-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে তিন ধরণের এনালাইসিস করতে হয়। তার মধ্যে আমি টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করি। ফরেক্স শুধু মাত্র টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করতে গেলে ফান্ডামেন্টাল এনালাইসিস করার প্রয়োজন হয়। তাই আমি টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করেই ফরেক্স এ ট্রেড করি। তবে মাঝে মধ্যে শুধু মাত্র ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করি।
-
অ্যনালাইসিস ৩ প্রকার হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসসি আর সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আমি এই তিনটা অ্যানালাইসিস করতেই পছন্দ করি। কারন এই তিনটি অ্রনালাইসিস ই খুবি গুরুত্বপুর্ন। এর মধ্যে যেকোন একটি না করা হলেই আমার ট্র্রেড ভুল যায়। শুধু আমি নই নেকেই আছেন জারা এ সকল অ্যানালাইসিস না কোরে কোনভাবেই ট্র্রেড করেনা্ কারন অ্যানালাইসিসের কোন বিকল্প নেই।
-
ফরেক্স এ যারা নতুন তাদের রিয়েল লাইফ ট্রেড করার আগে ডেমো ট্রেড করতে হবে , কমপক্ষে ছয় মাস । ফরেক্স এর বেসিক ভালোভাবে শিখতে হবে । ফরেক্স এর বিভিন্ন কৌশল , সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় , চ্যানেল ও ট্রেনড লাইন আকা, টেকনিক্যাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস , বিভিন্ন ইনডিকেটর এর ব্যবহার ইত্যাদি ভালোভাবে শিখতে ও বুঝতে হবে। তবেই সফলতা আসবে।
-
ট্রেড করার ক্ষেত্রে আমরা টেকনিক্যাল এ্যানালাইসিস ব্যবহার করার চেষ্টা করব । যে যত বেশী ট্রেকনিক্যাল এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জণ্য টেকনিক্যাল এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেট এর মুভমেন্ট তিন প্রকার।যথাঃ- টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস।আমার মতে টেকনিকাল এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড করা।যদি আপনি টেকনিকাল এনালইসিসের মুভমেন্ট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনার লাভের সম্ভনা অনেক বেশি হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমি বেশি সময় টেকনিক্যাল এনালাইসিস করে থাকি,ফরেক্স মার্কেটের ফান্ডানেন্টাল দেখা অনেক সময় ভাল কাজ করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের এনালাইসিস করে ট্রেডিং করা অনেক ভাল ভাল প্রফিট করতে হলে এনালাইসিস করতে হবে।
-
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।
-
ট্রেড করার ক্ষেত্রে সব চাইতে ভালো হল টেকনিক্যাল এ্যানালাইসিস । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবেন । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস করার চেষ্টা করব । তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
ট্রেডিং করার ক্ষেত্রে যথার্থ ও সুশৃ্ঙ্খল এনালাইসিসের কোন বিকল্প নেই । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে টিকে থাকতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হল নিজেকে সেরাদের সেরার কাতারে নিযে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে । আমি এনলাইসিসের ক্ষেত্রে বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি টেকনিকেল এনালাইসিসকে । যদিও তিন ধরনের এনালাইসিসের সমন্বয় করলে কার্যকর ফল পাওয়া যায় ।
-
আসলে ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস ই প্রাধান্য দেয়া দরকার। আমি সাধারনত টেকন্যক্যলি ট্রেড করে থাকি। কারন আমি বেশী ফান্ডামেন্টাল নিউজ বুঝি না। তাই আমি টেকনিক্যল এনালাইসিস করে ট্রেড করে থাকি। আর এটিও ভালো ট্রেড করতে পারা যায় সঠিকভাবে এনালাইসিস করতে পারলে।