-
সমর্থন মূলত একই সাথে একই জুড়ে ক্রয় এবং বিক্রয়। এটি মোটেই সুরক্ষিত নয় যেহেতু আপনি যখন একটি অবস্থান বৃদ্ধি করেন, আপনি অন্য অবস্থানটি হারাবেন। রেকর্ডটির প্রান্ত স্তর হ্রাস হওয়ার সাথে সাথে এটি রেকর্ডকে ছাড়ানোর জন্য করা হয়। এছাড়াও, এখানে সর্বাধিক পরীক্ষাটি হল আপনি যে অবস্থানটি ছেড়েছেন সেই বিন্দুটি। তবুও, ব্যস্ততার আগে, ডেমোতে আপনার হাত পাওয়া চতুর।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করেছি অনেক দিন হলো । অামিও আমর এক ভাইয়ের কাছে থেকে ধারণা নিয়ে হেজিং স্ট্রেটিজি করা শুরু করেছিলাম । ভালই প্রফিট হয় । তবে যেদিন একটা ট্রেড আপনার আয়ত্বের বাইরে চলে যাবে সেদিন আপনাকে আপনার ব্যালেন্স খালি করতে হবে । তাই ঐসব চিন্তা আপাদত বাদ দিন । যেকোন একটা স্টেট্রেজিতে ৬মাস ডেমো ট্রেড করে লাভজনক পর্যায়ের যাওয়ার পরই আপনার আপনার রিয়েল ট্রেড করা উচিত। যদি হেজিং স্ট্রেটেজি প্রয়োগ করে ট্রেড করতে হয় তাহলে ভাই ট্রেড করারই প্রয়োজন নাই। আগে ভালভাবে ফরেক্স শিখে তারপর ট্রেড করুন লাভ হবে।
-
ফরেক্স মার্কেটে কোন স্ট্রাটেজিই স্বয়ং সম্পূর্ণ নয়।সেজন্য আমার মতে আমাদের একাউন্ট যখন লসের দিকে যাবে তখন হেজিং করে তা কন্ট্রোল করতে পারি। আপনি যদি আপনার সিস্টেম এর সিগন্যাল কনফার্মেশন না পেয়ে ট্রেড করতে চান তাহলে তো আর ট্রেডিং কিভাবে করবেন। যেকোন একটা স্টেট্রেজিতে ৬মাস ডেমো ট্রেড করে লাভজনক পর্যায়ের যাওয়ার পরই আপনার আপনার রিয়েল ট্রেড করা উচিত। যদি হেজিং স্ট্রেটেজি প্রয়োগ করে ট্রেড করতে হয় তাহলে ভাই ট্রেড করারই প্রয়োজন নাই।
-
হেজিং হচ্ছে কোন ধরনের স্ট্যাটেজি না বরং হেজিং হচ্ছে মার্কেটে এন্ট্রি হয়ে যে পেয়ারে আপনি বাই বা সেল দিবে সেটার উপর নির্ভর করে আরও একটি সমপরিমাণ লটে ঐখানে আরও একটি ট্রেড ওপেন করাকে বুঝায়। এতে করে আপনার কোন ধরনের লাভ বা লস কোনটাই হবে না। আর এটাই যদি হয় তাহলে এটা কোনদিন স্ট্যাটেজি হতে পারে না।
-
কৌশল সর্ম্পকে আমি অনেক ইন্টারনেট অনুসন্ধান করে দেখেছি কিন্তু আমি ঠিকমত বুঝি না। আর আমি এমন কাউকে আজ পর্যন্ত পাই নেই যিনি হেজিং কৌশল ব্যবহার করেন। আমার মনে হয় খুব কম ট্রেডাররাই এই কৌশল ব্যবহার করে থাকেন, আর সাধারণত অনেক বড় বড় ট্রেডাররাই এই কৌশল ব্যবহার করেন। আমার মনে হয় এই কৌশল অনেক কঠিন অন্যান্য কৌশল থেকে আর এই কারণেই ট্রেডাররা এই কৌশল এড়িয়ে চলেন।
-
ফরেক্স মার্কেটে আমরা হেজিং বলে থাকি এক সাথে একি সময়ে বাই ট্রেড করা তার সাথে সেল ট্রেড অপেনিং করা,এই ভাভে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা ঠিকনা,তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে হেজিং না করে যে কোন একদিকে ট্রেডিং করা অনেক ভাল,তাহলে লস অনেক কম হবে।ফরেক্স মার্কেটে হেজিং স্ট্রেটেজি করে লাভ কি? যদি কনফিউজড হয়ে ট্রেড করেন তাহলে এন্ট্রি নেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি আপনার সিস্টেম এর সিগন্যাল কনফার্মেশন না পেয়ে ট্রেড করতে চান তাহলে তো আর ট্রেডিং কিভাবে করবেন। যেকোন একটা স্টেট্রেজিতে ৬মাস ডেমো ট্রেড করে লাভজনক পর্যায়ের যাওয়ার পরই আপনার আপনার রিয়েল ট্রেড করা উচিত। যদি হেজিং স্ট্রেটেজি প্রয়োগ করে ট্রেড করতে হয় তাহলে ভাই ট্রেড করারই প্রয়োজন নাই। আগে ভালভাবে ফরেক্স শিখে তারপর ট্রেড করুন লাভ হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড সবাই তার নিজের মত করে ট্রেড করে থাকে কারন একেক জন একেক ভাবে ট্রেড করে থাকে। কেউ হেজিং করতে পছন্দ করে আর কেউ নরমাল ট্রেড করেত পছন্দ করে থাকে। তবে যে জাই করোক না কেন সব কিছু করতে হলে আগ্র অবিজ্ঞ হতে হবে বলে আমি মনে করি।
-
একই সময়ে একই পেয়ারে একই লটে বাই এবং সেল করাকে হেজিং বলে।সমান লটে বাই এবং সেল এন্ট্রি নিলে যখন ভালো পজিশন বুঝতে পারা যায় তখন বাই অথবা সেল ক্লোজ করে প্রফিট করে নেওয়া যায়।এজন্য হেজিং একপ্রকার স্ট্রাটেজি হিসেবে পরিনত হয়েছে। আমি নিজেও মাঝে মাঝে হেজিং স্ট্রাটেজি ব্যবহার করে প্রফিট করে থাকি