-
ফরেক্স মার্কেটে অনেকেই না জেনে বুঝে শুধুমাত্র কাঁড়ি কাঁড়ি ডলার উপার্জনের জন্য চলে আসে । কিন্তু গ্লোবাল এই মার্কেট থেকে ডলার উপার্জন করতে হলে প্রচুর ধারণা রাখতে হবে এই ফরেক্স মার্কেট সম্বন্ধে । আর শুধুমাত্র সামান্য জ্ঞান তথা বাই/সেল দেয়া কিছু ক্যান্ডেলস্টিক বুঝেই যদি কেউ এই মার্কেটে ডিপোজিট করে তবে স্পষ্টই বলা যায় তার একাউন্ট জিরো হতে সম লাগবেনা । তাই আগে ভালভাবে শিখে জেনেই তবেই এই মার্কেটে পা রাখা উচিৎ ।
-
ফরেক্স মারকেটএ বেশী রভাগ আসে শটকাটে বড় লোক হতে চাই এটা যেমন সত্য তেমনি ফরেক্স মার্কেটে তেমন শর্টকার্ট বলে কিছুই নাই সেটাও তেমনি সত্য । মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই মার্কেটের উপর জানতে হবে । মার্কেটেকে রেসপেক্ট করতে হবে । অ্যনালাইসিস করতে হবে ।
-
আমি বলবো যারা ফরেক্স মার্কেট এ নতুন এসেছে তাদের আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । প্রথম এ ডেমো ট্রেডিং করে শিখতে হবে । নুন্নতম ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে । ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন এনালাইসিস করতে শিখতে হবে । ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে । রিয়েল অ্যাকাউন্ট এ লস করলে আবার ডেমো ট্রেডিং করে ভালো দক্ষতা অর্জন করতে হবে ।
-
ফরেক্স ট্রেডিংয়ে যারা একবারে নতুন ট্রেডার তাদের উদ্দেশ্যে বলব আপনারা ফরেক্স ট্রেডিংকে আয়ের উতস হিসাবে বেছে নিয়ে বেশ ভালই করেছেন কারন এখান থেকে সত্যিই সলিড ভাবে আয় করা সম্ভাব তবে তার জন্য ট্রেডিং দক্ষতা,অভিজ্ঞতা এবং ট্রেডিং জ্ঞান অবশ্যই থাকতে হবে পাশাপাশি লোভ,আবেগ,উত্তেজনা ইত্যাদিকে একেবারে দূরে সরিয়ে দিয়ে তার পর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমি ও নতুন তাই নতুন দের জন্য কিছু বলার নেই, তবে কিছু দিন কাজ করে যা বুঝলাম এখনে সব থেকে বেশী কাজ করে লোভ , আর কথায় অাছে অতি লোভে তাতি নষ্ট ,নিজের লোভকে কন্ট্রল করতে হবে এবং ধৈর্য সহকারে ফরেক্স কাজ করতে হবে । এছাড়া ট্রেড করার পূর্বে এনালাইসিস করে ট্রেড করতে হবে ।
-
আশা করি আমাদের মত ট্রেডারদের শেখার জন্য কাজ দিবে।আসলে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সফল হবো।আমরা যারা নতুন ট্রেডার তাদের অনেক কিছু শেখার আছে।আশা করছি এই ফোরাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারব।সামনের দিন গুলো ভাল যাবে বলে আমি মনে করি।
-
ফরেক্স ট্রেডিংয়ে যারা একেবারেই নবীন তাদের ফরেক্স ট্রেডিংয়ে স্বাগতম পাশাপাশি তাদের উদ্দেশ্যে বলব এখান থেকে যদি নিয়মিত ভাবে আপনি ট্রেড করে প্রফিট লাভ করতে চান তা হরে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিংযের উপর ভাল জ্ঞান রাখতে হবে সাথে সাথে লোভ,লালসা,আবেগ ইত্যাদিকে পরিহার করতে হবে আর তা হলেই আপনার পক্ষে এখানে সফলতার সাথে টিকে থাকা সম্ভাব হবে।
-
ফরেক্সে নতুনদের জন্য আপনি যেগুলো বলেছেন অনেক ভালো এবং সঠিক বলেছেন বলে আমি মনে করি। মূলত এগুলোর পাশাপাশি আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ভাগ্যের ওপর নির্ভরশীলতা এমন চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। কেননা অনেকেই ফরেক্স কে ভাগ্যে বলে মনে করে যেটা ঠিক না করং ফরেক্সে দক্ষতাটা সবচে গুরুত্বের।
-
ফরেক্সে নতুনদের জন্ন অনেক কিছু জানার আছে তবে ইছছা থাকলে আস্তে আস্তে যানা যাবে । এখানে শুরু করেই প্রফিটের আশা করা যাবে না । প্রথমেই ডিপোজিট করা যাবে না । আগে ডেমোতে ট্রেড করে তার পরে যখন প্রফিট হবে তখন ডিপোজিট করতে হবে । লোভ না করে যদি আস্তে আস্তে অল্প অল্প প্রফিট নিলে আর অসুবিধা হয় না ।
-
যারা ফরেক্স মার্কেট নতুন এসেছেন তাদের জন্য সর্ব প্রথম করণীয় হচ্ছে । যে তেদের নূন্যতম ৬ মাস ধরে ডেমোতে ট্রেডিং করে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে ।
এবং আবেগ ও লোভের বর্ষবর্তী হয়ে কাজ করা যাবে না । ধর্য্য ধরে মার্কেট সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে । এবং এই সকল তথ্য বিবেচনা করে তারপর কাজ করতে হবে তাহলে নতুনরা সফল হবে ব্লে আমি মনে করি ।