-
আমি আমার সম্পর্কে বলবো আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া। একজন সফল ট্রেডার হতে হলে তাকে খাটতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । কেবল মাত্র ফরেক্স করা শিখতেছি । এখনো নিয়মিত লস করি । তবে এজন্য অামি নিজেকে লুজার মতে করিনা । কেননা নতুন ট্রেডাররা লস করতেই পারে । তবে আমি আশাবাদি খুব দ্রুত নিজেকে একজন সফল ট্রেডার হিসাবে দেখতে পাবো ।
-
ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড এখনো করিনাই ডেমো ট্রেড করচি । ডেমো ট্রেড করে লস ছাড়া লাভ করতে চেস্টা করছি নিজেকে সফল ট্রেডার হিসাবে তৈরি করার জন্য । আমি ফরেক্স মার্কেটে সফল ট্র্রেডার হব তাই সেই চেস্টা করচি ।
-
আমি ফরেক্সে নতুন এখনও রিয়েল ট্রেড করি নি। আমি ৩ মাস যাবত ডেমো ট্রেড করতেছি । এখন ফরেক্স সম্পর্কে আমি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি বলে আমি মনে করি। এখানে মার্কেট বুঝে ট্রেড করতে পারলে প্রফিট করা সম্ভব। তবে প্রফিট করার জন্য আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত। তাহলে আমাদের এখানে লস করার ঝুকি অনেক টাই কমে যাবে।
-
আমি ফরেক্সে নতুন এসেছি ।আমার মাত্র হাতে খড়ি হয়েছে ।আমি ফরেক্স ভাল শেখার জন্য ডেমো ট্রেড করতেছি । আমি সফল ট্রেডার হবার জন্য যে টুকু পরিমান পরিশ্রম করতে হয় ,আমি তা করব ।
-
আমি এখনও একজন সফল ট্রেডার হত পারিনি । এর কারণ হল যতটুকু সময় এই ফরেক্স মার্কেটে দিতে হয় ততটুকু সময় আমি দিতে পারি না । সুতরাং আমি সেই জন্য সফল ট্রেডার হতে পারিনি । সুতরাং আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই একজন সফল ট্রেডার হতে পারবেন আশা করা যায় ।
-
আমি নিজেকে মতে ও সফল ট্রেডের মনে করি না । কারণ আমি মাত্র কিছ দিন আগে এই ব্যবসা সম্পর্কে জেনেছি । তবে আমার এই কিসুদিন পার করার পর আমার মনে হচ্ছে এখানে ভালো ভাবে দক্ষতা অর্জন করতে হলে অনেক সময় লাগবে । এই মার্কেটে অনেক দিন যাবত কাজ করছে এমন মানুষ ও নিজেদের দক্ষ বলতে চান না । এটা এমন এক মার্কেট যা যেকোনো সময় যেকোনো দিক যেতে পারে । কোনো ভবিষ্যদ্বাণী ই এখানে কাজ করে না মাঝে মাঝে । কিন্তু অখে কিছু সুক্ষ বেপার আসে যা আমরা আয়ত্ত করতে পারলে যেকোন সময় মার্কেট থেকে আয় করা সম্ভব ।
-
আমি একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার এবং ফরেক্সের শিক্ষার্থী। কারন আমার বর্তমানে মূল লক্ষ ভালোভাবে ফরেক্স শিখার।এজন্য আমি বিভিন্ন অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ নিয়ে থাকি এবং নিয়মিত ফরেক্স বিষয়ে পড়ালেখা করে থাকি। এজন্য এখনও আমি পরিনত ট্রেডারই হতে পারিনি তো সফল কবে হবো তা আমার ভাগ্যেই ভালোভাবে জানতো পারে।
-
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে েকক বছর কাজ করতে হবে তাহলে সফল ট্রেডার বলতে পারব কারন এখনো সাপোর্টে সেল দিই আর রেজিসটেন্স বাই দিই কিভাবে সফল ট্রেডার হব। তাই আমাদের কে সফল ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি করে জানতে হবে তাহলে সফল ট্রেডার হতে পারব।
-
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই সফল ট্রেডার হওয়া যায় না । একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর সফল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে । মার্কেটে আমি এখনও শিক্ষানোবিস । তাই মার্কেটে এখনও সফল ট্রেডার হতে পারিনি ।