ফরেক্স শিখতে হলে অবশ্যই আমাদের ফরেক্স স্কুল সর্ম্পকে সম্যক ধারণা নিতে হবে । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পারে । সুতরাং ফরেক্স শিখতে হলে ইন্টারনেটের মাধ্যমে এই ব্যবসা শিখব তাহলেই সফলকাম হতে পারব ।
Printable View
ফরেক্স শিখতে হলে অবশ্যই আমাদের ফরেক্স স্কুল সর্ম্পকে সম্যক ধারণা নিতে হবে । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পারে । সুতরাং ফরেক্স শিখতে হলে ইন্টারনেটের মাধ্যমে এই ব্যবসা শিখব তাহলেই সফলকাম হতে পারব ।
আমার মতো অনেকেই মনে করে আমি ফরেক্স শিখে ফেলেছি। এখন রিয়াল ট্রেড শুরু করব। আর তাতেই যত বিপত্তি। লস আর লস । ভাই ফরেক্স একটা জটিল ব্যবসা । কোন শিক্ষা প্রতিষ্টানে গিয়ে কোর্স করুন অথবা কারো কাছ থেকে পরিপুর্ন জ্ঞান অর্জন করুন অত:পর ফরেক্স করুন।
ফরেক্র শিখতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন তা হল নিজের ইচ্ছা । ইচ্ছা না থাকলে আপনার দ্বারা ফরেক্র শিখা সম্ভব নয় । কারন ফরেক্র এমন একটি মার্কেট যেখানে প্রতিটা ট্রেড দেওয়ার আগে আপনাকে এনালাইসিস করে ট্রেডে ইন করতে হবে ।
ফরেক্স মার্কেটে কাজ শেখার জন্য ট্রেনিং সেন্তারে অথবা যারা ভাল অভিজ্জ তাদের কাছ থেকে শেখতে পারেন। ভাল করে জানাতে হলে ট্রেনিং এর বিকল্প নাই। কারন আমরা ফরেক্স সম্পর্কে ভাল জানি না। ভাল করে শিখে ট্রেড করা একান্ত অপরিহার্য।
ফরেক্স মার্কেটে শিখতে কোথাও যেতে হয় না বলে আমি জানি কারন আপনি যদি ভাল ইংরেজি জানেন তবে আপনি নিজে নিজেই ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবেন। তবে ফরেক্স ভাল করে শিখতে চাইলে আপনি বেবি ফরেক্স পড়লে ভাল জ্ঞান লাভ করতে পারবেন।
আমার জানা মতে বাংলাদেশে ফরেক্স শিখার জন্য কোন প্রতিস্ঠান নাই। তবে কিছু ব্যাক্তি কেন্দ্রিক প্রতিস্টান আছে সেগুলো দিয়ে কেই শিখতে চাইলে শিখতে পারেন।সবচেয়ে ভাল হবে অনলাইন থেকে শিখে নেওয়া।
ফরেক্স ট্রেডিং শেখার জন্য কোথায়ও যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না । ফরেক্স ট্রেডিং আপনি ঘরে বসেও শিখতে পারেন । আপনি ফরেক্স ট্রেডিং শেখার জন্য অনলাইনে বিভিন্ন রকম রিসোর্স পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন । এছাড়াও বিভিন্ন সংবাদ দেখতে পারেন । তাহলে ভাল করতে পারবেন আশা করি ।
ফরেক্স শিখতে আপনার কোথাও যাওয়া লাগবে না | আপনি ঘরে বসে বসেই ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন |
ফরেক্স শিকতে কথাও যাওয়ার দরকার নাই কারন আপনি যদি এই ফুরাম এ নিয়মিত আদ্ধয়ন করেন তাহলে ফরেক্স সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন।তাই এই ফুরামটি নতুন ট্রাডার দের জন্য অনের উপকারি এবং এ থেকে আমরা কিছু বোনাস ও আয় করতে পারি।
আমি একজন নতুন ট্রেডার হিসেবে একদম ফরেক্স শুরুর দিকে খুব বেশি চিন্তিত ছিলাম এই ভেবে যে আমি কি করব সেই বিষয়টা নিয়ে । মানে কার কাছ থেকে কিভাবে ফরেক্স শিখব বিষয়টা নিয়ে । তবে আমি এখনে মনে করি যে ফরেক্স শিখার সবচেয়ে সেরা ক্ষেত্র হচ্ছে গুগল । এখানে আপনি সব কিছুই পাবেন । যদি শিখার ইচ্ছা থাকে তবে গুগল তথা ইউটিউব হল অনন্য একটা প্লাটফ্রম । শিখতেই থাকতে হবে । যত শিখা তত এগিয়ে থাকা ।