-
আপনার দেওয়া কৈশলটা যখেষ্ট কার্যকরী বলেই আমি মনে করি বিশেষ করে একজন নতুন ট্রেডার যখন এই মার্কেটে আসে এবং ফোরাম বোনাস হোক কিংবা পার্সোনাল মানি হোক ১০০ ডলার খুব অল্প দিনের মধ্যেই লস করে ফেলে এবং একাউন্ট জিরো করে ফেলে এক্ষেত্রে আমরা যখন একটা ট্রেডিং ১০০ ডলারের একাউন্টে ০.১০ ভলিউমে প্রতিটা ট্রেড করব তখন লক্ষ্য করব যে আমাদের ঝুঁকি যেমন সর্বনিম্ন হবে তার সাথে আমাদের লস হলেও হবে খুব অল্প এবং মূলত একাউন্ট জিরো হওয়ার কোন ভয় থাকবে না
-
আমি মোবাইল দিয়ে ট্রেড করি কেননা বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্য ফরেক্স বাংলা ফোরামে পোস্টিং করা যায়। কারন আমি নিজেই একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিয়মিতই ফোরামে পোস্টিং করে থাকি।এখন পর্যন্ত আমি কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আশা করছি সামনের দিনগুলোতেও কোনো সমস্যার সৃষ্টি হবে না।
-
ফোরাম পোস্টইং এর রুলস আছে ১৩৬৬ পিক্সেল এর দুই লাইন কমপক্ষে আমাদের লেখা হতে হবে। কিন্তু মোবাইল এ আমরা কিভাবে এটা নির্নয় করব তা আমার জানা নেই। আর তাছার আমরা কম্পিউটার এ দুই হাত দিয়ে টাইপ করতে পারি। কিন্তু মোবাইল এ দ্রুত টাইপ করা সম্ভব নয়।
-
আপনি মোবাইল ফোন থেকে ফোরাম এ পোষ্ট করতে পারবেন। আমি আমার অনেক বন্ধু কে দেখছি তারা মোবাইল থেকে ফোরাম এ পোষ্ট করে আপনি আপনার ইচ্ছা মত যে কন ভাবে ফোরাম এ পোষ্ট করতে পারেন। মোবাইল বা কম্পিউটা থেকে।
-
মোবাইল থেকে ফোরামে পোস্ট করা যায় এটাও অনেক ভাল একটা প্রসেস তবে এন্ড্রয়েড ভার্সনের মোবাইল ছাড়া করতে পারবেন না। তবে আমার ধারনা অনুযায়ী বলতে পারি যেহেতু ফরেক্স একটা অনেক বড় ব্যবসা তাই এটাকে ভালভাবে এনালাইসিস থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিকেটরস গুলোর ব্যবহার পর্যবেক্ষণ করার জন্য আপনাকে ল্যাপটপ কিংবা ডেস্কটপের প্রয়োজন হবে। সুতরাং মোবাইল থেকে ফোরামে পোস্ট তুলনামূলক অনেক কম করা যায় এই আরকি তবে করতে পারলে ভাল।
-
ফোরামে যদি আপনার একটিমাত্র প্রোফাইল থাকে তাহলে আপনি কোনোও প্রকার সমস্যা ছাড়াই যে কোনো ডিভাইস ব্যবহার করে পোস্ট লিখতে পারবেন-এতে কোনোও প্রকার সমস্যা হওয়ার কথা নয়৷কিন্তু সাবধান থাকবেন-কখনোই একাধিক ডিভাইস থেকে আপনার নিজের একাধিক প্রোফাইল তৈরী করার চেষ্টা করবেন না৷এতে তেমন কোনোও সুবিধা পাবেন না৷একটি মাত্র ডিভাইস থেকে একটি প্রোফাইল থেকেই পোস্ট লেখা সবদিক থেকে সহজ ও নিরাপদ হবে৷আপনি যদি আপনার মোবাইল থেকে পোস্ট লিখতে পারেন তাহলে লিখে যাবেন কোনোও সমস্যা হবেনা৷আমার জানামতে মোবাইল থেকে ফোরামে পোস্ট লেখা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার৷
-
ফোরাম পোষ্ট করতে হলে তো টাইপ করা প্রয়োজন এখন মোবাইল দিয়ে কতটুকু সঠিক টাইপ করা যায় সেটা দেখার বিষয়। আমার মনে হয় কম্পিউটারের কাজ কখনও মোবাইল দিয়ে হবে না। ফোরাম পোষ্ট করার জন্য কম্পিউটার প্রয়োজন, কারন মোবাইলের স্ক্রীন ছোট আর আলাদা কোন কিবোর্ড না থাকাতে টাইপ করতে কষ্ট হয়। বানান সঠিক হয় না। তাই যারা সঠিক পোষ্ট করতে চান তাহলে আপনার কম্পিউটার ব্যবহার করতে হবে। আমাদের লক্ষ্য থাকতে হবে সঠিক তথ্য সরবরাহ করার। এখানে শুধু বোনাসের জন্য পোষ্ট লেখা ঠিক নয়।
-
আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো বাংলা ফরেক্স ফোরাম একটি রেস্পন্সিভ ওয়েবসাইট। অর্থাৎ এই ওয়েবসাইট পিসি এবং মোবাইল প্লাটফর্ম উভয় ক্ষেত্রেই সাপোর্ট করে। আপনি আপনার স্মার্টফোন থেকে ফরেক্স ফোরামে পোস্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আমার পরিচিত অনেক কেই দেখেছি ফোরামে মোবাইল থেকে পোস্ট করতে । তবে সব মোবাইল থেকে একাউন্ট খোলা যায় না।
-
হ্যাঁ, মোবাইল দিয়ে ট্রেড করা যায়। আমার এক বন্ধু মোবাইল দিয়ে ট্রেড করে। আমি কিন্তু ল্যাপটপ দিয়ে ট্রেড করি । আমার জানা মতে মোবাইল দিয়ে ট্রেড করলে মার্কেট আনালাইসিস করত্যে অনেক অসুবিধা হয়। এজন্য কম্পিউটার দরকার হয়। আমার বন্ধু আমার কাছ থেকে মার্কেট আনালাইসিস করে নিয়ে মোবাইল ট্রেড ওপেন করে।
-
এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ফোরামে পোস্ট করা যায় । বর্তমানে ফরেক্স ও তার সাথে অন্যান্যা কাজগুলো নিত্য নতুন উন্নত প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই সম্পাদন করা যাচ্ছে । ফোরামেও এর ব্যাতিক্রম নয় । আমি প্রথম প্রথম শুধু মনে করতাম যে কম্পিউটার থেকেই দেয়া যায় । তবে বর্তমানে আমি মোবাইল থেকেও ফোরামের পোস্ট দিতে পারি ।