-
আসলে ভাই ফরেক্স মাকেট এমন মাকেট যে প্রথম দেখে সে এ ধরনের কথা বলে থাকে তবে ভাই আপনি কারও কথাই কান দিয়েন না ফরেক্স যদি আপনি ভাল করে করতে পারেন তবে আপনি বুঝতে পারছেন ফরেক্স থেকে কি পরিমান আয় করা সম্ভব | ফরেক্স মাকেটে থেকে আয় করতে হলে ফরেক্স মাকেটে লেগে থাকতে হবে |
-
ব্যক্তিগতভাবে ফরেক্স শুরু করার সময় পরিবার থেকে মোটেই সার্পোট পাই নি । কারন তারা বলে এ ব্যবসা থেকে কিভাবে সফলকাম হতে পারা যায় ? কিন্তু আমি ধৈর্য্য হারা না হয়ে চেষ্টা ছেড়ে দেয়নি । আাস্তে আস্তে আমি আমার ট্র্রেড চালিয়ে গিয়েছি । সুতরাং এখন আমি সফলকাম হতে পেরেছি ।
-
ফরেক্স সম্পর্কে না জেনে অনেকে অনেক কথা বলে। আর পরিবার এর কেউ যদি ফরেক্স না করে সেক্ষেত্রে ফরেক্স সম্পর্কে তারা ভালো পরামর্শ দিতে পারবে না। ফরেক্স ঝুকিপূর্ন ব্যবসা। কিন্তু এখানে ঝুকি নিইয়ন্ত্রন করে ট্রেড করা যায়। যত ঝকি কমানো সম্ভব ততই ভালো।
-
প্রথম যখন ফরেক্স শুরু করি তখন পরিবার থেকে সাপোর্ট পেয়েছি।কিন্তু যখন প্রফিট করতে পারি নি মানে লস করেছি।তখন পরিবার আর আমাকে সাপোর্ট দেয় না বরং তার বলে এই সব আবল তাবল বাদ দিয়ে ভাল করে পড়াশোনা করো কাজে আসবে।ড়াশুনার দিকে মনোযোগী হতে কিন্তু আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স শিখছি ফরেক্সে ডেমোতে ট্রেড করছি।আমি মনে করি ফরেক্সে সফল হওয়ার জন্য নিজের অনেক মনোবল থাকতে হবে তাহলে ফরেক্স থেকে টাকা আয় করা যাবে।
-
আমি মনে করি ফরেক্স শুরু করার আগে পরিবারের কাউকে না যানানোই ভাল। কেননা ফরেক্স সম্পর্কে আপনি যানতে পারেছেন তারা তো আর জানেনা ফরেক্স কি। এখানে কাজ করতে হলে টাকা ডিপোজিট করতে হয় তাই পরিবার থেকে সারা পাওয়া যায় না। আবার অনেক পরিবারের মানুষ হয়তো উতসাহ দিতে পারে তার পরিমাণ খুবই কম। আপনি ভাল করে আয় করা শুরু করুন সবই পাবেন।
-
ব্যক্তিগতভাবে যখন আমি নতুন ফরেক্স করা শুরু করেছিলাম তখন পরিবার হতে অনেক রকম হেল্প পেয়েছি। তারা আমাকে মুলধন দিয়েও সাহায্য করেছে। কিন্তু বার বার লস হওয়ার কারছে তারা এখন অনেকটাই ফরেক্স বিরোধী। তারা চায় না আমি ফরেক্স করি। কিন্তু এখন আমি নিজের ইচ্ছায় এবং নিজে বিনিয়োগ করে ফরেক্স করে থাকি। যদি আবার কখনো ফরেক্স করে লাভ করতে পারি তাহলে আশা করি তারা আবার আমাকে আগের মত ফরেক্স করতে সাপোর্ট করবে।
-
ফরেক্স মার্কেটে আমার বড় ভাই ২০১১ সাল থেকে জরিত ছিল।আমি তখন ফরেক্স কি এটা দ্বারা কি হয় তাও জানতাম না।তবে ২০১৫ সালে ল্যাপটপ কেনার পর আমার ভাই আমকে ফরেক্স শিখতে বলে এবং তার কথামত আমি ফরেক্স মার্কেটে প্রবেশ করি।আমার পরিবার থেকে ফরেক্স করার জন্য ফুল সাপোর্ট পেয়েছি।বর্তমানে আমাদের পরিবারের পাচ জন সদশ্য ফরেক্স করে এবং তারমধ্যে আমি লাষ্ট এবং আমার পর হয়ত আমার ছেলে ফরেক্স করবে।
-
আমর স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করব। আমরা রিস্ক রেশিও অনুযায়ী ট্রেড করব। তাহলে আমাদের লাভ একটু কম হলেও ভালো। কারন অনেক সময় যে টার্গেট আমরা ক্রে থাকি সেই জায়গায় মার্কেট পৌছায় না। তাই আগে ক্লোজ করে দেওয়া উচিত।
-
আমাদের প্রত্যেকের পরিবারের সিনিয়রদের কাছে এই ফরেক্স মার্কেট একেবারেই পরিচিত নয়৷তারা ফরেক্স ট্রেড বুঝবে না তারা দেখতে চাইবে এখান থেকে আয় রোজগার করা যাচ্ছে কী না৷আয় দেখলেই তারা আমাদেরকে সাপোর্ট দিবে নতুবা সাপোর্ট দিবে না৷তাই শুরুতে পরিবার থেকে কখোনোই সাপোর্টের চিন্তা করা উচিৎ নয়৷
-
ফরেক্স মার্কেট এ ট্রেড শুরুর সময় আমার পরিবার থেকে কোন বাধা দেয়নাই কারন তারা জানে আমার ছেলে যা করছে তা অনেক বুঝে করছে কারন আপনি যে কোন বাবশা করেন সেই বাবসা তে রিস্ক থাকে আপনি যদি সেই বাবসা শিখে করেন বা সম্পূর্ণ জেনে করেন তাহলে আপনার রিস্ক অনেক কমে যাবে এই কারন এ ফরেক্স মার্কেট এ ট্রেড শিখার দিকে অনেক মন দিতে হবে