-
ফরেক্স মার্কেট এর টেকনিক্যাল এনালাইসিস গুলোর মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করা খুবই গুরুত্বপুর্ন । মার্কেট সর্বোচ্চ যেখানে যাবার পর আবার নিচের দিকে মুভ করতে থাকে সেই পয়েন্টকে রেজিস্ট্যান্স পয়েন্ট বলে । টেকনিক্যাল এনালাইসিসের খুব গুরুত্বপুর্ন দুটি মৌলিক ধরনা হলো সাপোর্ট এবং রেসিসটেন্স। ফরেক্স মার্কেটে দেখা যায় বিভিন্ন কারেন্সি পেয়ারের আপ-ডাউন মুভমেন্ট হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেট এ সাপোর্ট রেজিসট্যান্স বুঝতে পারলে প্রফিট করা অনেক সহজ হয়ে যায়। রেজিসট্যান্স হচ্ছে মার্কেট যেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে। আর সাপোট থেকে মার্কে উপরে উঠে। সাধারনত মার্কে যদি রেজিসট্যা্ন্স লেভেল এ থাকে তাহলে আমরা সেল দিয়ে থাকি।
-
রিজিস্টেন্স হচ্ছে মার্কেট যে লেভেল থেকে ডাউন হয়েছিল, অর্থাৎ যে লেভেল থেকে মার্কেট ডাউন হয়ে নিচে এসেছে। আমরা রেসিস্টান্স বলতে সচরাচর কোন কিছু বাধাকে বুজাই।
-
এই সাপোর্ট আর রেসিসটেন্স বিভিন্ন প্রাইস একশান এর সাপেক্ষে হতে পারে । বিগত কিছু দিনের মধ্যে মার্কেট যে সর্বোচ্চ লেভেল প্রর্যন্ত উঠেছে তাকেই মূলত রেজিস্ট্যান্স বলে । রেসিসটেন্স এবং পিভট নিয়ে পিভট স্ট্রাটেজি গঠিত । এখানে রেসিসটেন্স পিভট পয়েন্টের উপর থকে ।
-
ফরেক্স মার্কেটের মুভমেন্ট এক এক সময়ে এক এক রকম হয়ে থাকে আর এটি মূলত কারেন্সির চাহিদার কারনেই ঘটে থাকে চাহিদাপূর্ন কারেন্সি পেয়ার গুলোর দরের পরিবর্তন প্রতিমূহত্বেই হয়ে থাকে আর এই কারনে মার্কেট এক এক সময় এক এক প্রাইজে অবস্থান করে। আর বিগত কিছু দিনের মধ্যে মার্কেট যে সবোচ্চ লেভেল প্রর্যন্ত উঠেছে তাকেই মূলত রেজিস্ট্যান্স বলে।
-
সাপোর্ট আর রেজিস্টেন্স লেভেল দেখে এন্ট্রি নেওয়া যায়। তবে মারকেট আপে থেকে ফিরে এসে আবার আপে জাওয়া হচ্ছে রেজিট্রেন্স লেভেল। এখানে আপনি ডেইলি রেজিস্ট্রেন্স লেভেল দেখে এন্ট্রি নিলে ভালো রেজাল্ট পেতে পারেন। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ কিছু রেসিস্টান্স আছে যেকানে পরযন্ত মার্কেট গিয়ে আর যাবে না যেকান থেকে পুনরায় আবার ফেরত আসবে তাকে বলে রেসিস্টান্স।একন ফরেক্স মার্কেট দুইটা এরিয়া থাকে একটা সাপোট অন্যটা হচ্ছে রেসিস্টান্স।আর মার্কেট ডাউন হতে গেলে যেসব প্রাইসে বাধাপ্রাপ্ত হতে পারে সেইসব লেভেলকে সাপোর্ট বলে। এই সাপোর্ট আর রেসিসটেন্স বিভিন্ন প্রাইস একশান এর সাপেক্ষে হতে পারে।
-
রেসিস্টেন্স
ফরেক্স মার্কেটে রেসিস্টেন্স হলো একটি ইমপটেন্ট বিষয়। ফরেক্সে চার্ট এনালাইসিস করার ক্ষেত্রে রেসিস্টেন্স নিদিষ্ট করতে হয়। ট্রেডিং প্লাটফর্মের নিচের বাধাপ্রাপ্ত স্থানকে সার্পোট বলে আবার উপরের বাধাপ্রাপ্ত নিদিষ্ট যায়গা যার উপরে উঠে না বা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে তাকে রেসিস্টেন্স বলে। আরো নিখুঁতভাবে বলতে গেলে যখন ট্রেডিং প্লাটফর্ম নিদিষ্ট সর্বোচ্চ স্থান থেকে ফিরে আসে সেটাই রেসিষ্টেন্স আবার বিপরীতে একই রূপে বাধাপ্রাপ্ত হয়ে উপরের উঠার জায়গায় হলো সার্পোট। নিচের আমরা মার্কেট এনালাইসিস করার ক্ষেত্রে সার্পোট ও রেসিস্টেন্স খুবই সচেতন ভাবে চিহ্নিত করতে হয়।
-
রিজিস্টেন্স হচ্ছে মার্কেট যে লেভেল থেকে ডাউন হয়েছিল, অর্থাৎ যে লেভেল থেকে মার্কেট ডাউন হয়ে নিচে এসেছে। আমরা রেসিস্টান্স বলতে সচরাচর কোন কিছু বাধাকে বুজাই।
-
ফরেক্স মার্কেট এর টেকনিক্যাল এনালাইসিস গুলোর মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করা খুবই গুরুত্বপুর্ন । মার্কেট সর্বোচ্চ যেখানে যাবার পর আবার নিচের দিকে মুভ করতে থাকে সেই পয়েন্টকে রেজিস্ট্যান্স পয়েন্ট বলে । আবার মার্কেট সর্বনিম্ন যেখানে নামার পর আবার উপরের দিকে মুভ করতে থাকে সেই পয়েন্টকে সাপোর্ট পয়েন্ট বলে ।