-
১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা আর স্বর্ণের বিপরীতে ডলার এর বিনিময় এ আগ্রহী নয় যা বৈদেশিক সংরক্ষণ হিসেবে রাখা আছে। এর ফলে ব্রেটন উডস ব্যবস্থাও বাতিল হয়ে যায়। ১৯৭৬ সালে এই ব্যবস্থা অকার্যকর হয় যার মাধ্যমে মূলত সর্বসম্মতভাবে পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়েছিল। এর মাধ্যমেই আধুনিক বৈদেশিক মুদ্রার বাজারের প্রবর্তন হয় যা ১৯৯০ সালের দিকে বর্তমান যান্ত্রিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থার রূপ নেয়।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স সম্পর্কে ধারণা পেয়েছি ২০১৫ সাল থেকে । আর ফরেক্স এ কাজ শুরু করছি অগাস্ট মাস থেকে ।আমি মনে করি ফরেক্স একটা ভালো মাধ্যম অনলাইন ইনকাম এর জন্য ।তবে এর মধ্যমে কেও ইনকাম করতে হলে তাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ।এবং এর ফলে ফরেক্স এ উন্নতি করা সম্ভব। যে কেও চাইলে ফরেক্স মার্কেট এ আসতে পারে এবং ট্রেড করে আয় করতে পারে।
-
আমি ফরেক্স মার্কেটের সাথে আছি কয়েক বছর যাবত তবে রিয়াল মার্কেটে ট্রেড করি কয়েক মাস যাবত কারন আমি রিয়াল কিভাবে ট্রেড করতে হয় সেটা আমার জানা নেই তাই আমি রিয়াল মার্কেটে ট্রেড করতে পারিনাই।এখনো ফরেক্স সম্পর্কে আমার অনেক কিছুর অভিজ্ঞাতার অভাব রয়েছে।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার তার পরেও আমি ফরেক্স মার্কেটে প্রায় দুই বছর যাবত ট্রেডিং করে আসছি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফলতা এখনো পাইনি,তাই মার্কেটে ডেমো ট্রেডিং করার পাশাপাশি লাইভ ট্রেডিং করছি যাতে মার্কেট হতে কিছু ইনকাম করতে পারি,ফরেক্স মার্কেট হল আয়ের অন্যতম উতস্য,।
-
এই তো আল্প কয়দিন ৪ মাস এর মত
-
আমি ফরেক্স মার্কেটে প্রায় ২ বছর যাবত ট্রেডিং করে আসছি কিন্তু মার্কেট থেক মাঝে মাঝে ভাল প্রফিট করতে পারলেও আবার কোন এক সময় সব ব্যালেন্স লস করে ফেলি ফরেক্স মার্কেটে যদি ভাল করতে পারতাম তাহলে অনেক ব্যালেন্স হত তাই আমি মনেকরি, তার পরেও মার্কেটে ট্রেডিং করে যাচ্ছি যাতে কোন সময় অভিজ্ঞ ট্রেডার হতে পারব।
-
আপনি সঠিক কথা বলেছেন, ফরেক্স মার্কেটে কেউ একাএকা করতে পারেনা।ফরেক্স মার্কেট সম্পর্কে শিখতে কারও না কারও সাহায্যের প্রযোজন হয়।তাছাড়া আপনি একাএকা ঘাটাঘাটি করে ফরেক্স বিষয়ে প্রাথমিক ধারনা পেতে পারেন।কিন্তু ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার হতে গেলে আপনাকে ফরেক্স মার্কেটের যাবতীয় খুটিনাটি বিসয়ে নাড়াচাড়া বা পড়াশুনা করতে হবে এবং এর জন্য আপনাকে কোন ফরেক্স বিষয়ে দক্ষ ব্যক্তির সাহায্য নিতে হবে।তানাহলে একা একা ফরেক্স সম্পর্কে জানা বা বুঝা সম্ভব নয় । যেমন ,আমি ফরেক্স মার্কেটে এ প্রবেশ করার সময় আমার বুন্ধুর সাহায্য নিয়েছি ।
-
আমি ফরেক্সে নতুন । আমি ফরেক্সে আসেছি মাত্র ৩ মাস হইছে। আমি বর্তমানে ডেমো ট্রেড করছি। এছারা ও আমি ফোরামে পোস্ট করি যাতে করে আমি ফরেক্সে নিকেকে আক=তা সফল ট্রেডার হিসেবে দেখতে পারি। আমি ফরেক্স থেকে অনেক কিছু পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একজন সফল ট্রেডার হতে পারি।
-
আমি ২০১৬ সালের দীর্ঘ দুয়/তিন মাস ধরে অনবরত লেগে আছি। এখনও প্রফিট করতে পারিনি। তবে আমি প্রচণ্ড আশা বাদী।
-
আমি ফরেক্স এ নতুন । আমি এই বছর জানুয়ারী মাসে যুক্ত হয়েছি। এর আগে আমি ফরেক্স সমন্ধে জানতাম না। আমার এক কলিগ এর মাধ্যমে ফরেক্স সমন্ধে জানতে পারি এবং সেই আমাকে একাউন্ট করে দেয় ।