পৃথিবিতে ফরেক্স ব্রোকার হাউজের সংখ্যা অসংখ্য।একজন ট্রেডার ইচ্ছে করলেই সব ব্রোকার হাউজে কাজ করতে পারবে না।আমি মনে করি একজন দক্ষ ট্রেডারের একটি হাউজে কাজ করা অনেক ভাল।ইন্সটাফরেক্স ব্রোকার আমার খুব ভাল লাগে এবং আমি এটাতেই কাজ করি।
Printable View
পৃথিবিতে ফরেক্স ব্রোকার হাউজের সংখ্যা অসংখ্য।একজন ট্রেডার ইচ্ছে করলেই সব ব্রোকার হাউজে কাজ করতে পারবে না।আমি মনে করি একজন দক্ষ ট্রেডারের একটি হাউজে কাজ করা অনেক ভাল।ইন্সটাফরেক্স ব্রোকার আমার খুব ভাল লাগে এবং আমি এটাতেই কাজ করি।
আমি বর্তমানে ইনিষ্ট্রা ব্রোকারে একটি একাউন্ট করে ফেলি, আমি অনেকের কাছে অনেক শুনেছি ইন্সট্রা ফরেক্স ব্রোকার অনেক ভাল,কিছুদিন আগে এফ বি এস ব্রোকারএ এএকটি একাউন্ট করি এবং সেই ব্রোকার পেমেন্ট দেইনি তাই ঐ ব্রোকার বাদ দিয়ে ইন্সট্রাতে একাউন্ট করলাম।
আমি প্রথমে এফ বি এস ব্রোকারে ফরেক্স ট্রেডিং করেছি । তার পর থেকে এখন আমি ইন্সেটা ফরেক্স ব্রোকারে ট্রেডিং করি । আমার কাছে ইন্সেটা ফরেক্স ব্রোকার বেস্ট ব্রোকার মনে হয়েছে । কারন ইন্সেটা ফরেক্স ব্রোকারের স্প্রেড অনেক কম । এ ছাড়া আমি ইন্সটা ফরেক্স ব্রোকারের ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমি বোনাস ডলার আয় করতে পারছি এবং ঐ ডলার দিয়ে ট্রেড করে লাভ করে তা উত্তোলন করতে পারছি । এছাড়া ইন্সেটা ফরেক্স এর মুনাফা উত্তোলন খুব কম সময় লাগে ।
ফরেক্স *মার্কেটে আমি একজন নতুন সদস্য । তাই মার্কেটে আমার মাত্র একটি একাউন্ট রয়েছে আর সেটি হল ইন্সটা ফরেক্সে । আমার মতে নতুনদের জন্য ব্রোকার হিসেবে ইন্সিটা ফরেক্স খুবই ভাল । কেননা এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রোকার হচ্ছে ইন্সিটা ফরেক্স । তাছাড়া বাংলাদেশ ফরেক্স ফোরামে প্রতি পোস্টের বিনিময়ে প্রাপ্ত বোনাস ইন্সিটা ফরেক্স এর মাধ্যমে ডিপোজিট হিসেবে নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় ।
ফরেক্স মার্কেটে অনেক ব্রোকার হাউজ আছে আপনি আপনার ইচ্ছামত যে কোন ব্রোকার হাউজে ট্রেড করতে পারেন এই স্বাধীনতা আপনার আছে। তবে আমার জানা মতে, ইন্সট্রা ফরেক্সই অন্যান্য ব্রোকার হাউজ থেকে উত্তম। কারণ এখানে আপনি ডেমো একাউন্টে প্রাকটিস করে ট্রেডিং শিখতে পারেন এবং ফোরামে পোস্ট করে বোনাস ডলার সংগ্রহ করে তা দিয়ে বিনা পুজিতে রিয়েল ট্রেড চালু করে লাভবান হতে পারেন।
আমি ফরেক্সে নতুন ।আমি ৬ মাস যাবত ট্রেড করছি ।আমি শুরু হতেই ইন্সতাফরেক্সে ট্রেড করে আসছি । ইন্সতাফরেক্সে ট্রেড করার কারন হল এটার মাধ্যমে আমি ফরাম হতে বনাস পাই । এছাড়া আমি হট ফরেক্সে ট্রেড করতে চাই ।কারন এটা জিরো স্প্রেড ব্রোকার ।
আমি একাধিক ব্রোকারে কাজ করি বা ট্রেড করে থাকি । তবে আমার ইন্সেটাফরেক্স ব্রোকারকে সবথেকে ভালো বলে মনে হয় । তার প্রধান কারণ হলো রিবেট সিস্টম । রিবেট সিস্টম এর কারণে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেলেও রিবেট এর মাধ্যেমে আমি আবার ট্রেড করতে পারি ।
ফরেক্স করার ক্ষেত্রে ব্রোকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় । যে কোন ট্রেডারের জীবনে একটা ভাল ব্রোকার এর গুরুত্ব অনেক বেশি । কারণ একটা ভাল ব্রোকার একজন ট্রেডারের ভাল করার পেছনে অনেক ভূমিকা রাখে । তা অবশ্যই আমাদের স্বিকার করতে হবে । আর ভাল ব্রোকার সবসময় তার গ্রাহকদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা প্রদান করে যা একজন ট্রেডারকে এগিয়ে যেতে সাহা্য্য করে । তাই আমি এ ক্ষেত্রে ইন্সটা ফরেক্সেকেই সেরা ব্রোকার হিসেবে বেছে নিয়েছি ।
আমি শুধু ইন্সটাফরেক্স এ ট্রেড করি।এই ব্রোকার হচ্ছে এশিয়ার সেরা একটি ব্রোকার।এই ব্রোকার এই কিছু ভালো গুন এর কারনে আমি এই ব্রোকার এ ট্রেড করি।এই ব্রোকার এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুঁজিতে ট্রেড করে আয় করতে পারি।এই ব্রোকার এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য শুধু ইন্সটাফরেক্স ব্রোকার কেই বেসি প্রাধান্য দিয়ে থাকি।আমি নিজেও এই ব্রোকার এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
ইন্সটাফরেক্স ব্রোকারে কিছু সমস্যা আমি পেয়েছি তার পরেও আমি এই ব্রোকারে আছি। সময় সুযোগ পেলে হয়ত এই ব্রোকার থেকে বের হয়ে যাব। সমস্যা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে কিছু পজিশনে আমাকে ট্রেড ওপেন করতে দেয়নি এবং কিছু পজিশনে আমাকে ট্রেড ক্লজ করতে দেয়নি । এই ব্রোকার এর এই সমস্যা টা সমাধান করা দরকার । ওরা কি তা করবে। জানিনা।