- 
	
	
	
	
		প্রতিদিন কত বোনাস পাওয়া যাবে তা ফোরামের কোথাও নিদ্দিষ্ট করা নেই । কেননা ফোরাম কর্তৃপক্ষ যে রুলসগুলো তাদের পেজে রেখেছে সেখানে গেলেই আপনি জানতে পারবেন যে একজন ট্রেডার মাসে সর্বোচ্চ 250 ডলার নিতে পারবে । অার এই পরিমাণ নিতে হলে প্রতিদিন কত করে করতে হবে তার হিসাব করেই পোস্ট করা উচিত । 
 
- 
	
	
	
	
		ফোরামে এখানে দৈনিক বোনাস প্রদান করা হয় না । এখানে বোনাস প্রদান করা হয় মাসিক । আপনি পুরো *মাস জুড়ে যেই পোস্ট করবেন তার অনুপাতে আপনি মোট বোনাস পাবেন যা ফোরামের সাথে যুক্ত আপনার একাউন্টে জমা হয়ে যাবে । আর ফরেক্সে ট্রেডিং করে টিকে থাকতে হলে আপনার দক্ষতার প্রযোজন যেটা দিযে আপনি ফোরামের বোনাসকে দক্ষতার সাথে কাজে লাগাতে পারবেন । 
 
- 
	
	
	
	
		যেহেতু একজন ট্রেডার মাসে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন সেই হিসেবে দিনে কত হতে পারে তা আপনি নিজেই নির্ধারিত করে নিতে পারেন। তবে খালি ফোরাম থেকে বোনাস নিলেই হবে না আপনাকে তা দিয়ে ঠিকেও থাকতে হবে এবং সেই সাথে প্রফিটও করে নিজের পকেটেও কিছু টাকা উঠাতে হবে। 
 
- 
	
	
	
	
		একজন সদস্য মাসে সর্বোচ্চ ২০০-২৫০$ পর্যন্ত করতে পারে।ফোরামের বোনাস যতই পোস্ট করিনা কেন ২৫০ ডলারের বেশি বোনাস পাবনা তাই না করা ভালো।তবে দিনে ফোরামে 30-40 টা পোষ্ট করাই ভাল এবং আপনি প্রতিদিন হিসাব মতো ৮-৯ ডলার বোনাস পেতে পারেন।বেশি পোস্ট না করাই ভালো। 
 
- 
	
	
	
	
		ফোরামের নিয়মানুযায়ী আপনি প্রতিদিন সর্বোচ্চ ৪০ টা পোষ্ট লিখতে পারবেন৷এর বেশি লিখতে গেলে আপনার একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে৷এই ভয়ে আমি প্রতিদিন পোষ্ট লিখি না৷মাঝে মাঝে ২০/৩০ টা করে পোষ্ট লিখি৷তবে পোষ্টগুলো অবশ্যই প্রাসঙ্গিক,উপযুক্ত, নতুন, সঠিক,উপকারী, তথ্যবহুল হতে হবে৷ 
 
- 
	
	
	
	
		আমার জানা মতে ফোরামে থেকে প্রতি মাসে ২৫০ ডলারের মত পাওয়া যায় । অনেকে ফোরামে কাজ করে ইন্সতা ব্রোকারের সাথে ট্রেড করছে অনেক দিন ধরেই । ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । অনেকে ইনভেষ্ট করতে পারে না তাই তারা ফোরামে কাজ করে তাই ট্রেড করে । আমি ও ফোরামে কাজ করি অনেক দিন থেকেই । 
 
- 
	
	
	
	
		ব্যক্তিগতভাবে আমি ফরেক্স ফোরামে নতুন। আমার মতে ফোরামে প্রতিটি পোস্ট এর জন্য ২০ সেন্ড করে বোনাস পাওয়া যায়।আর প্রতিদিন আপনি বেশি হলে ৩৫ টা পোস্ট করতে পারবেন।এর বেশিও করতে পারবেন তবে এতে ঝুকি রয়েছে।এতে করে আপনার অ্যাকাউন্ট বাদ হয়ে যেতে পারে।তাই আমার উপদেশ যত কম পোস্ট করা যাবে ততই ভালো। 
 
- 
	
	
	
	
		আসলে আপনি ফোরামে যত বেশি পোষ্ট করবেন আপনি তত বেশি বোনাস পাবেন। প্রতিদিন আপনি বেশি হলে ৩৫ টা পোস্ট করতে পারবেন।এর বেশিও করতে পারবেন তবে এতে ঝুকি রয়েছে।এতে করে আপনার অ্যাকাউন্ট বাদ হয়ে যেতে পারে। 
 
- 
	
	
	
	
		আমরা সবাই জানি প্রতিটি পোস্ট এর জন্য ২০ সেন্ড করে বোনাস পাওয়া যায়। আপনি চাইলে অনেক পোস্ট করতে পারেন। তবে আমি সাধারণত ১০- ১৫ তা করি। তবে ছুটির দিনে বেশি করি। ফোরাম থেকে মাসে ২৫০ ডলার এর বেশি বোনাস পায়া যায় না বলে আমি জানি। 
 
- 
	
	
	
	
		ফোরাম থেকে এক মাসে আপনি সর্বোচ্চ $২৫০ ডলার পর্যন্ত নিতে পারবেন। এর মধ্যে থেকে আপনি প্রতিদিন যত খুশী নিতে পারবেন, তবে লিমিট হচ্ছে প্রতি মাসে সর্বোচ্চ $২৫০ ডলার। এছাড়াও আপনি প্রতিদিন সর্বোচ্চ ৪০ টা পর্যন্ত পোস্ট করতে পারবেন। এর বেশী পোস্ট হলে আপনার একাউন্ট বাতিল হওয়ার সম্ভবনা আছে।