-
আমার জানামতে ফরেক্স করা বয়স লাগে না যে কেউ করতে পারে। কারন এটা ইন্টারনেট দিয়ে ঘরে বসে কাজ করে যায়।এটা করার কোন বয়স নাই সব বয়েসের মানুষ করতে পারে এ কাজ একজন ছাএ, চাকরিজীবী সব ধরনের মানুষ এ কাজ করতে পারে। বেকার মানুষ এ কাজ করতে পারে। বসে থাকার চাইতে কাজ করা অনেক ভালো। তাই কেউ বসে না থাকে এ কাজ করা অনেক ভালো আমি মনে করি। তাই শব মানুষ এ কাজ করতে পারে।
-
ফরেক্স ব্যবসা করতে পারবে যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তারা । আমরা ভোটার সাধারণত ১৮ বছর হলে করতে পারি । তাই আমরা ১৮ বছর হলে তারপর ফরেক্স ব্যবসা করব তার আগে আমরা মার্কেট নিয়ে এ্যানালাইসিস করতে পারি । এ্যানালাইসিস করতে পারলে কোন বয়সের ধরাবাধা নিয়ম নেই । অামরা ধৈর্য্যের সহিত এ্যানালাইসিস করব এবং ১৮ বছর হলে তারপর মার্কেটে ট্রেড শুরু করব ।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে কোন বয়সের সীমাবদ্ধতা নেই তবে ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে যে কোন একটি ব্রোকারে রিয়েল একাউন্ট ওপেন করতে হবে এবং একাউন্টটি অবশ্যই ভেরিফাই করে নিতে হবে কারন আনভেরিফাইড একাউন্ট দিয়ে ডিপোজিট ও উত্তোলন করতে গেলে সমস্যা হয় সেজন্য ভেরিফােইড হওয়া জরুরি। তো একাউন্ট ভেরিফাই করতে যে ডকুমেন্ট লাগে তা হল আই ডি কার্ড ও ব্যাংক স্টেটমেন্ট বা কোন বিলের কপি তাই এগুলো সাধারণত আঠার বয়সের কম বয়সীদের দেয়া হয় না সেদিক থেকে ফরেক্স ট্রেডিং করতে হলে নূন্যতম আঠার বছর বয়সের প্রয়জন। তাছাড়া ফরেক্স হচ্ছে সাধনার বিষয় এটি সাধারণত আয়ত্ব করতে হলে একজন ট্রেডারের বয়স আঠারো উধ্বে চলে যায়।
-
ফরেক্স এমন একটি ব্যবসায় যেখানে বয়সের কোন সীমাবদ্ধতা নেই। এখানে যে কেউ অংশ গ্রহন করতে পারে। বয়সের তারতম্য করা হয় না। প্রত্যেকেই নিজের স্বাধীন ভাবে ব্যবসায় করার সুযোগ পায়। আমি মনে করি ফরেক্স সকল বয়সের মানুষের জন্যই উপযুক্ত। শুধু প্রয়োজন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান এবং জ্ঞানকে সঠিক ভাবে কাযে লাগানো। যারা অর্জিত জ্ঞানকে সঠিক ভাবে কাজে লাগাতে পেরেছে তারাই ফরেক্সে সফল হতে পেরেছে।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য বয়সের কোন সিমা বদ্ধতা নেই কিন্ত আপনি যদি একটি অবুজ শিশুকে যদি ট্রেড মার্কেটে কাজ করতে দেন তাইলে সে কাজ করতে পারবে না । তাহলে বুঝা যায় যে একজন বুঝবান ব্যক্তি তার বয়স যাই হোক না কেন সে এই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । সুতারং বলা যায় যে ফরেক্স মাকেটে কাজ করার জন্য কোন বয়সের সিমা বদ্ধতা নেই । সকল বয়সের মানেুষ এখানে কাজ করতে পারবে ।
-
না ভাই ফরেক্স মার্কেটে বয়সের কোন সীমাবদ্ধতা নেই তাই এখানে যে কোন বয়সের মানুষই ট্রেড করতে পারে।আপনি ট্রেড করতে হলে আপনার একটি কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন লাগবে।আপনি পৃথিবীর যে কোন জায়গায় থেকে ট্রেড করতে পারবেন।
-
আমার জানামতে একটি স্বাধীন এবং মুক্ত পেশা হিসেবে বহুল জনপ্রিয় একটা ব্যবসা হল ফরেক্স । এই ব্যবসা করার জন্য কোন ধরনের নারী-পুরুষ , বয়স ,দেশ , কাল ইত্যাদি কোন ব্যপার নয় । কারণ ফরেক্স হল একপটা আন্তর্জাতিক ব্যবসা এবং এটা সবার জন্য উন্মুক্ত । তবে যে কোন বয়স বলতে ছোট শিশু কিংবা অপ্রাপ্ত বয়স্ক ছাড়া যেকোন ধরনের মানুষই ফরেক্স করতে পারবেন । এক্ষেত্রে যে ফরেক্স করবে তাকে অবশ্যই মানষিকভাবে পরিপূর্ণতা থাকতে হবে ।
-
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনাকে ১৮ বছর হতে হবে । আপনি যদি কম বয়সে ফরেক্স ট্রেডিং শুরু করেন তাহলে এই ব্যবসাটি বুঝতে আপনার কষ্টসাধ্য হতে পারে । আপনি যদি ১৮+ বয়সে ফরেক্স ট্রেডিং শুরু করেন তাহলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার সবকিছু বুজতেও সহজ হবে । আর কম বয়সে আপনি ফরেক্স ট্রেডিং বুঝলেও আপনার মাঝে অনেক আবেগ কাজ করবে ফলে এতে অনেক বড় লস হওয়ার সম্ভবনা থেকে যাই । তাই আমার মতে ফরেক্স করতে হলে কমপক্ষে ১৮ বছর বয়স হওয়া উচিত ।
-
অবশ্যই আপনাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে অর্থাৎ ১৮ বছরের বেশি বয়সী হতে হবে৷যখনই কোনো রিয়েল একাউন্ট ওপেন করতে চাইবেন তখন আপনার জন্ম তারিখ চাইবে৷আপনার জন্ম তারিখ মোতাবেক ১৮ বছরের বেশি হতে হবে এবং সেই জন্ম তারিখের প্রমাণ পত্র হিসাবে আপনার nid বা পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করতে হবে৷
-
অাঠারো বছর না হলে অামরা এ্যাকাউন্ট ভেরিফাই করতে পারব না । অামরা অাঠারো অাগে মার্কেট এ্যানালাইসিস করতে পারি । ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে অামরা নিজেকে যোগ্য করে তুলতে পারি । অামরা কখনোই রিক্স নিব না । অামরা তাদের অাগ্রহ দেখাব ।