-
আমার জানামতে, ডিপোজিট বোনাস আর ফোরাম পোস্টিং বোনাস সম্পূর্ন আলাদা ব্যাপার। অনেক ব্রোকারেই নির্দিস্ট লট এর টার্গেট পূরন করতে পারলেই ডিপোজিটের সাথে সাথে বোনাস উঠানো যায়। কিন্তু ফোরাম পোস্টিং বোনাস কখনোই উঠানো যাবে না। এই বোনাস থেকে আপনি ট্রেড করে যা লাভ করবেন তা আপনার। আপনি ইচ্ছে করলে যে কোন সময়ই আপনার ট্রেড কৃত লাভ তুলে নিতে পারবেন। কিন্তু তাতে বোনাসের কোন ক্ষতি হবে না। বোনাস আপনার এ্যাকাউন্টেই থেকে যাবে। তবে বোনাস কখনোই তোলা যাবে না।
-
ডিপোজিট বোনাস এবং ফোরাম পোস্টিং বোনাস আলাদা,ডিপোজিট বোনাস এর হয়তোও বিভিন্ন ব্রোকার এ বিভিন্ন নিয়ম আছে,আর ফোরাম পোস্টিং বোনাস এর নিয়ম হয়ছে,আপনি এই বোনাস দিয়ে ট্রেড করে আপনি আপনার প্রফিট তুলতে পারবেন,কিন্তু বোনাস তুলতে পারবেন না,আর পোস্টিং বোনাস কেটে নেওয়া হয়না।
-
আপনি ঠিক বলেছেন যে আমরা যদি এই ফোরামে এর নিয়মটি অনুসরণ করি তবে আমরা প্রচুর উপকৃত হব কারণ আমরা যদি নিয়ম অনুসারে এটিতে কাজ করি তবে আমরা একটি ভাল বোনাস পাই। আমরা যদি ভালো বোনাস না পাই তবে যদি আমরা দূরে কাজ করি তবে নিয়ম থেকে সুতরাং আমরা এতে সাফল্য পেতে পারি যে আমরা চেষ্টা চালিয়ে গিয়েছিলাম কারণ যদি আমরা নিয়ম অনুসারে কাজ করি তবে কেবলমাত্র আমরা এতে সফল হব, তার নিয়ম অনুসরণ করব
-
ডিপোজিট এবং পোস্টিং বোনাস একই জিনিস নয়। ডিপোজিট করা মানি এবং তা থেকে অর্জিত প্রফিট আপনি ব্রোকার থেকে তুলে নিতে পারবেন। অনেক ব্রোকার অবশ্য এক্ষেত্রে কিছু শর্ত দিয়ে থাকে। অপরদিকে বোনাস হচ্ছে ফোরাম পোস্টিং এর মাধ্যমে প্রাপ্ত মানি। যা আমরা কখনোই তুলতে পারবো না। তবে বোনাস দ্বারা প্রফিট করতে পারলে তা অবশ্যই তুলতে পারবো। এবং এর ফলে আপনার বোনাস একাউন্টের কোন ক্ষতি হবে না। আপনার বোনাস অক্ষত থাকবে চিন্তার কোন কারণ নেই।
-
ফরেক্স ট্রেডিং এ ডিপোজিট বোনাস এবং পোস্টিং বোনাস একেবারেই আলাদা বিষয়। আপনি ফোরামে পোস্ট করলে মাসের শেষে একটা বোনাস পাবেন এবং তা দিয়ে আপনি রিয়েল ট্রেডিং করতে পারেন। এবং সেখান থেকে যে প্রফিট পাবেন তা আপনি চাইলে উঠাতে পারবেন। অপর দিকে ডিপোজিট বোনাস উঠাতে হলে আপনাকে ফরেক্স কতৃপক্ষের দেয়া শর্ত পূরণ করতে হবে এবং তারপরেই আপনি ওখান থেকে উঠাতে পারবেন। ধন্যবাদ
-
