-
ফরেক্স এ বিনিযোগ করে অনেকে তাদের ভাগ্যের উন্নতি করেছেন । ফরেক্স এ বিনিযোগ করে অন্য সকল ব্যবসার মত ধনী হওয়া সম্ভব । কিন্তু লোভ করে ফরেক্স এ অনেকে তাদের মূলধন হারিয়েছেন । তাই ফরেক্স এ বিনিযোগ করার আগে আমাদের অতিরিক্ত লোভ পরিহার করে কম প্রত্তাসায় এখানে বিনিযোগ করা উচিত । তবে আমরা যদি এই মার্কেট সম্পর্কে অনেক পড়াশোনা ও অনেক সময় দিয়ে থাকি । আমাদের যদি অনেক দিনের অভিজ্ঞতা হয়ে থাকে এবং ডেমো একাউন্ট এ ভালো লাভ করে থাকি তবে আমরা ধনী হওয়ার লক্ষে অনেক টাকা বিনিযোগ করে সাবধানতার সাথে অনেক মুনাফা অর্জন করে ধনী হতে পারি ।
-
ফরেক্স এ ধনি হবার চিন্তা পরে আগে আপনাকে ।ফরেক্স ভাল ভাবে শিখতে হবে আস্তে আস্তে টাকা আস্তে থাকবে আপনার কাছে এক সময় দেখবেন যে আপনার টাকা এর পরিমান আস্তে আস্তে বারতে আচে তার মানে
আপনি যত আভিঙ্গ হবেন টাকা র পরিমান টা ততই বারতে থাকবে ,এক সময় দেখবেন আপনি ঠিক এ ধনি এর পথে আগাইতেছেন,
-
ফরেক্স মারকেটে দ্রুত ধনী হবার কোন ম্যাজিকের স্বপ্ন কোন ভাল লোক আপনাকে দিতে পারবেনা । আপনার যদি এমন ইছছাই থাকে তবে ফরেক্স মারকেটে না থেকে একট কলসী কিনে যমুনায় ঝাপ দিন তাতে কলসীটা লস হলেও টাকাগুলি বেচে যাবে ।
-
আমি মনে করি ফরেক্স থেকে দুতরও ধনী হওয়া যায় না যদি আপনি ফরেক্সে অনেক কষ্ট না করেন। ফরেক্স থেকে টাকা আয় করতে হলে আপনাকে ফরেক্স ট্রেড শিখতে হবে তারপর ডেমো ট্রেড করে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। তারপর আপনাকে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড ওপেন করতে হবে। এভাবে ট্রেড করলে আপনি ফরেক্সে ধনী হতে পারবেন।
-
আমি মনে করি ফরেক্স থেকে যারা রাতা রাতি ধনী হতে চান তাদের উচিত ফরেক্স থেকে দূরে থাকা । এ আপনার উচিত ধোয্য ধারণ করা । এ জন্য এখানে টিকে থাকাটায় একটা কঠিন কাজ । ফরেক্সে আপনি যত তাড়া তড়ি ধনী হতে পারেন তত তাড়া তাড়ি ফকির হওয়া জরুরী ।
-
ফরেক্স এ আপনি খুব দ্রুতই ধনী হতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে অনেক কষ্ট করতে হবে। কষ্ট করে মার্কেট সম্পর্কে ভাল ধারনা নিতে হবে। ফরেক্স শিখতে হবে। আপনি যত তাড়াতাড়ি ফরেক্স শিখতে পারবেন আপনার ধনী হওয়ার সম্ভাবনা ততই তাড়াতাড়ি। ফরেক্স না শিখে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তাই আগে ফরেক্স শিখুন তারপরে ধনী হওয়ার কথা ভাবুন।
-
ফরেক্স মার্কেট যতটা সহজ ভেবে আমরা এখানে আসি আসলে ফরেক্স মার্কেট ততটা সহজ নয়।ফরেক্স মার্কেটে দ্রুত ধনী হওয়ার সহজ বা সরল কোন পথ নেই বলে আমার মনে হয়।একটা কথা বলা ভাল আপনি যদি দ্রুত ধনী হওয়ার সপ্ন নয়ে ফরেক্স করেন তাহলে ফরেক্স মার্কেট হতে আপনাকে অচিরেই বিদায় নিতে হবে।ফরেক্স মার্কেট ট্রেড করার মাধ্যমে ধনী হওয়া যায় কিনা তা আমি সঠিকভাবে বলতে পারবো না।কিন্তু এটুকু বলতে পারবো ফরেক্স মার্কেটে সঠিক ভাবে ট্রেড পরিচালোনার মাধ্যমে নিজেকে আর্থিক ভাবে সাবলম্বী করতে পারবো।
-
আমার জানা মতে ফরেক্স থেকে অনেক টাকার মালিক হওয়া যায় | ফরেক্স মাকেট এমন মাকেট যাকে দিতে থাকে তাকে দিতে থাকে আর যখন নিতে থেকে তখন নিতে থাকে | ফরেক্স মাকেট হল আমার জানা মতে সব থেকে রিক্সি মাকেট আপোণাকে যখন তখন ফকির করে দিতে পারে | আবার আপনি আপনার দক্ষতাই ফরেক্স থেকে আয় করে ধনি ও হতে পারেন |
-
বেশি লাভের আশায় ট্রেড করে তাড়াতাড়ি ধনী হতে চাইলে একাউন্ট জিরো হয়ে যাবে।ফরেক্সে কত দ্রুত আয় করবেন সেতা নির্যাভর করে ব্যাক্তির যোগ্যতা দক্ষতা এবং ট্রেড কৌশল ও ইনভেস্টমেট এর উপর।তবে যোগ্যতা দক্ষতা এবং ট্রেড কৌশল যদি জানা না থাকে তাহলে খুব তাড়াতাড়ি আর্থিক মৃত্যু ঘটবে।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে দ্রুত ধনী হওয়ার সহজ বা সরল কোন পথ নেই।একটা কথা বলা ভাল আপনি যদি দ্রুত ধনী হওয়ার সপ্ন নয়ে ফরেক্স করেন তাহলে ফরেক্স মার্কেট হতে আপনাকে অচিরেই বিদায় নিতে হবে।ফরেক্স মার্কেট ট্রেড করার মাধ্যমে ধনী হওয়া যায় কিনা তা আমি সঠিকভাবে বলতে পারবো না।কিন্তু এটুকু বলতে পারবো ফরেক্স মার্কেটে সঠিক ভাবে ট্রেড পরিচালোনার মাধ্যমে নিজেকে আর্থিক ভাবে সাবলম্বী করতে পারবো।