-
ফরেক্স করে আপনি কত ডলার আয় করতে পারবেন এইটা নিরভর করে আপনি ফরেক্স এ কিভাবে ট্রেড করবেন তার উপর। মানে লাভ ও লস বিষয়টা সম্পূর্ণ আপনার উপরই নিরভর করে। তবে আপনি ফরেক্স এর কিছু নিয়ম যদি মেনে চলেন তাইলে আপনার লস এর সম্ভাবনা কম থাকবে। যেমন লোভ থেকে দূরে থাকা, এনালাইসিস করে ট্রেড করা, কঠোর পরিশ্রমি হওয়া ইত্যাদি।
-
আমি ফরেক্স ট্রেডিং শুরু করে ২০১৪/১৫ এর দিকে । কিন্তু তখন কখনই ফরেক্স ট্রেডিংকে গুরুত্ব দেই নাই , না বুঝে ট্রেডিং করতাম একটু লাভ হলেই কেটে দিতাম । তখন খুবই মজা লাগত বিষয়টা । আর এই ভালোলাগা থেকেই ৩ বন্ধু মিলে ৫০০ ডলার বিনিয়োগ করি । কিন্তু সেটা ১৫ দিনের মধ্যেই শেষ হয়ে যায় । তখন আসলে খুবই কষ্ট পাই এবং তখন থেকে টার্গেট নেই যে আগে ফরেক্স ট্রেডিং শিখবো ভালোভাবে তারপর আবার বিনিয়োগ করব । আজ পর্যন্ত লাভ লস মিলিয়ে ২০০০ ডলারের মত লাভ করেছি ।
-
আমি ফরেক্স মার্কেটের সাথে প্রায় এক বছর যাবত কাজ করছি তবে 2019 সালের অক্টোবর মাস থেকে লাইভ ট্রেডিং শুরু করেছি এবং এই অল্প সময়ে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে বলা যায় যে যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা যায় তাহলে ফরেক্স থেকে মোটামুটি প্রফিট করা সম্ভব। এমনকি বেশিরভাগ ট্রেড প্রফিট সহকারে ক্লোজ করা যাবে। তবে প্রতিদিনই যে ফরেক্স থেকে প্রফিট করা যাবে এমন না আবার সব সময় যে আমরা সফলতা অর্জন করতে পারবো তাও ঠিক নয় কখনো কখনো লাভের পরিবর্তে লস কেউ মেনে নিতে হবে। তারপরও দেখা যাবে যে প্রতি মাসে গড়ে একটা ভাল প্রফিট দাঁড়াবে যেটা আমার কথা বলতে গেলে প্রতিমাসে গড়ে 50 থেকে 60 ডলারের মতো প্রফিট করতে পেরেছি।
-
আমি ২ মাস ধরে নতুন করে ফরেক করছি আর আমার ব্যলেন্স ৬৬ ডলার এবং আমার ২ ডলার লাভ করছি এপর্যন্ত। তবে আমার ইচ্ছা আছে ফিউচারে আমি ফরেক্স ফোরামের মাধ্যমে ভাল জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট অর্জন করবোই
-
আমার ফরেক্স করার অভিজ্ঞতা ৩ বছর আমি একটি জিনিজ খেয়াল করছি যে আমাদের লাভ ও লস হবার সম্ভাবনা সমান তাই কেউ আজ পর্যন্ত এর ভবিষ্যত বানি করতে পারে নি তাহলে সে কোটিপোতি হয়ে যেত আসলে এই মার্কেট অনেক রিস্ক ফুলি মার্কেট এর গতিবিধি বুঝা খুব কঠিন।
-
বৈদেশিক মুদ্রার বিজ্ঞাপনে সুবিধা এবং দুর্ভাগ্য হ'ল আপনি কতটা মেধাবী, তার উপর নির্ভর করে আপনার বেনিফিটের উপর নির্ভর করে। আমি প্রায় 1 বছর ধরে এই ব্যবসায়ে রয়েছি তবুও আমার মনে হয় যে ব্যক্তিরা এই ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন তারা আমার ফরেক্স সম্পর্কে খুব বেশি কিছু ভেবেছিলেন না বলে আগে। আপনি প্রতি মাসে যে পরিমাণ অর্থ উপার্জন করবেন তা আপনার উপর নির্ভর করে।
-
ফরেক্স আমি প্রায় ২ বছর ধরে একটানা করছি,ফরেক্স একটি অনলাইন আয় এর সব থেকে ভালো মাধ্যম আমি মনে করি,আর এই বিজিনেস এর লাভ এবং লস নির্ভর করে থাকে একজন ট্রেডার এর ট্রেডিং দক্ষতার উপর,আপনি ভালো ট্রেডিং যানলে লস থেকে বেশি লাভ করতে পারবেন এই স্মার্ট বিজিনেস থেকে,আর ভাই দিনে কত ডলার আয় করবেন এই চিন্তা না করে কিভাবে এই বিজিনেস এ টিকে থাজবেন সেই চেষ্টা করুন।
-
ঠিক তিন বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব ৷ যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন ৷ প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে ৷ তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে ৷ আমি সাত বছর হলো ফরেক্সে ট্রেড করছি ও যথেষ্ঠ প্রফিট করেছি ৷
-
ফরেক্স মার্কেট এ লাভ লস মুলত আপনার নিজের কাছে আপনি যত দক্ষ হবেন তার উপর নির্ভর করছে আপনার প্রফিট। আমি এই ব্যবসার সাথে প্রায় ১ বছর ধরে কিন্ত আমার মতে যারা আমার থেকে অনেক আগে থেকে এই ব্যবসার সাথে জড়িত তারাও ফরেক্স সম্পর্কে তেমন কিছু জানতে পারে নাই আমি তো এখনো শিখতেছি, আর যদি আপনি ভাল্ভাবে ফরেক্স এর কৌশল আয়ত্ত করতে পারেন তাহলে আপনিও সফল হতে পারবেন তবে মাসে কত আয় করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। একাউন্ট যত বড় বা ছোট হোক আর লোট সাইজ যত বড়ই হোক পিপ ইনকাম বেশি তার মানে আপনার এবিলিটিও বেশি।
-
আমি ফরেক্স এ নতুন। শুধুমাত্র ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করছি। তাই লাভ কথা বলোস পুরোপুরি বুঝতে না পারলেও এটা বুঝতে পারছি ফরেক্স মেধা সঠিকভাবে কাজে লাগাতে পারবে লাভ করা সম্ভব।