-
বিষয়টি পুরোপুরি সত্য। ট্রেড শেখার পরে যখন প্রফিট করে একটু ফান্ড বড় হয় তখনি বড় লটে ট্রেড করার মানসিকতা আমাদের সব কিছু কেড়ে নেয়। এ চরম সত্যটি আমি এখন ট্রেড করে বুঝতে পারছি। ফোরামের বোনাস মানি দিয়ে প্রথম মাসে প্রফিট করতে পেরেছি। পরের মাসে অল্পের জন্য ব্যালেন্স জিরো হয়নি।
-
ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়। আমি মনে করি সবাই না কিছু লোক হইত ট্রেড এ সফল হতে পারে , তবে একটি সময়ই এসে হইত সে লস করবেই । আমরা যারা ফরেক্স বিজনেস করব তারা প্রথমেই ফরেক্স সম্পর্কে ভাল ভাবে দক্ষতা অর্জন করব যাতে পরে সমস্যা না হয়।ধন্যবাদ।
-
কথাটি পুররপুরি ঠিক না, আমি এমন অনেক কেই দেখেছি যারা প্রথম দিনেই তাদের সম্পূর্ণ ক্যাপিটাল লস করেছে , আবার অনেকেই তাদের ক্যাপিটাল কে ডাবল করেছে। ফরেক্স এর সুরুতে সবাই প্রফিট করে এটা ঢিক না , ফরেক্স এ সবাই ১ম থেকে শেষ পজন্ত লাভ করতে পারে । ফরেক্স এ যদি কাউ বুজে বুজে ট্রেড করে ফরেক্স মার্কেট এর নিউজ রাখে তবে তবে ফরেক্স এ লাভ হবে ।
-
ফরেক্স এ শুরুর দিকে অনেকেই প্রফিট করতে পারে কিন্তু চ্যালেঞ্জ এইটাই যে এই প্রফিট সকলে ধারাবাহিক রাখতে পারেনা.আর এইখানে ভেব্গে পরার কিছুই নেই.কারণ লাভ লস ফরেক্স এর ই অংশ কিছু ত্রাদের হিসেবে যা করতে হবে তা হলো লাভ কে লস এর চেয়ে বেশি পরিমানে করতে হবে.যাতে দিন শেষে আপনার প্রফিট এর ধাত ভারী হতে পারে.
-
আমি ফরেক্সের শুরু করছি বর্তমানে । আর আমি মনে করি না যে ফরেক্সের শুরুতে অনেক লাভবান হওয়া যায় । কারণ ফরেক্স মার্কেটে প্রথম স্টেপটাই সবচেয়ে বেশি পরিমাণে ধৈর্য্যশীল হতে হয় আমাদের নতুনদের জন্য । কেননা এই সময়ে আমি মনে করি যে নতুনরা লাভের মুখ না দেখে ধৈর্য্য হারা হয়ে যায় আর সেই সময় অনেকে ফরেক্স ছেড়ে দেয় । আর আমি এটাও মনে করি যে যদি একজন নতুন ট্রেডার ভাল গাইড পায় তবে অনেক দুর এগিয়ে যেতে পারবে ।
-
অনেক বিস্তারিত আলচনা । আমি খুব মনোযোগ দিয়ে পরলাম আর অনেক কিছুই শিখলাম । তবে আলোচনার জন্য যে বিষয়টি আস্ল , আমি মনে করি ফরেক্স ত্রেদিং্যের অনেকেই প্রথম প্রথম লাভ করে টার কারন হল টার অনেকেই দীর্ঘদিন ধরে হয়ত ডেমো প্র্যাকটিস করে তবেই লাইভ ট্রেড করে । আর পরে লস টার কারন ও আপনি বলে দিয়েছেন যে পুরনো হলেই আমরা অনেক পদ্ধতি শিখি এবং কন্তি কাযে লাগাব বুঝতে পারিনা । এটীও কারন হতে পারে ।
-
হ্যাঁ আমি আপনার সাথে একমত আমি যখন প্রথম দিকে ফরেক্স ব্যবসায় আসি তখন পরেক্স থেকে অনেক অনেক লাভ করি , কিন্তু পরে বুঝতে পারি এর জালা তাই আমার মতে যারা প্রথম দিকে লস করবে তারা পরে লাভ করতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে ।
-
ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে । একথা সঠিক যারা ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অভিজ্ঞত তারাই নিয়মিত লাভ করে। এখানে আনাড়ির কোন স্থান নেই।
-
ফরেক্স এর সুরুতে সবাই প্রফিট করে এটা ঢিক না , ফরেক্স এ সবাই ১ম থেকে শেষ পজন্ত লাভ করতে পারে । ফরেক্স এ যদি কাউ বুজে বুজে ট্রেড করে ফরেক্স মার্কেট এর নিউজ রাখে তবে তবে ফরেক্স এ লাভ হবে । একটি খথা অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে ফরেক্স মার্কেট কেউ চাইলেই নিয়ন্ত্রন করতে পারে না এটি প্রতিটি দেশের অর্থনৈত্তিক কর্মকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং জানেন তা হলে আপনি শুরু থেকে সব সময়ই ভাল প্রফিট লাভ করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
কথাটি পুররপুরি ঠিক না, আমি এমন অনেক কেই দেখেছি যারা প্রথম দিনেই তাদের সম্পূর্ণ ক্যাপিটাল লস করেছে , আবার অনেকেই তাদের ক্যাপিটাল কে ডাবল করেছে। আমি মনে করি সবাই না কিছু লোক হইত ট্রেড এ সফল হতে পারে , তবে একটি সময়ই এসে হইত সে লস করবেই । ফরেক্সের শুরুতে অনেকে প্রফিক করে আপনার একথার সাথে আমি একমত হতে পারছি না। কারণ ব্যবসা না শিখতেই লাভ করবে এটা কেমন করে হয়। একথা সঠিক যারা ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অভিজ্ঞত তারাই নিয়মিত লাভ করে। এখানে আনাড়ির কোন স্থান নেই।