-
ফরেক্সে ভালো জ্ঞান ধারনা নিয়ে কাজ করতে পারলে এবং ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা থাকলে ফরেক্সে ভালো করা যায় । ফরেক্সে যারা অনেক ডলার ইনভেস্ট করে কাজ করে তাদের পক্ষে হয়ত ফরেক্স থেকে ধনী হওয়া যেতে পারে । ফরেক্স মার্কেট এনালাইসিসের মাধ্যমে এবং কিছু টেকনিক ফলো করে যদি বড় সর ভাবে লং ট্রেড করা যায় তাহলে কয়েক মাস পর তার ডলার ইনভেস্ট করা ডলারের থেকে বেশি হয়ে যাবে । এভাবে যারা ফরেক্সে কাজ করে থাকে তাদের পক্ষে ফরেক্সে কাজ করে ধনী হওয়া অসম্ভব কিছু না ।
-
ফরেক্স বিজনেজ করে ধনী হতে পারা যায় তবে সেক্ষেত্রে আপনাকে সফল ট্রেডার হতে হবে । যাতে করে আপনার ট্রেডে কোন লস না হয় । তবেই আপনি ধনী হতে পারবেন ।
-
:)আমি জানিনা কত টাকা হলে মানুষ ধনি হই | তবে আমি বলতে পারি ফরেক্স ধনি হয়া যেমন সহজ তেমন ফকির হয়াও সহজ | আপনি যদি সথিক পথ অবলম্ব করেন আপনি ভাল টাকা বা ডলারের মালিক হতে পারবেন |এর জন্য আপনাকে ধরয্র ধরে ফরেক্স মাকেটে থাকতে হবে |
-
হ্যা, ফরেক্স করে ধনি হওয়া যায় । তবে সেজন্য আগে ফরেক্স ভালোভাবে শিখতে ও বুঝতে হবে , ধৈর্য্য ধরে দীর্ঘদিন ফরেক্স ট্রেডিং ডেমোডেমো তে প্রাকটিস করতে হবে , নিজের লোভ ও ইমোশন কে কনট্রোল করতে শিখুন, এবং ভালো মানি ম্যানেজম্যান্ট ফলো করে , আপনি যখন দক্ষ ট্রেডার হতে পারবেন তখনই ফরেক্স ট্রেড করে ধনি হতে পারবেন ।
-
ফরেক্স করলে সবাই যে ধনি হব তা বলা যায় না। আবার কেউ গরিবও হয়। কারন ফরেক্স টাকা দিয়ে ইনভেস্ট করে ঝুকি নিয়ে ব্যবসা মত করা হয়। ফরেক্স এ লাভ ও লস দুটই আছে। যার অভিজ্ঞতা আছে সে অনেকটা লাভ করতে পারে। আর যার অভিজ্ঞতা নেই বা কম সে হয়তো বেশী একটা লাভ করতে পারে না।
-
কত টাকা হলে আপনি নিজেকে ধনি মনেকরবেন সেটা একান্তই আপনার ব্যাপার। তবে ফরেক্স থেকে আপনই ধনি হতে না পারলেও মাসে একটা ভাল পরিমাণ ইনকাম করতে পারবেন আসা করা যায়।। ফরেক্স থেকে কেউ কেউ প্রচুর টাকার মালিক হয়েছে আবার অনেকেই পথের ফকির ও হয়েছে।।
-
অনেকের মতে ফরেক্স ব্যবসা খুব বাজে ও খারাপ ব্যবসা । কারন এইটা থেকে শুধু লস হয় প্রফিট হইয় না । আবার অনেকের মতে ফরেক্স খুব ভাল ব্যবসা । এইটা থেকে অনেক লাভ হয় লস হকম হয় । তাই অন্যদের কথা আমি জানি না । তবে আমি ফরেক্স ব্যবসা থেকে অনেক প্রফিট করেছি । তাই আমি বলবো যে ফরেক্স বিজনেস করে সত্যি ধনী হওয়া যায় ।
-
আমি যতদূর জানি ফরেক্স থেকে অনেকেই ধনী হয়ে যেতে পারেন।পক্ষান্তরে এখান থেকে অনেকেই ফতুর হয়ে যেতে পারে।তবে ফরেক্স ব্যাবসায় লাভবান হতে হলে অনেক ধৈর্য্য ধরে ফরেক্স ব্যাবসায় টিকে থাকতে হবে এবং যত বেশি সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে হবে।তবেই ধীরে ধীরে ধনী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
ফরেক্স যেহেতু আন্তর্জতিক ব্যবসা। এখানে অনেক লোক কাজ করে আসচ্ছে এবং অনেক আয় করে আসচ্ছে। চাইলে এই ফরেক্স থেকে প্রতিদিন টাকা ইনভেস্ট করে অনেক টাকা আয় করতে পারে। তবে ফরেক্স সম্পর্কে অনেকটা জ্ঞান ও অভিজ্ঞতাতে কাজ করতে হবে। এবং সবকিছু বুঝে ফরেক্স এ ট্টেড করে লাভ করতে হবে। তবেই আপনি ফরেক্স থেকে আয় করে ধনী হতে পারেন।