আমার কোন বন্ধু এখনো এই ট্রেড এ আসে নাই। তবে আমার ভবিশ্যত পারফরমেন্স ভাল থাকলে কিছু বন্ধু আসবে বলে আমি মনে করি। আর আমিও চেসটা করে যাচ্ছি ভাল কিছু করার জন্য ফরেক্স মার্কেটে। আশা করি সফল হবই এবং অন্যান্য বন্ধু কে ফরেক্সের জগতে নিয়ে আসতে পারব অচিরেই।
Printable View
আমার বর্তমানে ৪ জন বন্ধু ফরেক্স ট্রেড করে। তারা এখন ফরেক্স থেকে ভালো প্রফিত করছে। তবে তারা ফরেক্স আমার কাছ থেকে ফরেক্স শিখেছে। তারা এখন প্রতিদিন আমার সাথে আলোচনা করে কি ভাবে ফরেক্স থেকে আরো বেশি প্রফিত পাওয়া যাবে। আমি আরো কয়েক জন বন্ধুকে ফরেক্স শিখাইতেছি। আমি জানি তারাও ফরেক্স থেকে অনেক ভালো কিছু করবে। তাই আমি বলবো আপনহারা ও আপনাদের বন্ধুকে ফরেক্স শিখান।
আমি আমার বন্ধুদের বলেছি যে আমি ফরেক্স করি। অরা খুব খুসি হয়েছে আর অরা বলেছে অরাও আসতে চায়। আমি অদের সব বলেছি কিভাবে কাজ করতে হয়। আশা করি আমাকে দেখে আরও অনেকে আসবে ফরেক্স করতে।
আমার বেশ কয়েক জন বন্ধুই ফরেক্সে ট্রেড করে তাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা অনেক দিন ধরেই ফরেক্সের সাথে রয়েছে এবং তারা ফরেক্স ট্রেডিংয়ে অনেক বেশি এক্সপার্ট বলা চলে তাদের মধ্যে অনেকেই এখন ফরেক্সে স্ক্যাল্পি ট্রেডিং করে আর এটি অনেক বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই কেবলমাত্র করা সম্ভাব।
আমার কয়েকজন বড় ভাই ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত । তারা সারাদিনই ট্রেডিং করে । তাদের দেখেই আমার ফরেক্স ট্রেডিং এ আসা । আমি ও চেষ্টা করছি তাদের মত অনেক বড় ট্রেডার হওয়ার জন্য । জানি একদিন পারব ইনশাল্লাহ ।
ফরেক্স মার্কেটে আমার অনেক বন্ধু কাজ করে এখন আগে বেশি বন্ধু কাজ করত না কিন্তু এখন দেখা জায় আমার অনেক বন্ধুকে কাজ করতে কারন ফরেক্স সম্পরকে আগে আমার বন্ধুরা জান্তনা কিন্তু এখন অনেক বন্ধু আছে ফরেক্স সম্পরকে জানে এবং অনেক বন্ধু আছে এক বন্ধুর কাছ থেকে আর এক বন্ধু ফরেক্স শিখে এখন অনেক বন্ধু ফরেক্স মার্কেটে কাজ করে ।
আমার অনেক বন্ধু আছে ফরেক্স মার্কেটে ট্রেড করে তবে ফরেক্স মার্কেটে আমি আমার এক বন্ধুর কাছ থেকে আমি ফরেক্স মার্কেটে আশি তাই আমি ফরেক্স মার্কেটে জাওয়ার পর আমি আমার আর অনেক বন্ধু আছে আমি তাদের ফরেক্স মার্কেটে আনি জাদের ফরক্স সম্পরকে আমি অনেক ধারনা দিয়ে থাকি ।
আমি মনে করি এটা আপনার জন্য ভালো সংবাদ যে আপনার সহায়তায় আপনার কিছু বন্ধু ফরেক্সে সফলতার দ্বারপ্রান্ত ছুতে যাচ্ছে।কিন্তু আমার দুর্ভাগ্য আমার কোনো বন্ধুই ফরেক্সের প্রতি আগ্রহী না এবং ফরেক্স ট্রেডিং কোনে বন্ধু করেও না। আমার বন্ধু সার্কেলে আমি এককভাবে ফরেক্স ট্রেডিং করে থাকি। তবে আমি গ্রামে থাকি বলেই বোধহয় আমার কোনোবন্ধু ফরেক্স বোঝেই না তার আড়্রহী কিভাবে হবে।
আমার ২ জন বন্ধু ফরেক্স ট্রেড করে।
আমার ফরেক্স মার্কেটে প্রায় ১০ জন বন্ধু রয়েছে । তারা সব সময় আমাকে এই ব্যবসা করার জন্য আমাকে উৎসাহ প্রদান করে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আরো বন্ধু তৈরি করতে হবে । যদি আমরা আরো বন্ধু তৈরি করতে পারি তাহলে অারো অনেক কিছু শিখতে পারবে তাদের কাছ থেকে ।