প্রথম থেকেই স্ক্রীল পেমেন্ট মেথড অনেক ভালো৷ তবে নেটেলারও অনেক ভালো আবার টাকাও ভালো পাওয়া যায় ৷ ডিপোজিট ও উইথড্রো এর জন্য কয়েকটা পেমেন্ট প্রসেসর মেথড থাকা ভালো৷এক এক ব্রোকার এক এক পেমেন্ট মেথড ব্যাবহার করে৷
Printable View
প্রথম থেকেই স্ক্রীল পেমেন্ট মেথড অনেক ভালো৷ তবে নেটেলারও অনেক ভালো আবার টাকাও ভালো পাওয়া যায় ৷ ডিপোজিট ও উইথড্রো এর জন্য কয়েকটা পেমেন্ট প্রসেসর মেথড থাকা ভালো৷এক এক ব্রোকার এক এক পেমেন্ট মেথড ব্যাবহার করে৷
মানি ম্যানেজম্যান্ট না মানার ভয়াবহতা হল চরম দুর্বোগ । আপনি যখন মানি ম্যানেজ ম্যান্ট না ফলো করে ট্রেড করেন আর যখন এ ট্রেডটি আপনা বিপক্ষে যাবে তখন আপনার একউন্ট শূন্য হতে বেশি সময় লগবে না । তখন আপনি হতাশ হয়ে ভাগ্যের দোষ দিবেন ।এজন্য ফরেক্স মার্কেট আপনাকে ্অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ফলো করে ট্রেড করতে হবে। ্অন্যথায় আপনাকে ফরেক্স মার্কেট থেকে বিদায় জানাতে হবে।
আমি ফরেক্সে মানিবুকাস্র ব্যবহার করি। আরেই মেথড ব্যবহার করেই আমি ফরেক্স থেকে টাকা উঠাই। এটি অনেক দ্রুতগামি একটি মেথড যার ফলে খুব সহজেই টাকা তোলা যাই। তাই আমি বলব যে কারো টাকা তুলতে সমস্যা হলে সে মাইবুকাস্র মেথড ব্যবহার করতে পারেন। এতে আপনার একাউন্ট থেকে টাকা উঠাতে কোন সমস্যাই হবে না। ঝামেলা মুক্ত টাকা তুলতে পারবেন।
আমি ফরেক্সের জন্য নেটলারই ব্যবহার করি। আমার কাছে এটাই সুবিধাজনক বলে মনে হয়। এছাড়াও অন্যান্য ব্রোকারের জন্যও আমি নেটলার ব্যবহার করি। কারন আমি নেটলারের সাহায্যে সহজেই টাকা তুলতে পারি, টাকা ট্রান্সফার করতে পারি। এটা বেশ নিরাপদ একটা পেমেন্ট মাধ্যম হিসেবে আমার কাছে মনে হয়।
আমি ফরেক্স থেকে টাকা উঠাই। এটি অনেক দ্রুতগামি একটি মেথড যার ফলে খুব সহজেই টাকা তোলা যাই। তাই আমি বলব যে কারো টাকা তুলতে সমস্যা হলে সে মাইবুকাস্র মেথড ব্যবহার করতে পারেন। একেক ইন্ডিকেটরের একেক কাজ । আপনি যখন ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করবেন তখন আপনি তার সাথে সাথে নিজেও মার্কেট এনালাইসিস করে আপনার এনালাইসিস এর সাথে ইন্ডিকেটরের ফলাফল মিলিয়ে নিবেন ।
আমি সাধারণত আমার এই ট্রেডিং একাউন্ট এ নেটেলার পেমেন্ট মেথড ব্যবহার করতাম,কিন্তু নেটেলার আমার একাউন্টটি ব্যান করে দেয়,তাই আমি এখন আমার একাউন্টটি তে স্ক্রিল ব্যবহার করবো,আমি আমার পেমেন্ট মেথড চ্যাঞ্জ এর জন্য ফোরাম ফিল আপ করে ইমেইল সাবমিট করি,আর কোম্পানি সেই টা গ্রহন করেছে।
কোন প্রেমেন্ট মেথর্ড আপনি ব্যবহার করে ফরে
আমি আমার স্কিল বা মানিবুকার্সের অ্যাকাউন্ট ব্যবহার করে ফরেক্স থেকে আমার প্রফিট উঠাই আমি মনে করি এটি অনেক ভাল এবং দ্রুত গতি সম্পান্ন্য একটি মের্থড। আপনারা কে কি মেথর্ড ব্যবহার করে ফরেক্স থেকে ডলার উঠান জানাবেন নিশ্চই।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ফরেক্স থেকে মানি উইড্রো করতে অনেক ধরনের অপশন রয়েছে। একেকজন একেক ধরনের মেথট ইউজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আমি মানিবুকারস স্কিল এর মাধ্যমে প্রফেট উইথড্র করতে পছন্দ করি। এখানে সকল ধরনের সুযোগ-সুবিধা আমার কাছে মনে হয় রয়েছে। পাশাপাশি আমি স্কিল কাউন্টার থেকে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারি। সকলে স্কিল ব্যবহার করায় সেন্ট মানি অপশন ব্যবহার করতে পারি।
ডলার উইড্রো বা ডিপোজিট করার জন্য অনলাইন অনেক মেথর্ড আছে যেমন স্ক্রিল, পেইজা সহ অনেক প্রেমেন্ট মেথর্ড রয়েছে এগুলোর মধ্যে আমি স্ক্রিল ব্যবহার করি। এই প্রেমেন্ট মেথর্ড আমার কাছে ভাল লাগে। আপনারা কে কোন প্রেমেন্ট মেথর্ড ব্যবহার করেন।তবে এখনা বিটকয়েন ব্যবহার করি।
ফরেক্স মার্কেটের প্রফিটকৃত ডলার উইথড্রো দেওয়ার জন্য অনেকগুলো মেথড রয়েছে। এর মধ্য থেকে বহুল ব্যবহৃত পদ্ধতি হলো স্কিল, নেটেলার, মানিবুকার, পারফেক্ট মানি, পেকো ইত্যাদি। এছাড়াও মাস্টার কার্ড ব্যবহার করে ব্যাংক একাউন্ট থেকে ট্রেডিং একাউন্টে ডিপোজিট এবং উইথড্র দেয়া যায়। বিভিন্ন ট্রেডার বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড পদ্ধতি ব্যবহার করে থাকেন। একেক জনের কাছে একেকটি সুবিধাজনক মনে হতে পারে। তবে আমি ডিপোজিট এবং উইথড্র দেয়ার জন্য স্ক্রিল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। আমার কাছে এই পদ্ধতি অনেকটা সহজ মনে হয় তাই আমি এই পেমেন্ট মেথডে উইথড্র দিয়ে থাকি।