-
ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা বা আমাদের ব্রেন দিয়ে ট্রেড করি । তাই ট্রেড করার সময় আমাদের মাঠা ঠাণ্ডা রাখা দরকার । ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য যদি আপনার পরিবার এর সদস্যদের সাহায্য নিতে পারেন । ফরেক্স মার্কেটে বর্তমানে মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছে ।
-
আমার পরিবারের সদস্যরা আমাকে ফরেক্স করতে অনেক বেশি সাহায্য করেছিল আগে । তবে বর্তমানে তারা একটু নেতিবাচক মনোভাব দেখাচ্ছে । কেননা আমি প্রথমে অতি জোশের বশে বলতে গেলে অনেকটা লোভের বশে তাদের কাছে ফরেক্স শিখার জন্য দশ হাজার টাকা নিয়ে িএকজন অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে ফরেক্স শিখি । কিন্ত আমি ওনার কাছ থেকে ঠকে গিয়ে এখন নিজেই করার চেষ্টা করছি ।
-
তবে এর জন্যে ফরেক্স সম্পর্কে ট্রেডিং এর অভিজ্ঞতা ও দক্ষতা থাকা একান্ত প্রয়োজন।দক্ষতা ছাড়া কখনোই ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব নয়।তাই আমাদেরকে প্রথম থেকেই ভাল করে এই ব্যবসা শিখা উচিত।তাই পরিবারের সমর্থন নিয়েই যে কোন কাজ করা উচিত।আর সে কাজে সফলতা আসবে শুধুমাত্র সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে।
-
আমার পরিবারের সদস্যদের আমি এটা জানাতে চাই আরও পরে। কেননা যদি আমি এখন জানাই তাহলে উতসাহের বদলে আরও কথা শুনব। তবে আমার ইচ্ছে আছে যদি ভাল করে ট্রেডিং করতে পারি তাহলে আমি আমার পরিবারের সদস্যদের ফরেক্সে আনব। তাই আমি এখন অভিজ্ঞতা নিচ্ছি। ভবিষ্যতে আমি আমার সদস্যদের সংযুক্ত করার আশা আছে।
-
না আমার পরিবারের কেউ ফরেক্স এর সাথে সম্পৃক্ত নেই। আমার একটা বন্ধু ফরেক্স মার্কেটে ট্রেড করে আর তার কাছ থেকে আমি অনেক রকম সাহায্য পাই। আর এরপর থেকেই ফরেক্স মার্কেটের ট্রেডিং জানার জন্য ফোরামে আসি আর তারপর ধীরে ধীরে ট্রেড করাশুরু করি। আর এখন ট্রেড করে আয়ও করি। ধন্যবাদ বন্ধু
-
আমার পরিবাররে কারো সাথে আমি কখনো এ ধরনের আলোচনা করিনি। আমি আসলে একজন প্রগ্রমার তারা আমাকে প্রগ্রামার হিসেবিই চেনে। তাই আমি আর তাদের সাথে এ বিষয়ে কোন কথা কলেনি। কারন তারা ভয় পেতে পারে যদি যানে যে আমি ফরেক্স এর সাথে জরিত। আমি আপনে অন্য জারা ট্রেড করি তারা কিন্তু জানে যে আসলে ফরেক্স কি কিন্তু হটাট করে এটাকে যে কোন মানুষের কাছে জুয়া বলে মনে হতে পারে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে শনিবার এবং রবিবার বাদে ৫ দিনই ট্রেড করতে পারবেন, বাকি ২ দিন পুরোপুরি ফরেক্স মার্কেট বন্ধ থাকে এই দুই দিন ট্রেড করা যাবে না। দিন ও রাতের ২৪ ঘণ্টার যে কোন সময়ই ট্রেড করতে পারবেন তবে বাংলাদেশের সময় অনুযায়ী বিকাল ৩ টা থেকে রাত ১০ টার মধ্যে ভালো হয়।
-
না আমার পরিবারের সদস্যরা আমার ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে কিছু জানেনা। আমি আমার এক মামা থেকেই জানার পর আমি নিজে শুরু করি, তবে মামা আমাকে হেল্প করে।
-
না জানে না । কারন আমি কোনো কথাই কারও সাথে শেয়ার করতে পছন্দ করি না । এর মূল কারন হলো আমি একা থাকতে পছন্দ করি এবং একাই সব কাজ করি । আমার কাউকে প্রয়োজন নেই । তবে যদি বাসায় কেউ জিজ্ঞাসা করে তাহলে বলি শেয়ার ব্যাবসা করি । এবং আমি কোনোদিনই আমার উপার্জনের মাধ্যম কারও সাথে শেয়ার করবো না । আমি মনে করি প্রতিটি ব্যাক্তির উচিৎ* নিজের কিছু বিষয়ে গোপন থাকা নতুবা ব্যাক্তিত্ব গঠন হয় না ।
-
ফরেক্সের সাথে জড়িত থাকার কথা আমার পরিবার এই সম্পর্কে জানে কিন্তু তারা চায়না আমি ফরেক্স এর উপর নির্ভরশীল হয়