আসলে আমাদের সবারই শুরুটা খুব ভাল। আমরা খুব ভাল করেই ওপেন করতে পারি। তাই ক্লোজটাও ভাল হবে। বর্তমানে অনেক ট্রেডারই প্রফেশনালভাবে ট্রেড করছেন। তাই ফরেক্স এর ভয় এখন দিনে দিনে জয় হতে যাচ্ছে। আমাদের যা কিছু সমস্যা তা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে।
Printable View
আসলে আমাদের সবারই শুরুটা খুব ভাল। আমরা খুব ভাল করেই ওপেন করতে পারি। তাই ক্লোজটাও ভাল হবে। বর্তমানে অনেক ট্রেডারই প্রফেশনালভাবে ট্রেড করছেন। তাই ফরেক্স এর ভয় এখন দিনে দিনে জয় হতে যাচ্ছে। আমাদের যা কিছু সমস্যা তা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে।
আপনার কথার ঠিক কোন অর্থ না বুঝলেও আমি যে বিষয়টা আপনার পোস্টের শিরোনামে দেখেছি তা হল ফরেক্সে প্রথম অবস্থায় মানুষ প্রচুর লাভ করে ! কিন্ত আমি মনে করি যে এটা হল তার উল্টা । কেননা কেউ নতুন এসে এত লাভ করে না বরং উল্টা অনেক বেশি লস করে যেটা প্রায় 95% এর মতই! তবে অনেকে হয়ত ভাগ্যর জোরে লাভ করতে পারে তবে ব্যাতিক্রম উদাহরণ নয় ।
এ ব্যাপারে আমি আপনার সাথে একমত নই কারন সকলে শুরুতে ভাল প্রফিট করে এটি ঠিক না এমন অনেকে রয়েছে যাদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা একেবারেই নেই বললে চলে ফলে ঐ অনভিজ্ঞতার কারনে তারা এখানে শুরুতেই হোচট খেয়ে ছিটকে পড়ে।
স্ট্রাটেজি ছিল হেইকেন আসি যখন সবুজ ক্যানডেল দেখাবে, তখন বাই দিব। আর যখন লাল রঙের ক্যানডেল আসবে, তখন সেল দিব। অনেক জায়গায় পড়েছিলাম মানি ম্যানেজমেন্টের গুরুত্ব। শুরতে লাভ ভাল কিন্তু লস করলে ফরেক্স থেকে আমরা সরে পরি তাই আমাদের হারলে চলবেনা।
আমরা গিয়েছিলাম রোজার সময়। তাই সাধারন আইটেমগুলোর সাথে ইফতারের আইটেমও ছিল। ছোলা-ই ছিল প্রায় ১০ রকমের। অনেকে দেখলাম ১০ রকম ছোলাই টেস্ট করে দেখছে। আবার কেউ কেউ ২-৩ রকম পিয়াজু ৪-৫টা করে নিয়ে বসে আছে। এখানে উল্লেখ্য হল, যেখানে খেতে গিয়ে আপনি আনলিমিটেড বিফ, চিকেন, চিংড়ি, বিরানি, কাবাব পাচ্ছেন, সেখানে ১০ রকম ছোলা খেয়ে পেট ভরানো হাস্যকর,,
আমার জানা মতে ফরেক্সের শুরুতে কেউ প্রফিট করতে পারে না। ফরেক্সে প্রফিট করতে হলে আপনাকে ট্রেড শিখতে হবে ভালভাবে। ট্রেড শেখার পরে ডেমোতে ট্রেড করতে হবে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য। আপনি যখন নিজেকে দক্ষ মনে করবেন তখন রিয়েল ট্রেড ওপেন করতে পারেন। রিয়েল ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড ওপেন করতে হবে।
