-
গোল্ডের ট্রেডিং সিগন্যাল (২৮–৩০ সেপ্টেম্বর, ২০২৫): মূল্য $3,790 (8/8 মারে – 21 SMA)-এর উপরে থাকা অবস্থায় গোল্ড ক্রয় করুন
[IMG]http://forex-bangla.com/customavatars/1543240530.jpg[/IMG]
গোল্ড বর্তমানে 3,796 লেভেলের আশেপাশে ট্রেড করছে, যা 21 SMA এবং 8/8 মারে লেভেলের উপরে অবস্থান করছে। আগামী ঘন্টাগুলোতে গোল্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং এটি আপট্রেন্ড চ্যানেলের শীর্ষে 3,840 কিংবা +1/8 মারে লেভেল 3,828-এ পৌঁছাতে পারে। এই সপ্তাহের সেশনের শুরুতে 3,762 লেভেলের আশেপাশে গোল্ডের মূল্য একটি গ্যাপ তৈরি করেছে। আগামী দিনে মূল্য এই লেভেলে নেমে এসে গ্যাপ পূরণ করতে পারে। যদি গোল্ডের মূল্য এই লেভেলগুলোর নিচে নেমে যায়, তবে আমরা আশা করতে পারি এটি 8/8 মারে লেভেল 3,750-এ শক্তিশালী সাপোর্ট খুঁজে পাবে। এই লেভেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানে একটি শক্তিশালী টেকনিক্যাল রিবাউন্ড হতে পারে, যা লং পজিশন ওপেন করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে, যদি গোল্ডের মূল্য ঊর্ধ্বমুখী হয়ে 3,830 রেজিস্ট্যান্স জোনে পৌঁছে যায়, তবে এটিকে বিক্রি করার ভালো একটি পয়েন্ট হিসেবে বিবেচনা করা হবে, কারণ দৈনিক চার্টে গোল্ড ইতিমধ্যেই ওভারবট স্ট্যাটাস প্রদর্শন করছে। H4 চার্টে বর্তমানে গোল্ডের জন্য একটি ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই, আগামীকাল যতক্ষণ পর্যন্ত গোল্ড 8/8 মারে লেভেলের উপরে ট্রেড করছে সেক্ষেত্রে যেকোনো পুলব্যাককে ততক্ষণ পর্যন্ত গোল্ড ক্রয় করার সিগন্যাল হিসেবে বিবেচনা করা হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/390843
-
আউন্সপ্রতি ৩ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম
[IMG]http://forex-bangla.com/customavatars/779231946.jpg[/IMG]
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা আরো জোরালো হয়েছে। একই সঙ্গে মার্কিন সরকারের অচলাবস্থার (শাটডাউন) আশঙ্কায় স্বর্ণের বিনিয়োগ চাহিদা বেড়েছে। এর প্রভাবে গতকাল মূল্যবান ধাতুটির দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩ হাজার ৮০০ ডলারের ওপর পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৮১৬ ডলার ৭৯ সেন্টে পৌঁছায়। এদিন বেচকেনার একপর্যায়ে তা পৌঁছেছিল আউন্সপ্রতি ৩ হাজার ৮১৯ ডলার ৫৯ সেন্টে। গতকাল ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম পৌঁছে আউন্সপ্রতি ৩ হাজার ৮৪৬ ডলার ৬০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ শতাংশ বেশি।
এছাড়া গতকাল ডলারের বিনিময় হার কমে যায় দশমিক ৩ শতাংশ। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশের জন্য স্বর্ণ আমদানি তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এ সময় চাহিদা বেড়ে যায়, যার প্রভাব পড়ে দামে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করেন। অর্থায়ন-সংক্রান্ত চুক্তি না হলে বুধবার থেকেই সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যেতে পারে। এ বিষয়ে সুজারল্যান্ডভিত্ িক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘আগামী ছয় মাসে ফেড সুদহার আরো কমাতে পারে। সে সময় স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ৯০০ ডলারে।’
আগামী মাসেও যুক্তরাষ্ট্রে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা আরো জোরালো হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। অক্টোবরে ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর ৯০ শতাংশ এবং ডিসেম্বরে আরো এক দফা কমানোর ৬৫ শতাংশ সম্ভাবনা দেখছেন তারা।
ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় চলতি বছরের এ পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৪৫ শতাংশের বেশি। বিশ্বের বৃহত্তম স্বর্ণভিত্তিক ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, শুক্রবার তাদের স্বর্ণের মজুদ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ১ হাজার ৫ দশমিক ৭২ টনে দাঁড়িয়েছে।
ডয়েচে ব্যাংক এক নোটে জানায়, সরকারি ক্রয় ও ইটিএফ হোল্ডিংয়ে স্বর্ণের চাহিদা মূল্যবৃদ্ধির মূল চালক। তবে গহনা খাতে চাহিদা ও পুনর্ব্যবহারযোগ্ সরবরাহ এ মূল্যবৃদ্ধিকে তুলনামূলকভাবে সীমিত রাখছে।
অন্যান্য ধাতুর মধ্যে গতকাল স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৬ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়, যা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬০৬ ডলার ৭৭ সেন্টে দাঁড়িয়েছে, যা ১২ বছরে সর্বোচ্চ। এ সময় প্যালাডিয়ামের দাম পৌঁছে আউন্সপ্রতি ১ হাজার ২৭৯ ডলার ১৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি।