-
ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন ফরেক্সে দক্ষতা।।। ফরেক্সে দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে মার্কেটে টিকে থাকা কোন্ েভাবেই সম্ভব নয়। আমরা দু এক ট্রেডে প্রফিট করলেই মনেকরি আমরা ফরেক্সে শিখে ফেলেছি।।।। এটা ভাবা মুটেও উচিত নয়। যতদিন না আমরা নিয়মিত ভাবে প্রপিট করতে না পারি ততদিন ফরেক্সে স্টাডি করে যাওয়া উচিত,,,,,,,,,,,,,,,,,,।।।
-
আপনি ফুল টাইম ট্রেডার হতে হলে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে।মানি ম্যানেজমেন্ট,মার্কেট analysis সম্পরকে যথেষ্ট ধারনা রাখতে হবে।ডিসিপ্লিন মেনে চলতে হবে।লোভ থেকে নিজেকে সংগত রাখতে হবে।অনেক সময় আপনি লস করতে পারেন সে বিষয় মানসিকভাবে আপনি নিতে পারবেন কিনা তা চিন্তা করে ট্রেড করতে হবে।কিছু কতিপয় বিষয় মেনেনিলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন
-
অবশ্যই আমি একজন ফুল টাইম ট্রেডার হতে চাই । তবে আমার মনে হয় সেজন্যে আমার অরো সময় লাগবে । কেননা আমি এখনো মার্কেট থেকে নিয়মিত প্রফিট করতে পারিনি । তাই যদি জবটা ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেড নিয়ে পড়ে থাকি তাহলে অামার পরিবারের খাবার যোগানই অনেক কঠিন হয়ে যাবে ।
-
ফুল টাইম ট্রেডার হওয়া মুটেও সহজ কাজ নয় । আমরা যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে ফরেক্স এ সময় দিয়ে ফরেক্সে সমন্ধে ভাল জ্ঞান লাভ করতে পারি তাহলে আমরা ফরেক্সে ফুল টাইম ট্রেডার হওয়ার আসা করতে পারি,,, ফরেক্সে ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন ধৈরয, আবেগঞীন এবং ইমিুশন হীন ভাবে ট্রেড করার মানসিকতা,,,,।।।
-
হ্যাঁ আমি ফুল টাইম ট্রেডার হতে চাই। কারন ফুল টাইম ট্রেড করলে অনেক সুবিধা পাওয়া যায় এবং অনেক ভাল ভাবে ট্রেডয়ে মন দেওয়া যায়, *ঠিক ভাবে ট্রেড করা যায়, ভুল কম হয় লস এর থেকেও নিজেকে বাচানো যায়। তাই আমি ফুল টাইম ট্রেড করতেই অনেক আরাম বোধ করি এবং আমি ট্রেডটাও খুব নির্ভূল ভাবে দিতে পারি। আমার মতে সবার উচিত ফুল টাইম ট্রেডার হওয়া যাতে অনেক লাভ আছে কিন্তু খতি কম হবে।
-
ফরেক্স মার্কেটে নিয়মিত ভাবে লাভের আশায় অনেকেই ফুল টাইম ট্রেডার হতে চান। নিজেকে একজন ফুল টাইম ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে নিয়মিতভাবে। ডিসিপ্লিন ছাড়া কখনই ফুল টাইম ট্রেডার হওয়া যায় না। নিজের ট্রেডিং প্ল্যানের উপর ভরসা করতে হবে। লস ট্রেড হলেই প্ল্যান না পালটিয়ে কাজ করে যেতে হবে নিয়মিত ভাবেই।
-
সবাই চায় কম বেশী টাকা আয় করতে। সে চুরি করে হোক আর কষ্ট করে হোক। আমরা যদি ফরেক্স মার্কেটে কাজ করে টাকা আয় করতে পারি তাতে ক্ষতি কি। তাই আমি চাই ফরেক্স মার্কেটে যদি ফুল টাইম কাজ করে অনেক টাকা আয় করা যায় তাহলে ফুল টাইম কাজ করাই ভালো।
-
ফুল টাইম ট্টেডার করা এটা যার যার নিজের উপর নির্ভর করবে। কারন যদি আপনি যদি মনে করেন যে আমি ফুল টাইম ট্টেড করব। তাহলে আপনি অনেক টা ভাল ধারনা করতে পারবেন। এবং আপনে ট্টেড এর লস এ অনেক টা কন্ট্রোল করতে পারবেন এবং অনেক টা লাভ করতে পারবেন।
-
ফরেক্সে ফুল টাইম ট্রেডার হতে হলে ফরেক্সে আপনার দক্ষতা বাড়াতে হবে।। ফরেক্স ট্রেডিং করে আমাদের ফরেক্স অভিজ্ঞতা বারাতে হবে। ফরেক্স আমাদের লেখাপড়া করার অনেক কিছু আছে।। ফরেক্স করার জন্য মুল্ধন যত বেশি হবে আপনার ইনকাম ও তত বেশি হবে।।
-
প্রিয় forextrader,
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে অনেক গুলো গুরুত্ত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট থেকে আমি অনেক কিছু শিকতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।