-
আমার মনে হয় আগে ফরেক্সে কম্পিউটার থেকেও ট্রেড করা যেত না। এক সময় সাধারন ট্রেডার রা ফরেক্সে ট্রেড করতে পারতেন না। পরে ইন্টারনেটের মাধ্যমে ফরেক্সে সাধারন ট্রেডার রা ট্রেডের সুযোগ পান, কারন এসময় ব্রোকারের আবির্ভাব হয়। কিন্তু এখন তো মোবাইল ট্যাব দিয়েও ট্রেড করা যায়। আমি আমার পিসির পাশাপাশি মোবাইলেও ট্রেড করে থাকি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড কপ্রতে হলে আপনি দুই ভাবে ট্রেড করতে পারেন একটি হচ্ছে মুবাইলের মধ্যমে এবং অন্যটি হচ্ছে কম্পিউটার এর মাধ্যমে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করে যাবার জন্য এবং লাভ করার জন্য আপনি কম্পিউটার ব্যহার করলেই অনেক ভাল হবে বলে মনে করি।
-
ভাই আমি কয়েকদিন মোবাইলে ট্রেড করেছিলাম।কিন্তু কোন সুবিধা পাইনি।কারন কম্পিউটার বা ল্যাপটপ এর মত মোবাইলে আমি ভালোভাবে মার্কেট এনালাইসিস করতে পারিনা।যার ফলে আমিকয়ে কয়েকটা ট্র্রেড লস করে ছিলাম।এখনন আমি ল্যাপটপে ট্রেড এনালাাইসিস করে ওপেন করি এবং আমি যখন কলেজে থাকি বা কাজে থাকি তখন মোবাইলের মাধ্যমে ট্রেডটি চেক করি বা প্রয়োজন হলে ট্রেডটি কেটে নিই।
-
আমি কখনো মোবাইলে ট্রেড করি নাই । এমন কি মবাইলে ট্রেড করাও বুজি না ।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন।তাই মোবাইলে ট্রেড করা কতোটা সুবিধা বা অসুবিধা আছে তা সর্ম্পকে আমার এতটা ধারনা নেই।তবে যতুটুকু জানি কম্পিউটার এ ট্রেড করা ভাল কারন কম্পিউটার এ ট্রেড করলে মর্কেট অ্যানালাইসিস করা যায় এবং ট্রেডিং করা যায়।
-
আমি আমার মোবাইল থেকে কম পরিমানই ট্রেড করি,কারন ট্রেড ক্লোজ দিলে সহজে ক্লোজ হয়না ।এই সমস্যার প্রধান কারন হল আমাদের দেশের নেটওয়ার্কের দূরবস্থার জন্য । তবে মোবাইলে ট্রেড করার সুবিধা ও আছে ,যেমনঃ- আমি ইচ্ছা করলেই মার্কেটের মুভমেন্ট বুঝতে পারছি এবং আমার চলমান ট্রেড গুলির কি অবস্থা সেটা বুঝতে পারছি ।
-
ফরেক্স মার্কেটে আমি যত দিন ট্রেড করেছি সবচেয়ে বেশি করেছি মোবাইলে কারন আমার কাছে আছে ডেক্সটপ কম্পিউটার যা দিয়ে গ্রামে কাজ করা অনেক কঠিন আমাদের গ্রামের বাড়ীতে বিদ্যুৎতের ব্যাবস্হা নেই। আমাকে মোবাইলে ট্রেড করতে হয় এবং ফোরামে কাজ করতে হয় মোবাইল দিয়ে।
-
কম্পিউটার ছেয়ে মোবাইল এ অনেক জনপ্রিয় বর্ত্তমান এ। এটি সহজে বহন করা যায় এবং আমি বাহিরে থাকলে ও মার্কেট অপেন করতে পারি, ট্রেড নিতে পারি। আর এখনতো মোবাইল মার্কেট এনালাইসিস করতে পারি। তাই ট্রেড করার জন্য মোবাইল অনেক উপকারী
-
মোবাইল ট্রেড
হ্যাঁ ভাই আমি আমার মোবাইল থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।তবে কম্পিউটার এ ট্রেড করলে ভালো।কারন আমরা মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে পারি না।কিন্তু আমরা কম্পিউটার এর মাধ্যমে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে পারি।আমি অবশ্য মোবাইল এবং কম্পিউটার উভয়ই এর মাধ্যমে ট্রেড করি।তাই আমার ট্রেড করতে কোন সমস্যা হই না।তবে মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করলে কিছু সুবিদা আছে/।
-
আমি মোবাইল এবং ল্যাপটপে দুটোতেই টে্রড করি । মোবাইলে এনালাইসিস করা খুব কঠিন ল্্যপটপে এনালাইসিসস করা সহজ। ট্রেড ওপেন এবং ক্লজ এর সময় ও ল্যাপটপে সুবিধা আছে। যখন ল্্যাপটপে থাকিনা তখন মোবাইলে করি।