ডিপোজিট বোনাস এক জিনিস আর ফোরাম পোস্টিং বোনাস আরেক জিনিস। তাই ফোরাম পোস্টিং বোনাসের সাথে ডিপোজিট বোনাসের তুলনা না করলেই ভাল্। আপনি ফোরাম পোস্টিং বোনাস দিয়ে আনলিমিটেড মুনাফা করতে পারবেন এবং তা উত্তোলনও করতে পারবেন এতে আপনার বোনাস সবসময় আপনার একাউন্টেই থাকবে অর্থাৎ মুনাফা উত্তোলন করার পরও আপনি আপনার বোনাস ব্যবহার করে আবার মুনাফা করতে পারবেন। তবে চেষ্টা করবেন ট্রেডিং এর সকল নিয়মকানুন মেনে ট্রেড করার। কারণ নিয়মের বহির্ভূত ট্রেড হলে আপনার বোনাস বাতিল হয়ে যেতে পারে।
-
ফরেক্স বাংলা ফোরামের পোষ্টিং বোনাস এবং ফরেক্সে ডিপোজট করলে যে বোনাস পাওয়া যায় তা সম্পূর্ণ দুই ধরনের ব্যাপার।আপনি যদি ফোরামে পোষ্টি করে বোনাস অর্জন করেন উক্ত বোনাস দিয়ে আপনি ট্রেড করে যে প্রফিট করতে পারবেন তা আপনি উত্তোলন করতে পারবেন।কিন্তু ফোরামে পোষ্ট করে যে বোনাস পাবেন তা সরাসরি উত্তোলন করতে পারবেন না।আর আমি ডিপোজিট বোনাস উত্তোলন করা যায় কিনা সে সমন্ধে ভালোভাবে জানিনা।
-
ডিপোজিট বোনাস আর পোস্টিং বোনাস একই নয় । দুটির ক্ষেত্রে শর্ত প্রযোজ্য ভিন্ন । পোস্টিং বোনাস আমরা শুধু থেকে যাওয়া ডিপোজিট দিয়ে ট্রেড করব আর প্রফিট করব । আর ওই প্রফিটই হবে আমাদের আয় । ওখান থেকে যা আয় হবে কিংবা প্রফিট হবে সেইখান থেকেই আমরা টাকা তুলে নিতে পারব । ডিপোজিট মানি টাকে যদি আমরা আমাদের ইনভেসট মনে করি তাহলে ভুল হবেনা । ডিপোজিট মানি টাকে আমারা আমাদের ইনভেসট ও মনে করতে পারি ।
-
আপনি এর থেকে আপনার প্রফিট তুলতে পারবেন। আপনি প্রফিট তুললে আপনার কোন বোনাস কাটা হবে না। তবে আপনি কখনোই আপনার বোনাস মানে উইথড্র করতে পারবেন না। এটা আপনাকে দেয়া হয়েছে শুধু ট্রেড করার জন্য। আপনি যদি ফোরামে পোষ্টি করে বোনাস অর্জন করেন উক্ত বোনাস দিয়ে আপনি ট্রেড করে যে প্রফিট করতে পারবেন তা আপনি উত্তোলন করতে পারবেন । তবে বোনাসের টাকা আপনি কখনোই উত্তোলন করতে পারবেন না ।
-
আমি জানি যে এক একটা ব্রকার এক এক নিয়ম,অনেক ব্রকার আছে যা পোস্ট করে আয় তা সমান বোনাস দেয় তা দিয়ে ভাল ট্রেড করা যাই,আরও অনেক ব্রকার আছে পুল বোনাস দেয় সেই ব্রকার গুলো দেখা যাই তাদের সুবিধা অনুযায়ি দিয়ে থাকে যেন ট্রেডার এবং ব্রকার দুইজনের খ্বতি না হয়। পোস্ট করে বোনাস পাওয়া যায় এই বোনাস দিয়ে ট্রেড করে প্রপিট করলে প্রপিট টাকা উইথ্রকরলে পোস্টিং বনাস তোলা যায়না একাউন্টে থকে যায়। আর বোনাসে টাকা চলে যায়।