ফরেক্স হল আন্তরজাতিক ব্যবসা এখানে সারা বিশের মানুষ ব্যবসা করতে পারবে।আর এটা কনো কঠিন কাজ না সবাই চেস্টা করলে এই কাজ করতে পারবে।
Printable View
ফরেক্স হল আন্তরজাতিক ব্যবসা এখানে সারা বিশের মানুষ ব্যবসা করতে পারবে।আর এটা কনো কঠিন কাজ না সবাই চেস্টা করলে এই কাজ করতে পারবে।
আমরা বাংলাদেশিরা সাধারাণত ফরেক্স এর সাথে তেমন একটা পরিচিত নয় । কেননা আমরা এই ধরনের মার্কেট বাংলাদেশে আগে থেকে না থাকায় আমরা এই ধরনের মার্কেটের সাথে অভ্যস্ত নয় । তাই আমি মনে করি যে আমরা যত বেশি ফরেক্স এর সাথে সম্পৃক্ত হব তত বেশিই এই মার্কেট সম্পর্কে ভালো জানতে পারব । তবে সবসময় মনে রাখতে হবে যে এটা একটা স্বাধীন মার্কেটের প্লাটফ্রম ।
ফরেক্স ব্যবসাটা অনেকটা শিয়ার ব্যবসার মতই। তবে ফরেক্স ব্যবসাটা হচ্ছে আন্তর্জাতিক আর শিয়ার ব্যবসাটা হচ্ছে কোন একটা দেশ নিয়ে। আপনি যদি ফফরেক্স ব্যবসা করতে চান তাহলে আগে ফরেক্স ব্যবসা শিখে তারপর আপনি ব্যবসাটা করতে পারলে অনেক ভাল হবে বলে আমি মনে করি।
আমার মতে ফরেক্স এমন একটা ব্যবসায় যার সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায় ফরেক্স হল একটা অনলাইনভিত্তিক ব্যবসায় তাই বলে গতানুগতিক সাধারণ কোন ব্যবসার সাথে এটাকে তুলনা করা যাবেনা ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসায় যা বৈধ ব্যবসায় হিসেবে স্বীকৃত যা ঘরে বসে স্বাধীনভাবে করতে পারে এই ব্যবসাটি পৃথিবীর যে কোন জায়গায় থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন এটি ব্যবসাটি কিছুটা শেয়ার ব্যবসার মত ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হয় এবং বিভিন্ন সময় এর দাম উঠা নামা করে একজন ব্যবসায়ি এই ব্যবসায় দক্ষতা অর্জন করার পর ইচ্ছে করলে এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবে
ফরেক্স একটে বড় ধরনের বিজনেস ।এতে একটি আন্তরযাতিক বিজনেস । এখানে বইদেশিক মুদ্রা বিনিময় হয় । এখানে অনেক কিছু শিখে তারপর এই বিজনেসে আসতেহয় । শিখার জন্ন গুগলে সারচ দিয়ে অনেক ফরেক্স এর বই পাওয়া যায় ।
আমি নতুন ফরেক্স ব্যবসা করতেছি । জানি না ফরেক্স আমার পক্ষে কামন হবে। তবু এই টুকু বলতে পারি আমি ভালোই উন্নতি করবো ইনসা আল্লাহ। আমার জানামতে ফরেক্স এ লাভও আছে আবার লসও আছে ।
ফরেক্স ট্রেডিং একটি বিশ্বব্যাপী বিজনেস । কিন্তু আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন ঘরের মধ্যে বসে থেকে । আপনাকে ফরেক্স ট্রেডিং করতে হলে কোন বিশেষ জায়গায় যেতে হবে না । এই ব্যবসায় যেমন লাভও আছে তেমনি লস্ও আছে বলে আমি মনে করি । তাই শুধু লাভের কথা ভাবলে হবে না ।
ফরেক্স বিজনেস হচ্ছে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করার একটি উন্মুক্ত বাজার যা সম্পুরনভাবেই অনলাইনভিত্তিক। ফরেক্স বিজনেস সম্পুরনভাবেই স্বাধীন ও মুক্ত একটি বিজনেস। ঘরে বসেই শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে এই বিজনেস করা যায়। ফরেক্স বিজনেস আপনার যখন সুবিধা হয়ে সে সময়ে ট্রেডিং করতে পারবেন। এখানে কারো নিচে চাকরি করতে হয় না। ট্রেডিং করে আপনি যে লাভ করবেন,সেই লাভের সব টাকাই আপনার।
পৃথিবীতে অনেক ধরনের পেশা ব্যবসায় আছে । তার মধ্য ফরেক্স হল অন্যরকম একটা ব্যবসায় কনসেপ্ট । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এটা বিশ্বের যে কোন ব্যবসায় থেকে ব্যাতিক্রমধর্মী একটা ব্যবসায় । আপনি যত বেশি পরিমাণে এই ব্যবসার সাথ জড়িত হবেন তত বেশি পরিমাণে জানতে পারবেন যে এটা অন্যরকম একটা অনলাইনভিত্তিক বিজনেস প্লাটফ্রম ।
ফরেক্স এমন একটি ব্যবসা যা সারা বিশ্বের লোকেরা ঘরে বসে নিজের চাহিদা মত কাজ করে ডলার আয় করতে পারে।এছাড়া এটি হল সম্পুরন্ন অনলাইন ভিত্তিক ব্যবসা এটা করার জন্য কোন জায়গা বা এক্সট্রা লোকের দরকার হয়না ,নিজে নিজে ঘরে বসে করা যায়। পৃথিবির যে কোন জায়গায় থেকে এই ব্যবসা আপনি ইন্টারনেট ব্যবহার করে চালিয়ে যেতে পারবেন। ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হয়ে থাকে।