-
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স মার্কেটের জন্য আলাদা কোন অভিধান আছে বলে আমার জানা নেই । তবে বর্তমানে ফরেক্স মার্কেট সম্পর্কিত অনেক বাংলা ভিডিও ইউটিউবে পাওয়া যায় যা আপনাকে ফরেক্স শিখতে অনেকটা সহায়তা করবে বলে আমি মনে করি । তাছাড়া ফরেক্স সম্পর্কিত অনেক ব্লগ এবং ওয়েব সাইট রয়েছে যেখান থেকে আপনি সহায়তা নিতে পারেন ।
-
ফরেক্সের কোন আলাদা অভিধান নেই তবে ফরেক্স শিখার জন্য আলাদা সাইট রয়েছে সে গুলো থেকে ফরেক্স সম্পর্কে জানা যায়। ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে বিভিন্ন নিউজ রিলিজ হয় সেগুলোর দিকে আমাদের মনযোগ দিতে হবে।
-
আলাদা কোন অভিধান আছে কিনা তা সম্পর্কে আমার ধারনা নেই। তবে, আপনি যদি ফরেক্স মার্কেট সমর্কে ভাল ধারনা নেন তাহলে আলাদা কোন অভিধান এর প্রয়োজন হবে বলে মনে করছি না। ফরেক্স এ শেখার/জানার কোন শেষ নেই। এই মনে হবে আপনি সব বুঝেন/পারেন কিন্তু দেখবেন আসলে আপনি তেমন কিছুই কিন্তু পারেন না।
-
না ভাই আমার জানা মতে ফরেক্সের আলাদা কোন অভিধান নেই । ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেজ্ঞ অর্থাৎ* মুদ্রা বিনিময়ের বাজার। যার মাধম্যে মানুষ এক দেশের মুদ্রার সাথে ভিন্ন দেশের মুদ্রার ক্রয় বিক্রয়ের মাধম্যে তার তাদের মুনাফা অর্জন করে থাকে। সুতরাং ফরেক্স মার্কেটকে জানার কিংবা শেখার জন্য তেমন কোন অভিধান নেই বলা যায়, কেননা ফরেক্স হল অনুভবের বিষয়। তবে এতটুকু বলা যায় যে আমাদের দেশে এর বিভিন্ন কোর্স চালু আছে।
-
না ভাই ফরেক্সের আলাদা কোন অভিধান নেই। ফরেক্স সম্পূর্ণ আলাদা একটা ব্যবসা যেটা অন্যান্য বিজনেসের থেকে একটু ভিন্ন প্রকৃতির। এর সবকিছুই একটু আনকোমন। এখানে আপনাকে স্মার্টলীি সবকিছু পর্যবেক্ষণ ও এনালাইসিস গুলো করতে ও জানতে হবে। এর জ্ঞান আহরণের পদ্ধতি সম্পূর্ণভাবে ট্রেডিং এ প্রতিফলিত হয় আপনার অভিজ্ঞতার আলোকে। সুতরাং আপনি নিজের মধ্যে এই মার্কেট থেকে যতটুকু দক্ষতা অর্জন করতে পারবেন সেটাই হবে আপনার নিজের তৈরি অভিধান।
-
সত্যি সত্যি এখানে আলাদা অভিধান না থাকলে থাকা উচিত ছিল। কেন? কারণ - এখানে এমন কিছু শব্দ আছে যা সাধারণ এর কাছে অপরিচিত। তাই আমি মনে করি সব কিছুর মত করে এখানে একটা আলাদা ডিকশনারি থাকা জরুরী। কিন্তু বিড়ালের গলার ঘন্টাটা বাদবে কে?
-
না সেই রকম কোন অবিধান আমার যানা মতে নেই তবে ফরেক্স ব্যবসা শম্পর্কে আপনি যদি পড়া শউনা করতে চান তবে আপনি বেবি ফরেক্স ডট কমে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছুই যানতে পারবেন।আর এখান থেকে আপনি ফরেক্স মার্কেট শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে অনেক লাভবান হবেন বলে আশা করি।
-
আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান বাড়োতে চাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন। কারন এটিই হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি। কেননা আপনি মানুষের কাছ থেকে সব রকম তথ্য পাবেন না। কারন একজন অভিজ্ঞ ট্রেডার দীর্ঘাদিন ট্রেডের ফলেই সে ভালো্ ট্রেডার হয়েছে।
-
ফরেক্সের শব্দের জন্য আলাদা কোন অভিদান আছে কিনা জানা নেই। তবে টেকনিক্যাল শব্দ সমুহ বুঝার জন্য বিভিন্ন ফরেক্সের বাংলা ফোরাম ও ওয়েব পেইজ আছে। এ ছাড়াও ইউটিউব এ ফরেক্স সম্পরকিত অনেক বাংলা টিউটরিয়াল আছে যা আপনাকে টেকনিক্যাল শব্দ সমুহ বুঝতে সাহায্য করবে।
-
ফরেক্স এর আলাদা কোন অভিধান নেই তবে আপনি যদি বেসিক পড়া শুনা করেন তাহলে আপনার বেশী সমস্যা হওয়ার কথা নয়। ফরেক্স শেখার আগে ভালভাবে কিছু সাইট আছে যেগুলো থেকে বেসিক জ্ঞানটা নিয়ে নিতে পারেন যেমন : বিডিপিপ্স ভাল একটি সাইট এবং সাথে এই ফোরাম আপনার জন্য অনেক উপকারী মাধ্যম হিসাবে কাজ করতে পারে। আসলে কিছুদিন ঘাটাঘাটি করলে আপনার সব কিছুই আয়ত্বে এসে যাবে। আর এখন তো ইন্টারনেটএ সব কিছুই পাওয়া সুতরাং সমস্যার কিছু নেই শুধু মাত্র স্টাডি করতে হবে।