
তবে সেটা প্রথম অব্যস্থায় করেছি ।
ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ণ ব্যবসা , এখানে অ্যাকাউন্ট জির হওা সাভাবিক । আমি প্রথমবার ২০ ডলার দিয়ে ট্রেড সুরু করসিলাম কিন্ত অ্যাকাউন্ট জির হয়ে গিয়েছিল এবং এই তা একাধিক বার হয়েছে । সুতুরাং আমার মতে প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ ভাল করে ট্রেড করে তারপর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত ।
ভাই আমি ফরেক্স মাকেট যখন নতুন তখন ডেমো পারতিস করি তখন ৩ মাসে একাউন্ট জিড়ো কোরে ফেলি| তারপর রিয়াল একাউন্ট ৩০ ডলার নিয়ে লাবি ১ মাসে জিরো করি|
আমি ফরেক্স ট্রেডিংয়ে এখন যতটা অভিজ্ঞতা এবং জ্ঞান লাভ করতে পেরেছি প্রথম দিকে ঠিক তেমন ছিল না যার ফলে প্রথম প্রথম আমি ফরেক্স মার্কেটে প্রফিটের পাশাপাশি অনেক বার লস করেছি তবে লাভের তুরনায় সেই সময় লসই আমাকে বেশি করতে হয়েছে।
ফরেক্স ফরোমে আমি গত চার মাস যাবত কাজ করি এই পর্যন্ত আমি ২টি একাউন্ট জিরো করছি এবং একটি একাউন্ট সমান সমান অছে এই একাউন্টে লাভ ও নাই লস ও নাই ।
আমি ফরেক্স এ নতুন বিধায় এখনো রিয়েল ট্রেড করিনি তাই একাউন্ট জিরো করার প্রসং্গে আমার কোন অভিং্গতা নেই । যারা অভিং্গ ট্রেডার তাদের কাছে এই জবাবটি জানতে চাইবো ।