ফরেক্স আমার সব না তবে,এটা আমার করম ক্ষেত্রে এক বিরাট প্রভাব ফেলেছে।আমি সুযোগ পেলেই ফরেক্স নিয়ে চিন্তা করি বিভিন্ন চারট ঘাটা ঘাটি করি।প্রতিদিন কিছুটা সময় হলে ও ফরেক্সের পিছনে ব্যয় করার চেষ্টা করি।
Printable View
ফরেক্স আমার সব না তবে,এটা আমার করম ক্ষেত্রে এক বিরাট প্রভাব ফেলেছে।আমি সুযোগ পেলেই ফরেক্স নিয়ে চিন্তা করি বিভিন্ন চারট ঘাটা ঘাটি করি।প্রতিদিন কিছুটা সময় হলে ও ফরেক্সের পিছনে ব্যয় করার চেষ্টা করি।
অনলাইন অনেক মার্কেট আমি দেখেচি কিন্তু ফরেক্স মার্কেট এর মত কোন মার্কেট আমি আজ ও ন দেখি । এটা অনেক ভাল বেবসা এই খান থেকে অনেক সহজে আয় করা জাই যদি আপনি এইতার সম্পর্কে ভাল ভাবে জানেন আআর যদি না জানেন তাহলে ত আপনি লস দবেন সব দিক থেকে । ভাল আয় করা জাই সুদু এই জন্য ফ্রেক্স আমার সব আমি বলব না। এই তা অনেক কিছু জানা জাই তাই এটা আমার সব।
আমার মত মেয়েদের জন্য ফরেক্স অনেক ভাল তারা ঘড়ে বসে ফরেক্সে কাজ করতে পারে তাই আমি মনে করি ফরেক্স মার্কেট মেয়ে দের জন্য অনেক বড় একটা সুযোগ আছে । মেয়ে রা ফরেক্স মার্কেটে কাজ করে অনেক কিছু করতে পারবে তাই মেয়েরা ফরেক্স মার্কেটে কাজ করতে পারবে তবে তাদের কে মনে যোগ দিয়া ফরেক্স মার্কেটে কাজ করতে হবে । এছাড়া ফরেক্স আমাকে স্বাবলম্বি হওয়ার পথ দেখিয়েছে ।তাই ফরেক্স আমার কাছে অনেক আপণ ।
ফরেক্স একটি দারুন ব্যবসা, ফরেক্স এ কাজ করে কম সময় এ অনেক টাকা আয় করা যাই, অন্যান্য ব্যবসার মত ফরেক্স এ লাভ লস আছে, কিন্তু আপনি যদি যথেষ্ট সময় এবং কঠোর পরিশ্রম করেন তাহলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবেন, আমি ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পেরেছি এবং অনেক কিছু শিকতে পারছি, আমার কাছে ফরেক্সই সবকিছু ।
আপনার মতো আমার জীবনেও প্রথম ব্যবসা হচ্ছে ফরেক্স ব্যবসা।এই ব্যবসা আমার কাছে খুবই ভালো মনে হয়। আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে ফরেক্স কে ভালোবেসেছি।আমি চাই ভালোভাবে ফরেক্স শিখে দীর্ঘ সময় ফরেক্সের সাথে নিজেকে মানিয়ে রাখতে।তাই সবসময়ই ভালোভাবে ফরেক্সে ট্রেড করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে চলেছি।
আমি জানি অনলাইনে অর্থ ইনকামের অনেক পথ রয়েছে।এর মধ্যে ফরেক্স মার্কেট অন্যতম ও সবচেয়ে সুবিধাজনক।তাই আমি ফরেক্স করার চিন্তা করলাম।মূলত আমি আমার পরিবারের মাধ্যমেই ফরেক্স মার্কেটে হাতেখরি হই।
আমার জীবনে আমি অনেক টাকা আয় করেছি। তবে চাকরি করে। কিন্তু আমি সবসময় বিজনেস করার জন্য ভাবতাম। কিন্তু বিজনেস করার জন্য অনেক টাকা দরকার। কমপক্ষে ৫ লাখ টাকা। তাই বিজনেস করতে পারিনি। কিন্তু ফরেক্স এ বিজনেস করতে মাত্র ১৬ হাজার টাকা দিয়ে ব্যাবসা শুরু করতে পারি। আর এখন ওই ১৬ হাজার টাকা আমাকে অগনিত টাকা এনে দিচ্ছে। আমি এই বিজনেস করে শুখী।
আমি কিন্ত ফরেক্স সম্পর্কে কিছু জ।নি না । ফরেক্স ট্রেড করে আমার অনেক বন্ধু সাবিলম্বী হয়ে । তাই আমি ফরেক্স করার চিন্তা করলাম। অনলাইন আমার প্রথম কাজ হচ্ছে ফরেক্স । কারন অনেক কিছু শিখতে ও অর্জন করতে পারব ।
ফরেক্স বিজনেস একটি অনলাইন ভিত্তিক বিজনেস। আমি বর্তমানে পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেটে দিনের কিছু সময় দিয়ে ট্রেডিং করে থাকি। ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় ও লাভজনক একটি বিজনেসের নাম। ফরেক্স বিজনেসে অসংখ্য মানুষ ট্রেডিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন। তাই এই বিজনেস অনেকের কাছেই অনেক বেশি জনপ্রিয়।
আসলে সবার জিবনে অনেক ধরনের ব্যবসায় আসে কেউ সেইটাকে ধরে রাখতে পারে আবার কেউ পারেনা , আপনার কাছে ফরেক্স বাল মানের ব্যবসায় মনে হয়েছে বলে আপনি এই ব্যবসায়টিকে আপনার সব থেকে প্রিয় এবং সারা জিবন করবেন বলে ভেবেছেন । ঠিক আমার জীবনে আমি এই ফরেক্স ব্যবসায় অনেক অনেক লস করেছি পরে বুঝতে পারলাম আমি যদি প্রথম দিকে লাভ করতাম তাহলে ফরেক্স ব্যবসায় আমি বেশি দিন করতে পারতাম না আর এখন মনে হয় আমি যতদিন আছি ততদিনি এই ফরেক্স ব্যবসায় চাড়তে পারবনা । ফরেক্স আমার রক্তের সাথে মিশে গেছে ।