-
ফরেক্স মার্কেটে প্রতিমাসে ২৫ ভাগ ইনকাম এটা আসলেই অনেক কঠিন । তবে করা যে যাবেনা তা কিন্ত নয় । এরজন্য আপনার ইনভেস্টও সেরকম দরকার হবে, কেননা আপনার ব্যালেন্স যদি বেশি না থাকে তাহলে ট্রেডিং এর সময় আপনার রিস্কের পরিমানটাও অনেক বেশি বেড়ে যেতে পারে, টেকপ্রফিটের জায়গায় স্টপ লস হিট করে বসবে । সুতরাং মাসে ২৫ ভাগ ইনকামের জন্য মানি মেনেজম্যান্ট ও আপনার ব্যালেন্স এর দিকে একটু বেশি গুরুত্ব দিতে হবে ।
-
ফরেক্স মার্কেট এমন এক মার্কেট যেখানে নিদিষ্ট করে কিছু বলা যায় না। তবে আমি যদি ২০% লাভ করতে পারি তাহলে প্রাথমিক ভাবে আমার ভালো লাগবে ফরেক্স কে। তবে ইনকাম আসলে অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রাথমিক দিক দিয়ে ফরেক্স আয় করা যথেষ্ট কষ্ট এবং অনেক সময় নিয়ে শেখার পর কিছুটা অভিজ্ঞতা অর্জন করার পর গিয়ে বলা যাবে কতটুকু ইনকাম করা যাবে। তবে ধৈর্য্য সহকারে মার্কেট অবজার্ব করতে হবে তাহলে সুযোগ আসবে তখন এন্ট্রি নিতে হবে হবে এবং আপনার লাভ টুকু তুলে নিতে হবে।
-
আমার মনে হয় প্রতিমাসে ২৫% মুনাফা করা একটু কঠিন বিষয় আর তাছাড়া যে এই পরিমাণের মুনাফা এই বাজার থেকে করতে পারে সে অবশ্যই অনেক খুশি হওয়ার কথা। আমি আসলে এত পরিমাণের মুনাফা আশা করি না। কারণ ঔই পরিমাণের মুনাফার জন্য আপনাকে একটু ঝুকি নিতে হবে আর আমি বেশি ঝুকি নিয়ে ট্রেড করার পক্ষপাতি না। আমি সবসময় চেষ্টা করি ১০% মুনাফা নেওয়ার আর আমি এতেই অনেক খুশি।
-
ভাই নিয়মিত ২৫% প্রফিট করেই দেখেন না কত ধানে কত চাল। এটা আসলেই টাফ সব সময় প্রফিটেবল থাকা। তবে লেগে থাকলে হবে না এমনটা ভাবার কোন কারণ আছে বলে আমি মনে করি না। এখানেও সম্ভব লেগে থাকলে ইনকাম করা।
-
আমার মতে ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় ২৫% মুনাফা উপার্জন করা খুব কঠিন হয়ে দাড়াবে। কেননা আপনি যতই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন না কেন মার্কেটের অবস্থান বুঝা মোটেই সহজ নয়। মার্কেট কখন কোন দিকে যায় সেটা সম্পূর্ণ নিউজ এবং দৈনিক চার্টের উপর বেশির ভাগ নির্ভর করে থাকে। সেজন্য এই মার্কেট থেকে ২৫% মুনাফা উপার্জন করা মোটেও সম্ভব নয়। আর যদিও করে থাকে তাহলে দেখবেন কোন না কোন কারণে সেই মুনাফা এই মার্কেটে লসে চলে গেছে।
-
আমার মতে ফরেক্স মার্কেট হতে ডিপোজিট এর ১০ % প্রফিট করতে পারলে অনেক ভাল কারন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারলে প্রফিট হবে,তাই আমি অনেক খুশি যদি ২৫ % ইনকাম করতে পারি,ফরেক্স মার্কেটে ইনকাম করতে হলে আমাদের রিস্ক রেশিও মেনে নিয়ে ট্রেডং করতে হবে।প্রতি সপ্তাহে কিছু প্রফিট ফরেক্স মার্কেট হতে উঠাতে হবে।
-
আমি যদি ১০০০ ডলার দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমি ২৫% খুশি বাট এখন আমার পুরা ব্যালেন্স লো তাই এখন আমার ২৫% খব একটা খুশি নয় কিন্তু আমি চেষ্টায় আছি ফরেক্স একটু বেশি পরিমান ডিপোজিট করার জন্য হয়তো পরবর্তিতে ২০% বা২৫% আমার জন্য এনাফ হবে আশা করি, হয়তো ২০%বা ২৫% দিয়ে আমাদের চাহিদা পুরা করা সম্ভাব।
-
আমি মনে করি ফরেক্সে যাহারা দক্ষ আছেন তাহারা অবশ্যই জানেন যে ফরেক্সে প্রফিট করা কত কঠিন ২৫% লাভ হলেই তো খুশি হওয়ার কথা কিন্তু আমার মনে হয় ডিপোজিটের উপর নির্ভর করবে প্রত্যকে খুশি করার জন্য আসলে কত পার্সেন্ট লাভ হলেই খুশি তাই আমি ও ২৫% খুশি হবো যদি পরিমান মত ডিপোজিট করতে পারি তবে ২৫% মাসে প্রফিট কারা আমার পক্ষে খুবিই কঠিন ব্যাপার হয়ে দাড়াবে।
-
আমার মতে আগে হিসাব করতে হবে যে আমার মুল ব্যালেন্স কত আছে । তারপর কাজ করে কত টাকা পাওয়া যেতে পারে । ফরেক্সে যদি নিজের একাউন্টে ১০০ ডলার থাকে আর যদি তার ২৫ ভাগ প্রতিমাসে ইনকাম করার কথা বলা হয়ে থাকে তাহলে আমি বলব এটা তেমন একটা বেসী আয় নয় । যদি এর থেকে ডলার বেশি থাকে তাহলে তার ২৫ ভাগ কম না । তাই ডলার বা ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে ২৫ ভাগ ইনকাম অনেক ভাল ।
-
যেহেতু আমি এই মার্কেটে একজন নতুন ট্রেডার সেহেতু এখানোও আমি পুরোপুরি এই মার্কেট সম্পর্কে এত বেশি অভিজ্ঞ না। তবে যতটুকু বুঝতে পারছি তার উপর নির্ভর করে বলতে পারি এখানে মুলধন কতটুকু আছে সেটার উপর নির্ভর না করে আপনি এই মার্কেট সম্পর্কে কতটুকু জ্ঞান অভিজ্ঞতা অর্জনে সক্ষম আছেন তার উপর নির্ভর করবে আপনার মুনাফার পরিমাণ। তবে আমি মনে করি আপনার মুলধন যাইহোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনাকে এই মার্কেট সম্পর্কে অধিক বেশি জ্ঞান অভিজ্ঞতায় দক্ষ হতে হবে। তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে অল্প টাকা বিনিয়োগ করেও ভাল মুনাফা উপার্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস।