স্টপ লস একাউন্ট ব্যালেন্স কে জিড়ো হওয়ার হাত থেকে রক্ষা করে । এই স্টপ লস ব্যাবহার না করে আমি অনেক বার ব্যালেন্স হারিয়েছি । টেক প্রফিট ব্যালেন্স এ প্রফিট কে প্লাস করার এক অনন্য মাধ্যম ।
Printable View
স্টপ লস একাউন্ট ব্যালেন্স কে জিড়ো হওয়ার হাত থেকে রক্ষা করে । এই স্টপ লস ব্যাবহার না করে আমি অনেক বার ব্যালেন্স হারিয়েছি । টেক প্রফিট ব্যালেন্স এ প্রফিট কে প্লাস করার এক অনন্য মাধ্যম ।
স্টপলস এবং টেকপ্রফিট দুইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। কেননা স্টপলস ব্যবহারের কারনে আমরা অ্যাকাউন্টে লস ম্যানেজ করে থাকি। আর টেকপ্রফিট ব্যবহারের মাধ্যমে প্রফিট নিশ্চিত হয়ে যায়। ফরেক্স মার্কেট গতিশীল এবং ২৪ ঘন্টায় খোলা থাকে। কিন্তি একজন ব্যক্তি দিনের ২৪ ঘন্টা মার্কেটের সামনে বসে ট্রেড পরিচালনা করতে পারবে না। এজন্য স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে ট্রেড করার সময় অধিকাংশ ট্রেডেই টেক প্রফিট ব্যবহার করি। তবে আমি স্টপ লস ব্যবহার করিনা।আমার মতামত হল এই দুটি ব্যবহার যত বেশি করবেন তত বেশি লাভবান হওয়ার সম্ভাবনােই বেশি । এছাড়া এই দুটি অপশনের যথার্থ ব্যবহারে কারণে আপনার একাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে । তবে আমি স্টপ লস ব্যবহার করিনা। স্টপ লস ব্যবহারের ফলে আমি যদি মার্কেটে নাও থাকি তবুও আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে যদি মার্কেট আমার সেট করা প্রাইসের কাছে পৌছায়।
ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করতে হলে এবং ট্রেড করে আয় করতে হলে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে।না হয় আপনার ট্রেড কোন দিকে যাই সেটা বলতে পারবেননা।মনে করেন আপনি ভাবলেন যে এই ট্রেড থেকে আপনি ৫ ডলার আয় করবেন। এখন যদি আপনি টেক প্রফিট ব্যবহার না করেন তাহলে আপনার কাংখিত আয় আপনি করতে পারবেননা। তাই সফল ভাবে ট্রেড করার জন্য আমাদের কে এই গুলা ব্যবহার করতে হবে।
হ্যা এটা আমি করি কারন অনেক সময় মার্কেটে থাকা হয়না তখন টেক প্রফিট কাজে লাগাই কিন্তু স্টপ লস দেয়না ষ্টপলস ও টেকপ্রফিটের অনেক ভাল ফলা ফল পাওয়া যায় তাই ব্যবহার করি ধন্যবাদ.
আমি ফরেক্স মার্কেট এ টেড করার জন্য স্টপ লস ও টিপি দুইটাই ব্যবহার করি কারন স্টপ লস ছাড়া টেড ব্রেক ছাড়া গাড়ি চালানো একি রকম আপনি যদি স্টপ লস ব্যবহার না করেন তা হলে আপনার লস এর কোন লিমিত রাখলেন না আপনার অ্যাকাউন্ট ও হয়ে জাইতে পারে আর স্টপ লস আর টিপি দিয়ে অনেক লাভ করা যাই যা আমি করছি এখন ও করছি তাই স্টপ লস দিয়ে টেড করা নিরাপদ
ফরেক্স মাকেট এ ঝুকি কমাতে স্টপ লস আর নিদিষ্ট পরিমান লাভের জন্য টেক প্রফিট ব্যবহার করা হয় । এত করে একাউন্টের ক্ষতি হয় না্ আমি স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করি । আমি স্টপ লস আর টেক প্রফিট দিয়ে ট্রেড করলে আমি যদি মার্কেট এর সামনে না থাকি তহলে আমার সেট করা লস বা লাভে আমার ট্রেড বন্দ হয়ে যায় এবং আমার একাউন্ট ক্ষতি থেকে রক্ষা পায় । আমাদের সবার উচিত টেক প্রফিট অার স্টপ লস ব্যবহার করে ট্রেড করা ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করে কাংখিত আয় করতে হলে সবাইকে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে।না হয় কাংখিত আয় করা সমভব হবে না। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রফিট বেবহার করি। এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট থেকে আমার কাংখিত আয় করতে পারি। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট এর আইন মেনে ট্রেড করতে হবে। তাহলেই আমরা ফরেক্স মার্কেট এ ভালো করতে পারবো।
আমরা প্রফিট করার জন্য টেক প্রফিট ব্যবহার করি। আর স্টপ লস সেট করি যাতে আমাদের লস এর একটা সীমাবদ্ধতা থাকে। আমরা যদি স্টপ লস না দেই তাহলে আমাদের একাউন্ট এ অনেক বড় একটা লস রানিং হতে পারে। সেই কারনে আমি স্টপ লস ছাড়া ট্রেড দেই না।
হ্যা ভাই আমি ট্রেড করার সময় সবসময় আমার ট্রেডিং এর ঝুঁকি কমিয়ে রাখার জন্য ট্রেডের মধ্যে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে রাখি। কেননা মার্কেটের কথাতো ভাই আর সঠিকভাবে বলা যায় না, কখন মার্কেট কোনদিক মুভ করে চলে যায় সেটা এখানে কেউ জানেনা বা কখনও বলতে পারেনা। কারন এটা করলে আপনি সবসময় নিরাপদ থাকবেন । সুতরাং আমি সবসময় স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করি।