আমার বড় ভাই একজন সফল ফরেক্স ট্রেডার আর সে আমাকে ফরেক্স ট্রেডিংয়ে উতসাহিত করে এবং সব ধরনের সাপোর্ট দেয় আর যার ফলে আমি মেয়ে হয়েও ফরেক্সে ট্রেড করতে পারছি এটি পরিবারের সাপোর্ট ছাড়া করা সম্ভাব হয় না সেই কারনে আমি আমার পরিবারের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।
Printable View
আমার বড় ভাই একজন সফল ফরেক্স ট্রেডার আর সে আমাকে ফরেক্স ট্রেডিংয়ে উতসাহিত করে এবং সব ধরনের সাপোর্ট দেয় আর যার ফলে আমি মেয়ে হয়েও ফরেক্সে ট্রেড করতে পারছি এটি পরিবারের সাপোর্ট ছাড়া করা সম্ভাব হয় না সেই কারনে আমি আমার পরিবারের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।
আমরা সামাজিক জীব হিসেবে পরিবারের সাথেই আবদ্ধ থাকি । আমি পরিবার থেকে সাপোর্ট পায় । আর আমাদের যে কোন কাজের মূল অণুপ্রেরণা আসে আমাদের আামদের পরিবার থেকে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে চাইলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিবারের সাপোর্ট প্র্রয়োজন হবে । কেননা আমরা পরিবারকে অবহেলা করে ভালো কিছু করতে পারব না ।
না ভাই আমি ফরেক্স মার্কেট সম্পর্কে আমি আমার পরিবারকে এখনও কিছু জানাইনি । ফরেক্স মার্কেটে আমি একজন নতুন সদস্য । আসলে আমি আমার পরিবারের কাউকে ফরেক্স সম্পর্কে বলিনি কারন হচ্ছে তারা এই সকল বিষয় বুঝবে না । মার্কেটে আমার উদ্যেশ্য সফল হওয়া । আর সেই ভাবেই অামি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
আমি মনে করি যারাই ফরেক্স ব্যাবসার সাথে জড়াতে চায় তারা যে ন দ্রত বড়লোক হবার কথা না ভাবে তবে তার লসে পড়ে যাবে । অনেক সময় নিয়ে ভাল্ভাবে শিখে ট্রেড করলেই লাভবান হবে ।
আসলে ফরেক্স সফলতা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। প্রথম দিকে যখন দিনে পর দিন লস করে থাকি তখন আমার পরিবার কেন কোন মধ্যবিত্ত পরিবারের লোকজনই ফরেক্স ট্রেডিং এ উৎসাহ দিবে না। এ কারনেও অনেক ট্রেডার অকালে ঝরে যায়। কিন্তু আমার কথা হল গেলে থাকতে হবে ফরেক্স এর সাথে। যারা লেগে থাকবে ফরেক্স এর সাথে তারা একদিন না একদিন সফল হবেই। তখন পরিবার হতে অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে।
আমি ফরেক্স মার্কেটে আসাতে আমার পরিবারের কোন সাপোর্ট পাইনি।তারপরও আমি হতাশ না হয়ে ফরেক্স মার্কেট শুরু করি। প্রথম দিকে আমি অনেক লস খাইছিলাম কিন্তু এখন লসের পরিমান কমে গেছে মার্কেট সম্পর্কে দক্ষতার কারনে।এখন আমার ফ্যামিলি আমাকে উতসাহো যোগায়।
আমি আমার পরিবার কে ফরেক্স মার্কেট সম্পর্কে বলি তখন তারা তা পাত্তা দেই নি । তাই প্রথম দিকে কিছুটা সবাই ভিত ছিল । কিন্তু পরে এখন সবাই মোটামুটি সাপোর্ট দিচ্ছে । আমার পরিবারের সবাই এখন অনেক আগ্রহী ফরেক্স নিয়ে ।
আমার পরিবারকে ফরেক্স সম্পকে ভাল ভাবে বুুুঝিয়েছি তারা সাপোট করেছে ।
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে সবাই প্রফিট করে টিকে খাকতে পারেরেনা তবে পারিবারিকভাবে ভালো সাপোর্ট পেলে ভালোভাবে ফরেক্স শিখার মানসিকতা তৈরি হয়।কিন্তু আমার পরিবার থেকে ভালো রকমের সাপোর্ট পাই না।কারন আমার পরিবারের তেমন কেউই ভালোভাবে ফরেক্স বুঝেনা এবং ফরেক্সের কথা বিশ্বাসও করেনা।
হে ভাই এটাই স্বাভাবিক আপনি যখন সব সময় একটি ব্যাবসাতে লস করতে থাকবেন তাহলে পরিবার থেকে পরবর্তীতে আপনাকে পরিবার থেকে নিষেধ করতেই পারে অবশ্য আমার ক্ষেত্রে এই রকম হই নি কারন আমি বর্তমানে ডেমু অ্যাকাউন্ট দিয়ে ফরেক্স করতেসি