আমাদের হারানো গৌরব ফিরে পেতে অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতে রাজি নয়।কথায় আছে বাঙালিদের তিন হাত। ডান হাত বাম হাত এবং অজুহাত।
Printable View
আমাদের হারানো গৌরব ফিরে পেতে অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতে রাজি নয়।কথায় আছে বাঙালিদের তিন হাত। ডান হাত বাম হাত এবং অজুহাত।
বাংলাদেশ কে আরও কিভাবে এগিয়ে নেওয়া যাই তা নিয়ে চিন্তা করতে হবে, এখন ফরেক্স মার্কেট থেকেও বাংলা দেশ এ অনেক টাকা আসছে আমারা সবাই যদি ফরেক্স মার্কেট থেকে আরও বেশি বেশি টাকা আনতে পারি তাহলে বাংলাদেশ এর অর্থনীতি আরও এগিয়ে যাবে তাই আমাদের কম রিস্ক নিয়ে বেশি লাভ এর কথা চিন্তা করতে হবে আর নিয়মিত লাভ করতে হবে
হ্যা ভাই আমাদের এই দেশ একসময় সম্পদে সমৃদ্ধশালী ছিল সবদিক থেকে। বাইরের মানুষ বিভিন্ন দেশ থেকে এখানে বাণিজ্য করতে আসত, সেজন্য এই দেশে ব্যবসা বাণিজ্যও বেশ ভাল চলত। কিন্তু বর্তমানে আমাদের দেশের অবস্থা খুবই সচনীয়, কোন ব্যবসা বাণিজ্য নেই, নেই কোন চাকরি বাকরি, আর তাছাড়া দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে তুলনায় ইনকামের কোন রাস্তা নেই বলা যায়। তাই ফরেক্সের মাধ্যমে নিজের বেকারত্বকে দূর করে যাতে মাথা উঁচু করে দাঁড়ানো যায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে এবং অন্যকেও এই প্রফেশনে আসার আহব্বান করতে হবে, তাহলেই নিজের পাশাপাশি দেশেও উন্নতি হবে।
আমি বলবো পৃথিবীর বুকে যে সব জাতি মাথা তুলে দাড়িয়েছে এবং উন্নতির চরম শিখরে অবস্থান করছে তাদের বেশিরভাগই হল অত্যন্ত কঠোর পরিশ্রমি । আর পরিশ্রম কখনো মানুষের সাথে প্রতারণা করবে না ।তাই আমি বলতে পারি যে পরিশ্রম ধন আনে পুণ্য আনে সুখ আলস্য দারিদ্র্য আনে পাপ আনে দুঃখ ।বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা এই মার্কেট হতে অনেক বেশি লাভবান হতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে যদি তারা অনেক পরিশ্রম করে ।
দেশপ্রেম বলতে যে একটা কথা আছে এটা আমরা ভুলে গিয়েছি আমাদের ভেতরটা কে জাগ্রত করতে হবে আমরা বর্তমান বাংলাদেশেরর অবস্থার কথা বিবেচনায় আনলে দেখব যে যেভাবে পারতেছে নিজের মত করে দূর্নীতি করছে দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে দেশপ্রেম আমাদের অন্তর থেকে বিলুপ্তির দিকে এভাবে দেশের উন্নতি হয় না তবে আশারাখি বুকবরা একদিন হবে হয়ত আমরা অনেকেই থাকব না।
আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশ।আমি সমান্য ইতিহাস পড়ে জানতে পারি ইউরোপ আমেরিকাতে কৃষি ফসল কম হত আমাদের দেশে কৃষি পন্য উতপাদন বেশি হয়। তখন বাংলাদেশে কৃষি স্বয়ন সম্পুর্ন ছিল আর যে দেশ কৃষিতে স্বয়ন সম্পুর্ন দেস ছিল সেই দেশ উন্নত রাস্ট্রে তৈরি হয়ে ছিল। আশা করি সেই হারানো গৌরব পিরে পাবে।
পৃথিবীর বুকে যে সব জাতি মাথা তুলে দাড়িয়েছে এবং উন্নতির চরম শিখরে অবস্থান করছে তাদের বেশিরভাগই হল অত্যন্ত কঠোর পরিশ্রমি । আর পরিশ্রম কখনো মানুষের সাথে প্রতারণা করবে না ।তাই আমি বলতে পারি যে পরিশ্রম ধন আনে পুণ্য আনে সুখ আলস্য দারিদ্র্য আনে পাপ আনে দুঃখ ।বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা এই মার্কেট হতে অনেক বেশি লাভবান হতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে যদি তারা অনেক পরিশ্রম করে ।
হ্যালো প্রিয় আপনি খুব ভাল একটি বিষয় আপলোড করেছেন আসলে এই ব্যবসায়টি উচ্চ ঝুঁকির সাথে সম্পর্কিত, যখন কেউ অজান্তেই এতে যোগ দেয় তখন এই ঝুঁকিটি অতিরঞ্জিত হয়। আমরা আমাদের পরিকল্পনার কৌশল দিয়ে এই ঝুঁকি হ্রাস করতে পারি।সংক্ষেপে, যদি কোনও ব্যবসায়ী লোকসানের আশঙ্কায় থাকে তবে এর অর্থ হ'ল ব্যবসায়ী ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে উপযুক্ত নয় এবং তাকে ব্যবসায়ী বলা যায় না। কারণ ব্যবসায়ী নিজেই মানে ব্যবসায়ী এবং ব্যবসায়ের ব্যবসায়ের ক্রিয়াকলাপ। সুতরাং এখান থেকে আমরা আসলে এই উপসংহারটি টানতে পারি যে কোনও বাণিজ্যে লাভ এবং লোকসান একটি ন্যায্যতা, যা আপনি যা বলেছিলেন তেমনভাবে জোর দেওয়া দরকার, ক্ষয়কে হ্রাস করুন এবং এড়াবেন না not
আসলেই বাংলাদেশে এক সময় দুর্নীতি হতো না। এখন ভালো মানুষের বড়ই অভাব। কাউকে বিশ্বাস করা যায় না। কারন সবচাইতে বাঙালিরা খারাপ আর ধান্দাবাজ হয়ে থাকে। বাংলাদেশে বেশির ভাগ মানুষ অসৎ পথে টাকা উপার্জন করে থাকে। একারনে এদেশে এত পিছিয়ে।
হে ভাই আমি ও শুনেছি বাংলাদেশ অনেক আগে পৃথিবীর ধনি দেশ না হলেও অরথনইথিক ভাবে অনেক স্বাবলম্বী ছিল। কিন্তু ধিরে ধিরে আমাদের চারিত্রিক দুর্বলতার কারনে আমরা আমাদের অবস্তান ধরে রাখতে পারিনি এখন আমরা অরথনইথিক কারনে খুব গরিব না হলে ও চারিত্রিক দিক দিয়ে অনেক গরিব যার প্রভাব অর্থের উপর পরেছে । এই জন্য শু শিক্ষার কোন বিকল্প নাই আমাদের কে এখন আধুনিক শিক্ষাই শিক্ষিত হতে হবে তবেই নিজেদের কে পরিবরতন করতে পারব