...আর তাই তখন আপনি হয়তো USD/JPY পেয়ারে সম্ভবত ১০ সেন্টের বড় একটা লটে Buy এন্ট্রী ট্রেড করে বসলেন ! ভাবছেন-আজ যেভাবেই হোক এই ১৪$ কে ডাবল করতেই হবে৷তাহলে আপনার ডাবল+ডাবল প্রফিটের স্ট্র্যাটেজীর ধারাবাহিকতা বজায় থাকবে৷এই আশায় অধীর হয়ে মনিটরের দিকে তাকিয়ে রয়েছেন৷চোখের পাতা যেন কোনো ভাবেই নড়চড় না হয়..আর মাত্র ১ মিনিট!..আহ!! বিদ্যুৎ চলে গেল!মাথা নষ্ট!হয়তো তখন আপনার প্রেসার হাই/লো সুইং করছিলো..আর স্টপলসও সেট করতে পারেন নি,মনেই ছিল না.. যখন বিদ্যূৎ এলো পিসি অন করেই দেখলেন আপনার একাউন্ট ফকফকা সাদা...আপনি তখন মাথার চুল টাঁনছেন...৷আপনার এই গল্পটা শুধু আপনারই নয় বরং আমাদের সবার নিজেদের বাস্তব গল্প বটে !সত্যিই এভাবেই আমরা প্রথমে কিছু দিন না বুঝেই উল্টাপাল্টা ট্রেড করে প্রচুর প্রফিট করে ফেলি৷তখনই মনে করি আমি ফরেক্স ব্যাবসা বুঝে গেছি..আমাকে আর ঠেকায় কে ?
নতুন ট্রেডাররা স্ক্যাল্পিং করে মূলত। এদের স্বাভাবিক ট্রেডের মাত্রা জ্ঞান খুব একটা বেশি না, তারা বড় লেভারেজ ট্রেড ওপেন করে আর আমরা জানি ট্রেড ওপেন করার পর কিছু সময় আমরা পজিটিভ ও নেগেটিভ অর্থাৎ উভয় মুভমেন্ট দেখতে পাই, নতুন ট্রেডাররা এই সুযোগকে কাজে লাগায় বেশি, একটু লাভ পেলেই ট্রেড ক্লোজ করে আবার ট্রেড নেয়, এভাবে অসংখ্য ট্রেড করে তারা প্রথম দিকে ভালোই লাভ করে। কিন্তু ধীরে ধীরে লাভের প্রতি অতিরিক্ত লোভ পেয়ে বসে বলে অনেকে ঝরে পড়ে ধীরে ধীরে।
সাধারণত নতুন ট্রেডাররা ফরেক্স সম্পর্কে না জেনে না বুঝে বেশির ভাগ ট্রেড ওপেন করে। আর উক্ত ট্রেডগুলো ওপেন হওয়ার পর যখন পজেটিভ হয়ে যায় তখন তারা লাভবান হয়ে থাকে। কেননা তারা যখন ট্রেড ওপেন করেন লিভারেজ বা মার্কেট মুভমেন্ট সম্পর্কে না জেনেই ট্রেড ওপেন করে ফলে বুঝতেও পারেন তাদের ব্যালেন্সের অবস্থা কি হতে পারে। আর এই সব কারণে দেখা যায় বেশির ভাগ ট্রেডার খুব অল্প সময়ে মার্কেট থেকে হারিয় যায়। আর যারা মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করে এমনকি বিভিন্ন ধরনের কৌশলকে শিখতে চেষ্টা করে তারাই মুলত ফরেক্স মার্কেটে টিকতে পারে।
শুরুতে সকল ট্রেডার ভালো প্রফিট অর্জ্ন করে থাকে। কারণ বুঝে হোক আর না বুঝে হোক তারা অল্প প্রফিট হলেই তারা ট্রেড ক্লোজ করে থাকে। এতে ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেডের মাধ্যমে প্রফিট অর্জন করে থাকে। তাবে যদি একবার হতাশ হয় সহসায় আর মার্কেটে ফিরে আসতে চায় না। অধিকাংশ ব্যক্তি মনে করে থাকে এটা একটি গেম। আবার অনেকে ব্যবসা হিসেবে গ্রহণ করে থাকে। মূলতঃ ভালো অভিজ্ঞতা নিয়ে ফরেক্সে ট্রেড করা উচিত অর্থ হারানোর ভয় থাকে না।