-
ফরেক্সে আসলে আমাদের অনেক বেশি লস হয় আমাদের অনেক বেশি লোভের জন্য। আমরা অল্প কিছুতে আসলে সুন্তুষ্ট হতে চাই না। ১০০ ডলার ইনভেস্ট করে আপনারা যদি ৫ ডলার দিনে প্রফিট করতে চান তাহলে মাসে সেটা ১০০ ডলারে গিয়ে দাঁড়ায় । আর আপনার মত ট্রেডারের পক্ষে ১০০% প্রফিট করা যে সম্ভব না এটা আপনি লস করে ফকির না হলে বুঝবেন ও না।
আমি ১০০ ডলার ইনভেস্ট করে প্রতিদিন ১ ডলার ইনকাম করতে পারলেই খুশি হবো
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে 100 ডলার ডিপোজিট করে সেখান থেকে প্রতিদিন 5 থেকে 10 ডলার প্রফিট আশা করি । ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা খুবই কঠিন কাজ । তার কারন হলো ফরেক্স মার্কেট একটা রিস্ক জনিত ব্যবসা । এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করা না থাকলে এর থেকে কোনো প্রকার অর্থ উপার্জন করা সম্ভব নয় । তাই আমি এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড করে ভালো অর্থ উপার্জন করতে চাই,,,, ধন্যবাদ ।
-
আপনি যদি 5 ডলার অবদান রাখেন এমন ইভেন্টে আপনি ফরেক্সের সাথে অনেক সময় অর্জন করতে পারেন। আপনি প্রতি মাসে $ 5 অবদানের মাধ্যমে $ 5-4 জিততে পারেন, তবুও আপনি অফার চান্সে -5 3-5 জিতে আপনার ফরেক্স ভালভাবে জানতে হবে। ফরেক্সের প্রদর্শন অব্যাহত রাখার জন্য ফরেক্সকে সময় দেওয়ার জন্য ধাপে ধাপে নির্দেশাবলী তবে আপনি দুর্দান্ত বেতন বানাতে পারেন।
-
১০০ ডলার ইনভেস্ট করে প্রতেক দিন কত আয় করতে পারবেন এই চিন্তা না করে মাসে কত আয় করতে পারবেন সেই তা ভাবা উচিত,ফরেক্স মার্কেট থেকে আপনি প্রতিদিন আয় করতে পারবেন না,আপনার টার্গেট মাসের নেওয়া উচিত,১০০ ডলার থেকে মাসে ১০ থেকে ১৫ পারসেন্ট আয় হলে সেই টাই অনেক কিছু।
-
ফরেক্স থেকে আমি ১০০ডলার ইনভেস্ত করে
কত ডলার আয় করা যাবে তা আমার আসলে জানা
নেই যার কারন আমি এখানে নতুন।
-
আমি ১০০ ডলার ইনভেস্টে প্রতিদিন সর্বোচ্চ দুই ডলার লাভ করতে চাই। আমার কাছে মনে হয় অল্প লাভের সুখ বেশি। আমার এমন ও সময় গেছে যে আমি দিনে ৮ ডলার পর্যন্ত লাভ করে ফেলছি কিন্তু পরে আবার একবারে ২০ ডলার ও চলে যায়। একটু বেশি লাভ করতে গিয়ে যদি আমার প্রায় ৩ গুন লস হয় তাহলে আমার অল্প লাভ করাই তো ভালো। মাস শেষে অন্তত একটা প্রফিট দেখা যাবে যা আমাকে শান্তি যোগাবে অনেক টা আর ট্রেডের প্রতি ইচ্ছা আর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে
-
যেহেতু আমি নিজেকে একজন ডে ট্রেডার হিসেবে বানাচ্ছি সেহেতু আমার দিনের টার্গেট থাকবে ১০০ ডলারে ২ ডলার আর মাসে টোটাল প্রফিটের টার্গেট থাকবে ৩৫-৪৫ ডলার। বেশি খাইতে গিয়ে যদি আসলে কিছুই না পাওয়া যায় তাহলে বিপদ। আমার যদি কোন মাসে বা কোন দিনের টার্গেট পুরন নাও হয় তবুও আফসোস থাকবে না। অন্তত কিছু লস থেকে তো বাচা যাবে ?
-
১০০ ডলার ইনভেস্ট করে আমি সেখান থেকে মান্থলি একটা টার্গেট করতে পারি। সেক্ষেত্রে মান্থলি ৫০% টার্গেট করাই সুবিধাজনক হবে। অর্থাৎ মান্থলি ৫০ ডলার করতে চাই। এক মাসে ফরেক্সে ২০-২২দিন কর্মদিবস থাকে। সেই হিসেবে ডেইলি আড়াই ডলার হবে আমার টার্গেট। আর যদি মান্থলি না করে ডেইলি টার্গেট করি তবে ডেইলি ৫ডলার কামাতে চাই।
-
১০০ ডলার ইনভেস্ট করে আমি সেখান থেকে মান্থলি একটা টার্গেট করতে পারি। সেক্ষেত্রে মান্থলি ৫০% টার্গেট করাই সুবিধাজনক হবে। অর্থাৎ মান্থলি ৫০ ডলার করতে চাই। এক মাসে ফরেক্সে ২০-২২দিন কর্মদিবস থাকে। সেই হিসেবে ডেইলি আড়াই ডলার হবে আমার টার্গেট। আর যদি মান্থলি না করে ডেইলি টার্গেট করি তবে ডেইলি ৫ডলার কামাতে চাই।
-
১০০ ডলার ইনভেস্ত করলে আপনি ফরেক্স কে যেমন ভাবে সময় দিবেন ফরেক্স দিয়ে আপনি তত ইনকাম করতে পারবেন ।আমি ১০০ ডলার ইনভেস্ত করে প্রতিমাসে ৭০-৮০ ডলার ইমকাম করতে পারব তবে এই ৭০-৮০ ডলার ইনকাম করতে হলে আপনাকে ভাল করে ফরেক্স জানতে হবে ভাল করে ফরেক্স কে সময় দিতে হবে সব সময় ফরেক্স মার্কেট এর নিউজ রাখতে হবে তবেই আপনি ভাল ইনকাম করতে পারবেন